Ads Area

Daily Current Affairs in Bengali - 7th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Daily Current Affairs in Bengali - 7th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Daily Current Affairs in Bengali - 7th August 2021
Daily Current Affairs in Bengali - 7th August 2021

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 7th August 2021 এর 10টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর।


Bangla GK Diary থেকে Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।


কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি। 




Daily Current Affairs in Bengali - 7th August 2021::

 

1. দেশের সর্ব্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদল করে কি রাখা হলো?





উত্তরঃ (C) মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার
❒ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার
❒ প্রথম দেওয়া হয় 1991 - 1992 সালে
❒ প্রথম এই পুরস্কার পেয়েছেন বিশ্বনাথন আনন্দ
❒ মেজর ধ্যানচাঁদ একজন ভারতীয় হকি খেলোয়াড় ছিলেন তিনি তিনটি অলিম্পিকে (1928, 1932, 1936 সালে) স্বর্ণ পদক অর্জন করেছিলেন
❒ Nick Name - The Wizard, The Magician

 

2. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (B) ড: ধৃতি বন্দ্যোপাধ্যায়
❒ জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 100 বছরের ইতিহাসে ড: ধৃতি বন্দোপাধ্যায় প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হলেন
❒ জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কলকাতা
❒ প্রতিষ্ঠা সাল 1916

 

3. ভারতীয় জীবন বীমা নিগম (LIC) এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (A) Mini Ipe
❒ LIC এর সদর দপ্তর মুম্বাই
❒ প্রতিষ্ঠা সাল 1 সেপ্টেম্বর 1956
❒ চেয়ারপারসন এম আর কুমার

 

4. ইব্রাহিম রাইসি কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন?





উত্তরঃ (D) ইরান
❒ এর আগে এই পদে নিযুক্ত ছিলেন হাসান রুহানি
❒ ইরানের রাজধানী তেহরান
❒ ইরানের মুদ্রা রিয়াল
❒ 3 আগস্ট ইব্রাহিম রাইসি ইরানের রাষ্ট্রপতি পদের দায়িত্বভার গ্রহণ করলেন

 

5. Tribal Co-operative Marketing Federation of India (TRIFED) 6 আগস্ট কত তম প্রতিষ্ঠা দিবস পালন করল?





উত্তরঃ (C) 34 তম
❒ Tribal Co-operative Marketing Federation of India (TRIFED) প্রতিষ্ঠিত হয়েছিল 6 আগস্ট 1987 সালে
❒ সদরদপ্তর নিউ দিল্লি
❒ চেয়ারম্যান রমেশচন্দ্র মিনা
❒ ম্যানেজিং ডিরেক্টর প্রবীর কৃষ্ণা

 

6. ন্যাশনাল হ্যান্ডলুম ডে কবে পালিত হয়?





উত্তরঃ (A) 7 আগস্ট
❒ তাঁত শিল্পীদের সম্মান জানাতে এবং ভারতের তাঁত শিল্পকে তুলে ধরতে এই দিনটি পালন করা হয়
❒ স্বদেশী আন্দোলনকে স্মরণ করেই এই দিবস পালন করার কথা ভাবা হয়েছে
❒ 2015 সালে প্রথম এই দিবস পালন করা হয়
❒ 2021 Theme: "Hand Loom - An Indian Legacy"

 

7. সম্প্রতি কোন দেশের সেনা প্রধান জেমস চার্লস ম্যাককনভিল দুদিনের জন্য ভারত সফরে এলেন?





উত্তরঃ (A) আমেরিকা
❒ ইনি আমেরিকার সেনা জেনারেল যিনি সেনাবাহিনীর 40 তম চিফ অফ স্টাফ
❒ আমেরিকার মুদ্রা ডলার
❒ আমেরিকা রাজধানী ওয়াশিংটন ডিসি
❒ আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন
❒ ইনি আমেরিকার 46 তম রাষ্ট্রপতি
❒ ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে

 

8. পৃথিবীর সবচেয়ে উচ্চতম রোড তৈরি হল কোথায়?





উত্তরঃ (A) লাদাখ
❒ বর্ডার রোড অরগানাইজেশন (BRO) পূর্ব লাদাখের উমলিংলা পাসে (Umlingla Pass) 300 ফুট উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ রাস্তা নির্মাণ করল
❒ রাস্তাটি উমলিংলা পাসের মধ্য দিয়ে 52 কিলোমিটার দীর্ঘ যা পূর্ব লাদাখের চুমার সেক্টরের গুরুত্বপূর্ণ শহরগুলিকে সংযুক্ত করে
❒ বর্ডার রোড অর্গানাইজেশন ডিরেক্টর জেনারেল: লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরি
❒ সদরদপ্তর নিউ দিল্লি
❒ প্রতিষ্ঠা সাল 7 মে 1960

 

9. কোন রাজ্য সরকার Har Hit Store স্কিম লঞ্চ করলেন?





উত্তরঃ (C) হরিয়ানা
❒ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার
❒ হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়
❒ হরিয়ানার রাজধানী চন্ডিগড়
❒ স্কিম এর মূল লক্ষ্য 2024 সালের মধ্যে বেকারত্ব দূর করা

 

10. International Solar Alliance Framework Agreement এ স্বাক্ষরকারী পঞ্চম তম দেশ কোনটি?





উত্তরঃ (B) জার্মানি
❒ জার্মানির রাজধানী বার্লিন
❒ জার্মানির মুদ্রা ইউরো
❒ জার্মানির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার
❒ International Solar Alliance এর সদর দপ্তর গুরুগ্রাম, হরিয়ানা
❒ ডিরেক্টর জেনারেল অজয় মাথুর





More Current Affairs

Link

6th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad