Ads Area

Daily Current Affairs in Bengali - 4th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Daily Current Affairs in Bengali - 4th August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Daily Current Affairs in Bengali - 4th August 2021
Daily Current Affairs in Bengali - 4th August 2021

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 4th August 2021 এর 10টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর। 


কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি। 


Bangla GK Diary থেকে Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।




Daily Current Affairs in Bengali - 4th August 2021::

 

1. টোকিও অলিম্পিক 2020 সালে পুরুষ সিঙ্গেল বিভাগে কে জয়লাভ করলো?





উত্তরঃ (A) আলেকজান্ডার জেভেরেভ
❒ জার্মানির টেনিস খেলোয়াড় Alexander Zverev রাশিয়ান টেনিস খেলোয়াড় Karen khachanov কে হারিয়ে টোকিও অলিম্পিক 2020 পুরুষ সিঙ্গেল বিভাগে জয় লাভ করলেন এবং সোনার পদক পেলেন

 

2. কোন দেশ 2021 CONCACAF gold cup (football) জয়লাভ করলো?





উত্তরঃ (B) মার্কিন যুক্তরাষ্ট্র
❒ 2021 সালে CONCACAF gold cup 16 তম সংস্করণ
❒ মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোকে হারিয়ে এই খেতাব অর্জন করল
❒ মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিয়ে মোট সাতবার এই খেতাব অর্জন করল

 

3. টোকিও অলিম্পিক 2020 পুরুষ 100 মিটার দৌড়ে সোনার পদক পেলেন ল্যামন্ট মার্সেল জ্যাকবস, ইনি কোন দেশের অ্যাথলেটিক?





উত্তরঃ (B) ইতালি
❒ টোকিও অলিম্পিক 2020 পুরুষ 100 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করলেন আমেরিকার অ্যাথলেট ফ্রেড কেরলি
❒ ইতালির রাজধানী রোম
❒ ইতালির মুদ্রা ইউরো
❒ সম্প্রতি ইতালির জাতীয় ফুটবল দল ইংল্যান্ডকে হারিয়ে 2021 ইউরো কাপ জয়লাভ করলো

 

4. কোন দেশের সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল Min Aung Hlaing দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করলেন?





উত্তরঃ (A) মায়ানমার
❒ মায়ানমারের রাজধানী - নাইপিটাউ
❒ মায়ানমারের মুদ্রা Kyat

 

5. নিকোল পাশিনিয়ান কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হলেন?





উত্তরঃ (A) আর্মেনিয়া
❒ আর্মেনিয়ার রাজধানী - ইয়েরেভান
❒ মুদ্রা - আর্মেনিয়ান ড্রাম (Armenian dram)
❒ আর্মেনিয়া রাষ্ট্রপতি - আরমেন সারকিসিয়ান

 

6. 2023 সালে ইসরো ও কোন মহাকাশ গবেষণা সংস্থা যৌথভাবে NISAR (NASA ISRO Synthetic Aperture Radar) স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে?





উত্তরঃ (A) NASA
❒ নাসার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেট
❒ নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন
❒ নাসার প্রতিষ্ঠা সাল 29 জুলাই 1958
❒ ইসরো সদর দপ্তর ব্যাঙ্গালোর কর্ণাটক
❒ ইসরো চেয়ারম্যান কে সিভান
❒ ইসরো প্রতিষ্ঠিত সাল 1 আগস্ট 1969

 

7. কোন রাজ্য সরকার কৃষক পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য স্কলারশিপ এর ঘোষণা করল?





উত্তরঃ (C) কর্ণাটক
❒ কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই
❒ কর্নাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট
❒ কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু
❒ কর্ণাটক রাজ্য সরকার মেডিকেল সুবিধা দেওয়ার জন্য প্রথম Animal War Room লঞ্চ করল
❒ ভারতে প্রথম কর্ণাটক রাজ্যে বৈদ্যুতিক যানবাহন লিথিয়াম ব্যাটারি প্লান্ট (Electric Vehicle Lithium Battery Plant) স্থাপিত হতে চলেছে

 

8. দেশের প্রথম শহর হিসাবে 100 শতাংশ কোভিড টিকাকরণ সম্পূর্ণকারী শহর কোনটি?





উত্তরঃ (B) ভুবনেশ্বর
❒ উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর
❒ উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক
❒ উড়িষ্যার রাজ্যপাল গণেশী লাল

 

9. কোন ব্যাঙ্ক Dukandar overdraft scheme লঞ্চ করল?





উত্তরঃ (B) HDFC BANK
❒ HDFC BANK CSC SPV এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে ছোট খুচরা বিক্রেতাদের জন্য Dukandar overdraft scheme নামে ওভারড্রাফট সুবিধা চালু করার কথা ঘোষণা করল। HDFC BANK এর এই স্কিমের লক্ষ্য হল দোকানদার এবং ব্যবসায়ীদের নগদ সংকট কমাতে সাহায্য করা
❒ HDFC BANK সদর দপ্তর: মুম্বাই, মহারাষ্ট্র
❒ MD এবং CEO শশীধর জগদীশন

 

10. ভারতের প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসেবে কে 2020 টোকিও অলিম্পিক তে হ্যাটট্রিক করল?





উত্তরঃ (B) বন্দনা কাটারিয়া
❒ 31 জুলাই টোকিওর ওআই হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচে বন্দনা কাটারিয়া প্রথম ভারতীয় মহিলা হকি খেলোয়াড় হিসেবে 2020 টোকিও অলিম্পিক তে হ্যাটট্রিক করলেন





More Current Affairs

Link

3rd August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad