General Knowledge in bengali - Part 72 || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
General Knowledge in bengali - Part 72 || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর |
বাংলা জিকে ডায়েরি 📘
General Knowledge in bengali - Part 72 || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর এর এই পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
এই General Knowledge in bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য General Knowledge in bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
General Knowledge in bengali
১। পরমাণু তত্ত্বের জনক জন ডাল্টনের সম্মানে রাখা হয়েছিল বলে কোন রোগের আরেক নাম 'ভাল্টনিজম'?
➥ বর্ণান্ধতা।
২। উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
➥ হাইড্রোজেন।
৩। কোশ ও জীবন্ত টিস্যুর অকাল মৃত্যুর সঠিক নাম কী?
➥ নেক্রোসিস।
৪। আরএনএ'তে কোন চিনি থাকে?
➥ রিবোস।
৫। কোনটিকে জনপ্রিয়ভাবে হাইপো বলা হয়?
➥ সোডিয়াম থায়োসালফেট।
৬। কোন সারের মধ্যে নাইট্রোজেনের সর্বোচ্চ শতাংশ পাওয়া যায়?
➥ ইউরিয়া (৪৬%)।
৭। সূর্যের প্রায় ৭০% অংশ গঠিত-
➥ হাইড্রোজেন দিয়ে।
৮। কোন নিষ্ক্রিয় গ্যাস যৌগ গঠন করতে পারে?
➥ জেনন।
৯। 'ভার্মিকম্পোস্ট' হল-
➥ জৈব সার।
১০। 'বেরিয়াম'এর পারমাণবিক সংখ্যা কত?
➥ ৫৬।
১১। কোন ব্রিটিশ অফিসার বেনারস ও এলাহাবাদে ১৮৫৭ সালের বিদ্রোহ দমন করেছিলেন?
➥ কর্নেল নিল।
১২। কোন শাসক হরিয়ানার হিসারে 'গুজরি মহল' তৈরি করেছিলেন?
➥ ফিরোজ শাহ তুঘলক।
১৩। মহম্মদ আলি জিন্না কোন সংবাদপত্র শুরু করেন?
➥ ডন।
১৪। 'ভারতীয় জাতীয় কংগ্রেস'এর কোন অধিবেশনে দাদাভাই নওরোজি প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন?
➥ কলকাতা।
১৫। 'দশকুমারচরিতম' কার রচনা?
➥ ডান্ডিন।
১৬। বিখ্যাত গ্রন্থ 'সুত্রকৃতাঙ্গ'এ কার জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে?
➥ মহাবীর।
১৭। কবি জয়দেবের সংস্কৃত কবিতা কোন নৃত্যধারার ভিত্তি হয়ে উঠেছে?
➥ ওড়িশি।
১৮। কোন আইনে পোর্টফোলিও ব্যবস্থা চালু হয়েছে?
➥ ১৮৬১ সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট।
১৯। সঙ্গম যুগে রোমানদের বাণিজ্যের কেন্দ্র কোথায় ছিল?
➥ মুসিরি।
২০। কোন প্রতিবেশী দেশ ভারতকে মহেঞ্জোদারো থেকে 'ডান্সিং গার্ল' মূর্তি ফিরিয়ে দিতে বলেছে?
➥ পাকিস্তান।
২১। ভারতের কোন কোন রাজ্য 'সর্দার সরোবর প্রকল্প'এর সুবিধাভোগী?
➥ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত ও রাজস্থান।
২২। ভারতের একমাত্র কোন রাজ্য মুগা সিল্ক উৎপাদন করে?
➥ অসম।
২৩। মনিপুর রাজ্য ও নাগাল্যান্ড রাজ্য কোন পাহাড়ি শ্রেণির মাধ্যমে আলাদা হয়েছে?
➥ বড়াইল পাহাড়।
২৪। 'চিরমিরি হিল স্টেশন' ভারতের কোন রাজ্যে অবস্থিত?
➥ ছত্তিশগড়।
২৫। 'দানা পানি' ও 'আইএনএস হামলা' ভারতের কোন সমুদ্র সৈকতের একটি অংশ?
➥ আকসা সমুদ্র সৈকত।
২৬। কেরলের কোন সমুদ্র সৈকত 'টিপু সুলতান সৈকত' নামেও পরিচিত?
➥ সাদ্দাম।
২৭। কোন কোন নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গম' নামে পরিচিত?
➥ গঙ্গা, যমুনা ও সরস্বতী।
২৮। কোন নদী বাংলার মূর্শিদাবাদ জেলাকে ২ ভাগে বিভক্ত করেছে?
➥ ভাগীরথী।
২৯। সুন্দরবন অঞ্চলের সবথেকে বড় বদ্বীপ কোনটি?
➥ সাগরদ্বীপ।
আরো পড়ুন...
➜ General knowledge in bengali
➜ ভারতের সংবিধান - Constitution of India || ভাগ ১ - সংঘ ও উহার রাজ্যক্ষেত্র
➜ Online GK Mock Test in Bengali
➜ Science GK in Bengali MCQ Question Answer
➜ Article 12 - 35 | Fundamental Rights - মৌলিক অধিকার
Please do not enter any spam link in the comment box.