Ads Area

Daily Current Affairs in Bengali - 8th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Daily Current Affairs in Bengali - 8th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Daily Current Affairs in Bengali - 8th August 2021
Daily Current Affairs in Bengali - 8th August 2021

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 8th August 2021 এর 9টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর। 


কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি। 


Bangla GK Diary থেকে Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।




Daily Current Affairs in Bengali - 8th August 2021::

 

1. টোকিও অলিম্পিক 2020 সালে কুস্তিতে বজরং পুনিয়া কোন পদক জিতলেন?





উত্তরঃ (C) ব্রোঞ্জ
❒ বজরং পুনিয়া কুস্তিতে 65 কেজি বিভাগে ব্রোঞ্জপদক জিতলেন
❒ উনি একমাত্র ভারতীয় কুস্তিগীর যিনি বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপ তিনটি পদক জেতেন (দুটি ব্রোঞ্জ ও একটি রুপোর পদক)
❒ 2017 সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ 65 কেজি বিভাগে কুস্তিতে সোনার পদক জেতেন
❒ 2019 সালে চীনের Xi'an তে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ 65 কেজি বিভাগে কুস্তিতে সোনার পদক জেতেন
❒ 2018 সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট এ অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে 65 কেজি বিভাগে কুস্তিতে সোনার পদক জেতেন
❒ 2018 সালে ইন্দোনেশিয়ার পালেমবাং ও জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে 65 কেজি বিভাগে কুস্তিতে সোনার পদক জেতেন
❒ ইনি 2015 সালে অর্জুন পুরস্কার পান
❒ 2019 সালে পদ্মশ্রী পুরস্কার পান
❒ 2019 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান

 

2. টোকিও অলিম্পিক 2020 সালে জ্যাভলিন থ্রো তে নীরজ চোপড়া কোন পদক জিতলেন?





উত্তরঃ (A) সোনা
❒ টোকিও অলিম্পিক 2020 সালে জ্যাভলিন থ্রো তে সোনার পদক পেলেন নীরজ চোপড়া (distance - 87.58m)
❒ অভিনব বিন্দ্রার পরে ইনি দ্বিতীয় ব্যক্তি যিনি ভারতের হয়ে কোন ব্যক্তিগত খেলায় স্বর্ণপদক জিতলেন
❒ এর আগে 2008 সালে বেইজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রা শুটিংয়ে সোনার পদক পান
❒ নীরজ চোপড়া আর্মির সুবেদার পদে নিযুক্ত আছেন
❒ হরিয়ানার পানিপথ জেলার বাসিন্দা

 

3. কোন রাজ্য সরকার ভোকেশনাল কোর্স এর সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 7.5 শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করতে চলেছে?





উত্তরঃ (C) তামিলনাড়ু
❒ তামিলনাড়ুর রাজধানী চেন্নাই
❒ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন
❒ তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত

 

4. কোন রাজ্য সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজীবনম প্রজেক্ট লঞ্চ করল?





উত্তরঃ (A) কেরালা
❒ এই প্রজেক্ট এর আওতায় প্রতিবন্ধীদের জন্য সাপোর্ট সেন্টার খোলা হবে
❒ কেরালার মুখ্যমন্ত্রী - পিনারাই বিজয়ন
❒ কেরালার রাজ্যপাল - আরিফ মহাম্মদ খান
❒ কেরালার রাজধানী - তিরুবনন্তপুরম

 

5. কোন ভারতীয় অর্থনীতিবীদগন Prof. C.R. Rao Centenary Gold Medal Award দ্বারা সম্মানিত হলেন?





উত্তরঃ (C) D) A ও B
❒ জগদীশ ভাগবতী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক এবং সি রঙ্গরাজন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর

 

6. IBM কোম্পানি ভারতের কোন রাজ্যে সফটওয়্যার ল্যাব তৈরি করবে?





উত্তরঃ (C) কেরালা
❒ International Business Machine Corporation (IBM) সদরদপ্তর নিউইয়র্ক
❒ CEO - অরবিন্দ কৃষ্ণ
❒ প্রতিষ্ঠা সাল 1911 সালের 16 জুলাই
❒ কেরালার কোচিতে এটি তৈরি হবে

 

7. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল Pani Maah ক্যাম্পেইন চালু করল?





উত্তরঃ (A) লাদাখ
❒ বিশুদ্ধ পানির বিষয়ে সচেতনতা বাড়াতে লাদাখ "Pani Maah" ক্যাম্পেইন চালু করল

 

8. The most incredible Olympic stories শিরোনামে কে বই লিখলেন?





উত্তরঃ (C) লুসিয়ানো ওয়ারনিকে
❒ ইনি আর্জেন্টিনার স্পোর্টস জার্নালিস্ট

 

9. কোন রাজ্য সরকার বিদ্যা কিরানাম প্রজেক্ট এর আওতায় educational empowerment fund লঞ্চ করতে চলেছে?





উত্তরঃ (C) কেরালা
❒ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
❒ বিদ্যা কিরানাম উদ্যোগের অংশ হিসাবে একটি শিক্ষাগত ক্ষমতায়ন তহবিল তৈরি করা হবে যাতে সমস্ত শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার জন্য ডিজিটাল পরিষেবা এবং সরঞ্জাম যেমন ল্যাপটপ ও ট্যাবলেট সরবরাহ করা হবে
❒ বিদ্যা কিরানাম প্রকল্পটি এমন শিশুদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে যারা ডিজিটাল পরিষেবা বহন করতে পারে না
❒ কেরালা রাজ্য - প্রথম হিউম্যান মিল্ক ব্যাংক




More Current Affairs

Link

7th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad