Daily Current Affairs in Bengali - 10th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
![]() |
Daily Current Affairs in Bengali - 10th August 2021 |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 10th August 2021 এর 10টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।
Bangla GK Diary থেকে Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।
Daily Current Affairs in Bengali - 10th August 2021::
1. বিশ্ব আদিবাসী দিবস কবে পালিত হয়?
❒ বিশ্বের বিভিন্ন দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়
2. ভারতীয় নৌ-বাহিনী ও কোন দেশের নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক নৌ-মহড়া Zayed Talwar 2021 অনুষ্ঠিত হলো?
❒ এই দ্বিপাক্ষিক নৌ-মহড়া 7 আগস্ট আবুধাবি উপকূল অঞ্চলে অনুষ্ঠিত হলো
❒ ইউনাইটেড আরব এমিরেটস রাজধানী আবুধাবি
❒ মুদ্রা দিরহাম
3. "The Year That Wasn't - The Diary of a 14-Year-Old" বইটির লেখক কে?
❒ বইটি প্রকাশ করলেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি
❒ বৃষা জৈন একজন কলকাতার মেয়ে
❒ বৃষা জৈন এর বয়স মাত্র 14 বছর
❒ এই বইটিতে গত বছর করোনা ভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার সময় যে লকডাউন হয়েছিল সেই লকডাউনের দিনগুলো এখানে বর্ণনা করা আছে
4. মালদ্বীপের মত কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ওয়াটার ভিলা তৈরি করা হবে?
❒ লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি
❒ লাক্ষাদ্বীপের অ্যাডমিনিস্ট্রেটর - প্রফুল খোদা প্যাটেল
❒ লাক্ষাদ্বীপের প্রশাসক প্রফুল খোদা প্যাটেল লাক্ষাদ্বীপের নৈসর্গিক সৌন্দর্যের প্রতি পর্যটকদের আকৃষ্ট করে তুলতে ₹800 কোটি টাকা ব্যয়ে ওয়াটার ভিলা স্থাপন করতে চলেছে
5. ভারতের কোন রাজ্যে প্রথম হার্ট ফেইলিওর বায়ো ব্যাঙ্ক চালু হয়েছে?
❒ কেরলের শ্রীচিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিতে হৃদরোগের গবেষণার জন্য ভারতের প্রথম বায়োব্যাঙ্ক চালু করলো
6. জেমস অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী খেলোয়াড় হলেন, ইনি কোন দেশের খেলোয়াড়?
❒ এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় উইকেট সংগ্রহকারী খেলোয়াড় ছিলেন অনিল কুম্বলে। তার টেস্ট ক্রিকেটের উইকেট সংখ্যা 619 টি
❒ বর্তমানে জেমস অ্যান্ডারসন 163 টেস্টে 628 টি উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় উইকেট সংগ্রহকারী খেলোয়াড় হলেন
7. কোন কেন্দ্রীয় মন্ত্রক PM DAKSH পোর্টাল ও মোবাইল অ্যাপ লঞ্চ করল?
❒ বর্তমানে সামাজিক ন্যায়বিচার মন্ত্রী পদে নিযুক্ত আছেন ড: বীরেন্দ্র কুমার
8. ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে পুনরায় কে নির্বাচিত হলেন?
❒ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 সালে 9 আগস্ট জাপানের নাগাসাকি শহরে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্যাটম্যান নামে একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে এর ফলে প্রচুর মানুষ আহত নিহত হয় তাদের স্মরণ করে প্রতিবছর এই দিনটি পালন করা হয়
9. Home interior brand HomeLane এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?
❒ মহেন্দ্র সিং ধোনি 15 আগস্ট 2020 সালে অর্থাৎ ভারতের 74 তম স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন
❒ 2018 সালে পদ্মভূষণ পুরস্কার পান
❒ 2009 সালে পদ্মশ্রী পুরস্কার পান
❒ 2007-2008 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান
10. কোন রাজ্য সরকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য Walmart Vriddhi এবং Haqdarshak এর সঙ্গে MoU স্বাক্ষর করলো?
❒ হরিয়ানা সরকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (MSMF) আন্তর্জাতিক বাজারে স্থানান্তরিত করতে সাহায্য করার জন্য Walmart Vriddhi এবং Haqdarshak সঙ্গে MoU স্বাক্ষর করলো
More Current Affairs |
Link |
---|---|
9th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ |
Please do not enter any spam link in the comment box.