Science GK in Bengali MCQ Question Answer - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Part 4
Bangla GK DiaryAugust 30, 2021
0
Science GK in Bengali MCQ Question Answer - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Part 4
Science GK in Bengali MCQ Question Answer
নমস্কার বন্ধুরা, Science GK in Bengali MCQ Question Answer - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Part 4 তে আপনাদের জন্য থাকছে 25 টি General Science এর প্রশ্ন ও উত্তর।
Science বা বিজ্ঞান যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা তাই General Science থেকে Important GK Questions and Answers নিয়ে এই পর্ব শুরু করেছি। এই পর্বগুলির মাধ্যমে আমরা General Science থেকে আগত সাম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।
যদি আপনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইট টি অবশ্যই Follow করুন। এখানে কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরীক্ষার প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর দেওয়া হয়ে থাকে।
সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - ৪
1. সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় কোন আলোয়?
উত্তরঃ C) সবুজ আলোয়
2. নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হল-
উত্তরঃ C) তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য
3. দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ-
উত্তরঃ B) ওরা পরস্পর সংলগ্ন হলে তাপের আদান-প্রদান ঘটবে না
4. একটি দন্ড চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলতে কী বোঝায়?
উত্তরঃ B) ওর মেরুদ্বয়ের মধ্যে দূরত্ব
5. বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশির দ্বারা সূচিত হয়?
উত্তরঃ C) প্রযুক্ত বল/ত্বরণ
6. একটুকরো পাথরের সুতো বেঁধে তাকে উলম্ব তলে সমকৌণিক বেগে ঘোরালে সুতোর টান সর্বাধিক হবে যখন-
উত্তরঃ B) পাথরটি সর্বনিম্ন অবস্থানে থাকবে
7. নদী থেকে সমুদ্রে গেলে জাহাজ কিছুটা ভেসে ওঠে কেন?
উত্তরঃ D) সমুদ্রের নোনা জলের ঘনত্ব অধিক
8. 0°C উষ্ণতায় 10 গ্রাম বরফ ও 10°C উষ্ণতায় 10 গ্রাম জল মেশানো হল। মিশ্রণের উষ্ণতা হবে-
উত্তরঃ D) 0°C
9. একটি 100W, 220V বিজলি বাতির প্রবাহমাত্রা হবে-
উত্তরঃ C) 5/11 অ্যাম্পিয়ার
10. কোন তারের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে ওর রোধ-
উত্তরঃ D) অপরিবর্তিত থাকবে
11. নিম্নোক্তগুলির মধ্যে কোনটি অন্যগুলি থেকে ভিন্ন?
উত্তরঃ C) ⍺-কণিকা
12. একটি চুম্বককে দ্রুত একটি কুণ্ডলীর দিকে আনলে কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয়, তার মান নিম্নোলিখিত কোনটির ওপর নির্ভরশীল নয়?
উত্তরঃ C) চুম্বকের গতিবেগ
13. একটি রকেট পৃথিবী থেকে ছেড়ে চাঁদে অবতরণ করল ও পৃথিবীতে ফিরে এল। কখন রকেটটির সবচেয়ে বেশি শক্তি লাগবে?
উত্তরঃ A) পৃথিবী থেকে উঠতে
14. সঞ্চয়ক কোষে কি সঞ্চিত হয়?
উত্তরঃ D) রাসায়নিক শক্তি
15. একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে। বিন্দুটির-
উত্তরঃ B) যান্ত্রিকশক্তি সংরক্ষিত হচ্ছে
16. সরল দোলগতিতে গতিশক্তি-
উত্তরঃ B) প্রতি পর্যায়ে দুই বার শূন্য হয়
17. ছায়ার উৎপত্তি প্রমাণ করে যে-
উত্তরঃ A) আলোক মোটামুটি সরলরেখায় চলে
18. হিলিয়াম পরমাণুর ইলেকট্রন হারালে এটি পরিণত হয়-
উত্তরঃ B) ⍺-কণা
19. সবুজ পাতা ও লাল ফুলের উপর লাল আলো ফেললে দেখা যাবে-
উত্তরঃ C) কালো পাতা ও লাল ফুল
20. এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়?
উত্তরঃ C) পিকোমিটার
21. নিম্নোক্ত প্রাণীদের মধ্যে কোনটির দেহখন্ডক সর্বাপেক্ষা কম?
উত্তরঃ A) কৃমি
22. নিচের রক্ত গ্রুপের মানুষের মধ্যে কাকে সার্বজনীন দাতা বলা হয়?
Please do not enter any spam link in the comment box.