Ads Area

Science GK in Bengali MCQ Question Answer - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Part 3

Science GK in Bengali MCQ Question Answer - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Part 3

Science GK in Bengali MCQ Question Answer
Science GK in Bengali MCQ Question Answer
নমস্কার বন্ধুরা,

Science GK in Bengali MCQ Question Answer - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Part 3 তে আপনাদের জন্য থাকছে 25 টি General Science এর প্রশ্ন ও উত্তর।

Science বা বিজ্ঞান যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা তাই General Science থেকে Important GK Questions and Answers নিয়ে এই পর্ব শুরু করেছি। এই পর্বগুলির মাধ্যমে আমরা General Science থেকে আগত সাম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।

যদি আপনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইট টি অবশ্যই Follow করুন। এখানে কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরীক্ষার প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর দেওয়া হয়ে থাকে।




সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - ৩


 

1. পরিমাপ করা যায় এরকম যে কোনো প্রাকৃতিক বিষয়কে বলে-





উত্তরঃ C) (A) অথবা (B)

 

2. প্রাকৃতিক রাশি কয় প্রকার?





উত্তরঃ B) 2

 

3. যেসব রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাদের কি বলে?





উত্তরঃ A) স্কেলার রাশি

 

4. আয়তন হল একটি-





উত্তরঃ B) স্কেলার রাশি

 

5. নীচের কোনটি স্কেলার রাশি?





উত্তরঃ C) (A) ও (B)

 

6. নীচের কোনটি স্কেলার রাশি নয়?





উত্তরঃ D) ওজন

 

7. যে সব রাশির মান ও দিক বা অভিমুখ দুই-ই আছে তাদের কি বলে?





উত্তরঃ B) ভেক্টর রাশি

 

8. নীচের কোনটি ভেক্টর রাশি?





উত্তরঃ D) ত্বরণ

 

9. নীচের কোনটি ভেক্টর রাশি?





উত্তরঃ C) বল

 

10. কোনো রাশির পরিমাপ হল-





উত্তরঃ A) রাশিটির সাংখ্যমান × রাশিটির একক

 

11. কোনো রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাপকে কি বলে?





উত্তরঃ A) ঐ রাশির একক

 

12. 'প্রমাণ মিটার'-এর ধাতুদন্ড তৈরি-





উত্তরঃ C) প্লাটিনাম ও ইরিডিয়াম ধাতু সংকর

 

13. 'প্রমান মিটার' ধাতু দন্ডটি কোথায় রাখা আছে?





উত্তরঃ A) ফ্রান্সের প্যারিস শহরে

 

14. 'প্রমান মিটার' ধাতু দন্ডটি রাখা আছে কোন উষ্ণতায়?





উত্তরঃ A) 0°C

 

15. জল হল একটি-





উত্তরঃ A) পদার্থ

 

16. মৌলিক রাশি হল-





উত্তরঃ D) সবগুলি

 

17. মৌলিক রাশির একককে বলে-





উত্তরঃ A) মূল বা প্রাথমিক একক

 

18. F.P.S পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি?





উত্তরঃ C) ফুট

 

19. দৈর্ঘ্য, ভর ও সময়ের একক হল-





উত্তরঃ B) মূল একক

 

20. ক্ষেত্রফল একক হল-





উত্তরঃ B) লব্ধ একক

 

21. নীচের কোনটি লব্ধ একক?





উত্তরঃ B) আয়তনের একক

 

22. নীচের কোনটি লব্ধ একক নয়?





উত্তরঃ A) উষ্ণতার একক

 

23. বেগের একক হল-





উত্তরঃ B) সরণ/সময়

 

24. C.G.S পদ্ধতি হল-





উত্তরঃ A) সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড পদ্ধতি

 

25. C.G.S পদ্ধতিতে ভরের একক হল-





উত্তরঃ A) গ্রাম






More Important GK Link
সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - ২ Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad