Daily Current Affairs in Bengali - 3rd August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
Daily Current Affairs in Bengali - 3rd August 2021 |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 3rd August 2021 এর 10টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।
Bangla GK Diary Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।
Daily Current Affairs in Bengali - 3rd August 2021::
1. 2021 সালে কে লোকমান্য তিলক পুরস্কার পেতে চলেছেন?
❒ পুনে ভিত্তিক ভ্যাকসিন নির্মাতা শ্রীরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান ডঃ সাইরাস পুনাওয়াল্লা 2021 সালের জন্য মর্যাদাপূর্ণ লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেতে চলেছেন
❒ ইনি 13 আগস্ট এই পুরস্কারটি গ্রহণ করবেন
❒ পুরস্কার মূল্য হিসেবে 1 লক্ষ টাকা নগদ পুরস্কার ও একটা মেমেন্টো পাবে
❒ প্রথম এই পুরস্কারটা দেওয়া হয় 1983 সালে
2. In An Ideal World বইটির লেখক কে?
❒ এই বইটি প্রকাশিত হবে 2022 সালে
❒ বইটির প্রকাশক penguin random house India
❒ A literacy novel, 'In An Ideal World' explores a variety of themes like - family, college politics and fanaticism
3. কে Controller General of Accounts পদে নিযুক্ত হলেন?
❒ দীপক দাস, 1986-ব্যাচের ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস (ICAS) অফিসার, CGA পদে অধিষ্ঠিত 25 তম অফিসার
❒ Controller General of Accounts (CGA) is the account keeper of the government and derives its mandate from Article 150 of the Constitution
❒ বর্তমানে ভারতের Comptroller and Auditor General (CAG) of India পদে নিযুক্ত আছেন গিরিশচন্দ্র মুর্মু
4. ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ পদে কে নিযুক্ত হলেন?
❒ এর আগে এই পদে নিযুক্ত ছিলেন ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমার
❒ ভারতীয় নৌ-বাহিনী চিফ অফ নভাল স্টাফ অ্যাডমিরাল করমবীর সিং
5. হাঙ্গেরীয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 কে জয়লাভ করলো?
❒ এস্তেবান ওকন ফ্রান্সের রেসিং ড্রাইভার হাঙ্গেরীয়ান গ্র্যান্ড প্রিক্স জয়লাভ করলো
❒ দ্বিতীয় স্থান অধিকার করল জার্মানির রেসিং ড্রাইভার সেবাস্টিয়ান ভেটেল
❒ তৃতীয় স্থান অধিকার করল ব্রিটিশ রেসিং ড্রাইভার লুইস হ্যামিলটন
6. কে e-RUPI ডিজিটাল পেমেন্ট সলিউশন লঞ্চ করল?
❒ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি চালু করলেন
❒ e-RUPI is a cashless and contactless instrument for digital payments. It acts as an e-voucher based on a QR code or SMS string, which is delivered to the mobile phones of the beneficiaries.
7. World Breastfeeding Week কবে পালিত হয়?
❒ বিশ্বজুড়ে মায়ের দুধ পান করানোর জন্য উৎসাহিত করতে এবং সচেতনতা বাড়াতে এই সপ্তাহ উদযাপন করা হয়
❒ 2021 theme - "Protect Breastfeeding: A Shared Responsibility"
8. কোন রাজ্য সরকার কৃষিকর্ণ প্রজেক্ট লঞ্চ করল?
❒ কৃষিকর্ণ: হাইটেক চাষকে উৎসাহিত করার একটি প্রকল্প, তিরুবনন্তপুরমের পাল্লিকল পঞ্চায়েতে চালু হয়েছে
❒ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
❒ কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান
9. গ্লোবাল এডুকেশন সামিট 2021 কোথায় অনুষ্ঠিত হলো?
❒ গ্লোবাল এডুকেশন সামিট ইউনাইটেড কিংডম ও কেনিয়া এই দুই দেশের সহযোগিতায় অনুষ্ঠিত হল
❒ এই সামিটটি 28 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হল
❒ বর্তমানে ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী পদে নিযুক্ত আছেন ধর্মেন্দ্র প্রধান
10. কোন টাইগার রিজার্ভ NatWest group Earth heroes award জিতল?
❒ সাতপুরা টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত
More Current Affairs |
Link |
---|---|
2nd August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ |
Please do not enter any spam link in the comment box.