Daily Current Affairs in Bengali - 5th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
Daily Current Affairs in Bengali - 5th August 2021 |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 5th August 2021 এর 10টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।
Bangla GK Diary থেকে Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।
Daily Current Affairs in Bengali - 5th August 2021::
1. টোকিও অলিম্পিক 2020 সালে লাভলিনা বোরগোহেন মহিলাদের বক্সিংয়ে কোন পদক জিতলেন?
❒ ইনি আসামের বাসিন্দা
❒ 2020 সালে অর্জুন পুরস্কার পান
❒ 2018 ও 2019 সালে AIBA women's World boxing championship এ ব্রোঞ্জের পদক জিতে ছিলেন
2. নাউরুতে (Nauru) ভারতের পরবর্তী হাই কমিশনার পদে কে নিযুক্ত হলেন?
❒ নাউরু এর রাজধানী Yaren
❒ নাউরু অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে মাইক্রোনেশিয়ার একটি ক্ষুদ্র দ্বীপ দেশ
❒ এর আয়তন 21 বর্গ কিমি
3. বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে শেহরোজ কাশিফ K2 জয় করল, ইনি কোন দেশের পর্বতারোহী?
❒ শেহরাজ কাশিফ (Shehroze Kashif) এর বয়স 19 বছর
❒ K2 বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ (উচ্চতা 8611 মিটার)
❒ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ
❒ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
❒ পাকিস্তানের মুদ্রা পাকিস্তানি রুপি
4. কোন কেন্দ্রীয় মন্ত্রক "Biotech PRIDE Guidelines" প্রকাশ করলেন?
❒ Biotech-PRIDE Guidelines (PRIDE - Promotion of Research and Innovation through Data Exchange) তৈরি করল department of biotechnology
5. কোন দেশে বিশ্বের সবচেয়ে বড় নীলকান্তমণি পাওয়া গেল?
❒ শ্রীলংকার রত্নপুরা শহরে এক বাড়ির উঠোনে এটি পাওয়া যায়
❒ ফিকে নীল বর্ণের পাথরটির আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক প্রায় ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলার
❒ খন্ডটির ওজন ৫১০ কিলোগ্রাম বা আড়াই মিলিয়ন ক্যারেটের কাছাকাছি; এর নাম দেওয়া হয়েছে "সেরেন্ডিপিটি স্যাফায়ার"
6. Magma Fincorp Ltd এর নাম পরিবর্তন করে রি রাখা হলো?
❒ ম্যাগমা ফিনকর্প লিমিটেড, একটি আরবিআই নিবন্ধিত নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি (Non-Banking Finance Company), যেটার নাযম পরিবর্তন হয় পুনাওয়ালা ফিনকর্প লিমিটেড করা হয়েছে
❒ Poonawalla fincorp ltd সদরদপ্তর পুনে
❒ প্রতিষ্ঠা সাল 1988
❒ চেয়ারম্যান আদার পুনাওয়ালা
7. ইন্ডিয়ান ব্যাঙ্ক স্টার্টআপ ফাইন্যান্সিংয়ের জন্য কোন আইআইটির সঙ্গে Mou স্বাক্ষর করলো?
❒ ইন্ডিয়ান ব্যাঙ্কের সদরদপ্তর চেন্নাই
❒ ইন্ডিয়ান ব্যাঙ্ক প্রতিষ্ঠা সাল 1907
❒ The Indian Bank, which has merged with the Allahabad Bank
❒ IIT Bombay প্রতিষ্ঠা সাল 1958
❒ চেয়ারম্যান ডঃ পবন গোয়েঙ্কা
8. My own Mazagon বইটির লেখক কে?
❒ বইটির প্রকাশক Indus source books
❒ বইটি যৌথভাবে প্রকাশ করবে ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার, ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ, ওয়েস্টার্ন নেভাল কমান্ড, ভাইস অ্যাডমিরাল নারায়ণ প্রসাদ, সিএমডি মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড
9. কোন বলিউড অভিনেত্রী ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড BVLGARI এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন?
❒ BVLGARI is famous for its glamorous gemstone jewelry, luxury watches, perfumes and leather goods.
❒ প্রিয়াঙ্কা চোপড়া জোন্স 2020 সালে মিস ওয়ার্ল্ড হয়ে ছিলেন
10. 'Leopard Diaries - the Resette in India' বইটির লেখক কে?
❒ বইটির প্রকাশক Westland
❒ সঞ্জয় গুবি একজন বন্যপ্রাণী জীববিজ্ঞানী, বাঘ এবং চিতাবাঘের মতো বড় মাংসাশী প্রাণী সংরক্ষণে কাজ করছেন
❒ মধ্যপ্রদেশে চিতাবাঘের সংখ্যা সবচেয়ে বেশি, যা দেশে অনুমান করা মোট সংখ্যার প্রায় 26 শতাংশ
More Current Affairs |
Link |
---|---|
4th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ |
good post
ReplyDeletePlease do not enter any spam link in the comment box.