Daily Current Affairs in Bengali - 9th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
![]() |
Daily Current Affairs in Bengali - 9th August 2021 |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 9th August 2021 এর 10টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।
Bangla GK Diary থেকে Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।
Daily Current Affairs in Bengali - 9th August 2021::
1. 2020 টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের গোলরক্ষক শ্রীজেসের নামে কোন রাজ্যে একটি রাস্তার নামকরণ করা হলো?
❒ পি আর শ্রীজেসের সম্পূর্ণ নাম Parattu Raveendran Sreejesh
❒ ইনি 2015 সালে অর্জুন পুরস্কার পান
❒ কেরালার মুখ্যমন্ত্রী - পিনারাই বিজয়ন
❒ কেরালার রাজ্যপাল - আরিফ মহাম্মদ খান
❒ কেরালার রাজধানী - তিরুবনন্তপুরম
2. দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ভারত ও কোন দেশের মধ্যে MoU স্বাক্ষর হলো?
❒ বাংলাদেশের রাজধানী ঢাকা
❒ বাংলাদেশের মুদ্রা টাকা
❒ বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ
❒ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
3. সম্প্রতি Mangdechhu হাইড্রোইলেক্ট্রিক প্রজেক্ট Brunel Medal পেল, এই হাইড্রোইলেক্ট্রিক প্রজেক্ট টি কোথায় অবস্থিত?
❒ পুরস্কারটি শিল্পের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ শ্রেষ্ঠত্বের চিহ্ন হিসাবে দেওয়া হয়
❒ ভুটানের রাজধানী থিম্পু
❒ ভুটানের মুদ্রা ভুটানিস নগুলট্রাম
❒ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং
4. সম্প্রতি কোন রাজ্যে অ্যামাজন স্পেশালিস্ট ফুলফিলমেন্ট সেন্টার তৈরি করল?
❒ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও
❒ তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন
❒ তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ
❒ অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস
❒ অ্যামাজন CEO - অ্যান্ডি জেসি
❒ সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেট
5. টোকিও অলিম্পিক 2020 কোন দেশ সবচেয়ে বেশি সোনার পদক পেলো?
❒ মার্কিন যুক্তরাষ্ট্র মোট 113 টি পদক পান তারমধ্যে সোনার পদক 39 টি, রুপোর পদক 41 টি, ব্রোঞ্জের পদক 33 টি
❒ চীন পদক তালিকার দ্বিতীয় স্থানে আছে। মোট পদক পায় 88 টি, এর মধ্যে সোনা পায় 38 টি
❒ জাপান পদক তালিকার তৃতীয় স্থানে আছে। মোট পদক এর সংখ্যা 58 টি, সোনার পদক পায় 27 টি
❒ ভারতের স্থান পদক তালিকায় 48 তম। ভারত মোট সাতটি পদক পায়, এর মধ্যে সোনা একটি
6. কোন ব্যাঙ্ক health and wellness নামে সেভিংস অ্যাকাউন্ট চালু করল?
❒ করোনা মহামারীর মধ্যে গ্রাহকদের তাদের সম্পদ বাড়াতে এবং তাদের পরিবারের স্বাস্থ্যের যত্ন নিতে সহায়তা করবে
❒ Suryoday small Finance Bank MD & CEO - ভাস্কর বাবু রাম চন্দন
7. 8 আগস্ট 2021 সালে ভারত ছাড়ো আন্দোলনের কত তম বার্ষিকী পালিত হলো?
❒ 1942 সালে 8 আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল
❒ এই আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে আছে
8. নাগাসাকি দিবস কবে পালিত হয়?
❒ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 সালে 9 আগস্ট জাপানের নাগাসাকি শহরে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্যাটম্যান নামে একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে এর ফলে প্রচুর মানুষ আহত নিহত হয় তাদের স্মরণ করে প্রতিবছর এই দিনটি পালন করা হয়
9. কোন সংস্থা Rotavac 5D নামে রোটাভাইরাস ডায়রিয়ার ওষুধ তৈরি করল?
❒ ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড সদরদপ্তর হায়দ্রাবাদ
❒ প্রতিষ্ঠাতা কৃষ্ণা এলা
❒ প্রতিষ্ঠা সাল 1996
❒ চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর - কৃষ্ণা এলা
10. 2021 সালের 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন স্পেশাল গেস্ট হবেন কে?
❒ 2021 সালের 15 ই আগস্ট 75 তম স্বাধীনতা দিবস পালিত হবে
❒ এবছর টোকিও অলিম্পিক 2020 ভারতের 128 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল
More Current Affairs |
Link |
---|---|
8th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ |
Please do not enter any spam link in the comment box.