Daily Current Affairs in Bengali - 6th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
![]() |
Daily Current Affairs in Bengali - 6th August 2021 |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 6th August 2021 এর 10টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।
Bangla GK Diary থেকে Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।
Daily Current Affairs in Bengali - 6th August 2021::
1. টোকিও অলিম্পিক 2020 সালে রবি কুমার দাহিয়া কুস্তিতে কোন পদক জিতলেন?
❒ টোকিও অলিম্পিক 2020 সালে রবি কুমার দাহিয়া ফ্রি ষ্টাইল কুস্তিতে 57 কেজি বিভাগে রুপোর পদক জিতলেন
❒ রবি কুমার দাহিয়া হরিয়ানার বাসিন্দা
❒ রবি কুমার দাহিয়া 2020 সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে 57 কেজি বিভাগে সোনা জিতেছিলেন
❒ 2020 টোকিয়ো অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে 26 বছর বয়সি ভারত্তোলোক মীরাবাই চানু 49 কিলো বিভাগে রুপোর পদক জিতল
❒ টোকিও অলিম্পিক 2020 সালে পি ভি সিন্ধু ব্যাডমিন্টনে ব্রোঞ্জের পদক জয়লাভ করলো
❒ টোকিও অলিম্পিক 2020 সালে লাভলিনা বোরগোহেন মহিলাদের বক্সিংয়ে ব্রোঞ্জের পদক জিতলেন
2. টোকিও অলিম্পিক 2020 সালে ভারতীয় পুরুষ হকি দল কোন পদক জিতলেন?
❒ ভারতীয় পুরুষ হকি দল জার্মানিকে 5-4 গোলে পরাজিত করে এই খেতাব অর্জন করলেন
❒ দীর্ঘ 41 বছর পর হকিতে অলিম্পিকে ভারতীয় হকি দল পদক পেলেন, এর আগে শেষবার 1980 সালে অলিম্পিকে সোনা পেয়েছিল ভারতীয় হকি টিম
❒ ভারতের জাতীয় হকি টিমের Nick name - Men in blue Bharat army
❒ ক্যাপ্টেন মনপ্রীত সিং
3. কোন রাজ্য সরকার চারটি SKOCH অ্যাওয়ার্ড পেল?
❒ ব্যবসার জন্য আদর্শ বাংলা, শিল্পসাথীতে প্ল্যাটিনাম সহ চারটি SKOCH Award পেলো
❒ এর মধ্যে একটি প্ল্যাটিনাম, একটি গোল্ড ও দুটি সিলভার অ্যাওয়ার্ড রয়েছে
❒ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ব্যবসা ও শিল্পস্থাপনের জন্য 'এক জানালা প্রকল্প' শিল্পসাথী চালু করেছে এজন্য শিল্পসাথী পেয়েছে 'স্কচ প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড'
❒ 'স্কচ গোল্ড অ্যাওয়ার্ড' পেয়েছে শহরাঞ্চলে অনলাইনে নথিভুক্তকরণ শংসাপত্র পুনর্নবীকরণ প্রকল্প
❒ গ্রামাঞ্চলে অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সরলীকরনের জন্য 'স্কচ সিলভার অ্যাওয়ার্ড' পেলো। আরেকটি 'সিলভার স্কচ অ্যাওয়ার্ড' পেলো ই-নথিকরণ বিভাগের পরিষেবার জন্য
4. কোন মহাকাশ গবেষণা সংস্থা Eutelsat Quantum নামে স্যাটেলাইট লঞ্চ করল?
❒ Eutelsat Quantum পৃথিবীর প্রথম বাণিজ্যিক পুনর্ব্যবহারযোগ্য উপগ্রহ, ফরাসি Guiana থেকে Ariane 5 রকেটের মাধ্যমে এটি পাঠানো হয়
❒ European Space Agency প্রতিষ্ঠা - 1975
❒ সদর দপ্তর - প্যারিস
5. কোন কেন্দ্রীয় মন্ত্রী প্যারা অলিম্পিকে ভারতের থিম সং লঞ্চ করলেন?
❒ Song - Kar De Kamaal Tu
❒ এটা 24 আগস্ট জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে
❒ বর্তমানে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী পদে নিযুক্ত আছেন অনুরাগ সিং ঠাকুর
❒ গানটির সুরকার ও গায়ক হলেন লখনৌ এর একজন ক্রিকেট খেলোয়াড় সঞ্জীব সিং
❒ টোকিও প্যারা অলিম্পিক 2020 - 16 তম সংস্করণ
6. কোন অর্ডিন্যান্স ফ্যাক্টরি Trichy Carbine নামের নতুন একটি রাইফেল তৈরি করল?
❒ তামিলনাড়ুর অর্ডন্যান্স ফ্যাক্টরি তিরুচিরাপল্লী TriCa (Trichy Carbine) নামে একটি নতুন হাইটেক এবং কম শব্দযুক্ত অস্ত্র তৈরি করল যা Trichy Assault Rifle (TAR) এর একটি মিনি সংস্করণ
❒ Size of TriCa: 7.62 × 39 mm
❒ Weight of TriCa: 3.17 kg (including the magazine)
❒ Range of TriCa: 150 to 175 metres
7. "Balakot Air Strike: How India Avenged Pulwama" বইটির লেখক কে?
❒ Published by Garuda Prakashan
❒ এই বইটিতে দুটি ঘটনা উল্লেখ আছে-
❒ প্রথম - 2019 সালের 14 ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়া (অবন্তীপাড়ার কাছাকাছি) অতিক্রমকালে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে আত্মঘাতী বোমা হামলার ঘটনা
❒ দ্বিতীয় - 26 ফেব্রুয়ারি 2019 সালে ভারতীয় বিমান বাহিনীর কাশ্মীরে নিয়ন্ত্রন রেখা অতিক্রম করে পুলওয়ামা আক্রমণের প্রতিশোধ হিসাবে বালাকোটে বিমান হামলার ঘটনা উল্লেখ করা আছে
8. কোন প্রাক্তন বিচারপতি মহারাষ্ট্রের লোকায়ুক্ত পদে নিযুক্ত হলেন?
❒ এর আগে এই পদে নিযুক্ত ছিলেন Justice M L Tahaliyani
❒ মহারাষ্ট্রের রাজধানী - মুম্বাই
❒ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী - উদ্ধব ঠাকরে
❒ রাজ্যপাল - ভগৎ সিং
9. ভারতের প্রথম কোন রাজ্যে ভূমিকম্পের আগাম সতর্কীকরণ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল?
❒ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি 'উত্তরাখণ্ড ভুকম্প অ্যালার্ট' (Uttarakhand Bhookamp Alert) নামে প্রথম ভূমিকম্পের আগাম সতর্কীকরণ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছেন
❒ IIT Roorkee, Uttarakhand State Disaster Management Authority (USDMA) এর সহযোগিতায় এই অ্যাপটি তৈরি করে
10. ভারতীয় বিমানবাহিনী কোন রাজ্যে রাফাল বিমানের দ্বিতীয় স্কোয়াড্রন তৈরি করল?
❒ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার হাসিমারা এয়ারবেসে রাফাল বিমানের দ্বিতীয় স্কোয়াড্রন তৈরি হলো
❒ ভারতীয় বিমান-বাহিনী প্রতিষ্ঠা সাল: 8 অক্টোবর 1932
❒ ভারতীয় বিমানবাহিনীর চিফ রাকেশ কুমার সিং ভাদুরিয়া
❒ সদর দপ্তর: নিউ দিল্লি
❒ রাফাল বিমানের প্রথম স্কোয়াড্রন আম্বালা বিমান বাহিনীর স্টেশনে অবস্থিত
More Current Affairs |
Link |
---|---|
5th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ |
Please do not enter any spam link in the comment box.