Ads Area

Daily Current Affairs in Bengali - 2nd August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Daily Current Affairs in Bengali - 2nd August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Daily Current Affairs in Bengali - 2nd August 2021
Daily Current Affairs in Bengali - 2nd August 2021

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 2nd August 2021 এর 10টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর। 


কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি। 


Bangla GK Diary থেকে Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।



Daily Current Affairs in Bengali - 2nd August 2021::

 

1. টোকিও অলিম্পিক 2021 সালে পি ভি সিন্ধু কোন পদক জয়লাভ করলো?





উত্তরঃ (C) ব্রোঞ্জ
❒ সুশীল কুমারের পর দ্বিতীয় কোনো ভারতীয় হিসেবে অলিম্পিকসে দ্বিতীয় পদক পেলেন
❒ 2016 সালে রিও অলিম্পিকে পি ভি সিন্ধু ব্যাডমিন্টনে রুপোর পদক জিতে ছিলেন
❒ ইনি 2020 সালে পদ্মভূষণ পুরস্কার পান
❒ 2015 সালে পদ্মশ্রী পুরস্কার পান
❒ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান 2016 সালে
❒ 2013 সালে অর্জুন পুরস্কার পান
❒ পি ভি সিন্ধুর সম্পূর্ণ নাম - Pusarla Venkata Sindhu

 

2. কোন রাজ্য সরকার Mission Niryatak Bano ক্যাম্পেইন লঞ্চ করল?





উত্তরঃ (B) রাজস্থান
❒ রাজস্থান সরকারের শিল্প বিভাগ এবং রাজস্থান রাজ্য শিল্প উন্নয়ন ও বিনিয়োগ কর্পোরেশন (RIICO) রাজ্যের উচ্চাকাঙ্ক্ষী রপ্তানিকারকদের উন্নত করার জন্য 'Mission Niryatak Bano' প্রচারাভিযান চালু করেছে
❒ রাজস্থানের রাজধানী জয়পুর
❒ রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র
❒ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট

 

3. কোন গ্রাফিক্স শিল্পী মর্যাদাপূর্ণ Will Eisner Comic industry award পেলেন?





উত্তরঃ (B) আনন্দ রাধাকৃষ্ণাণ
❒ গ্রাফিক্স শিল্পী আনন্দ রাধাকৃষ্ণাণ মর্যাদাপূর্ণ Will Eisner Comic industry award জিতেছেন, যা কমিক্স জগতের অস্কার সমতুল্য বলে বিবেচিত
❒ প্রতিবছর স্যান ডিয়েগো কমিক-কন এ পুরস্কার ঘোষণা করা হয়

 

4. Intel কার সহযোগিতায় 'AI for All' ইনিশিয়েটিভ লঞ্চ করল?





উত্তরঃ (A) CBSE
❒ ভারতে প্রত্যেকের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligence) প্রাথমিক ধারণা তৈরীর লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ও CBSE সঙ্গে পার্টনারশিপ করল Intel
❒ বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী পদে নিযুক্ত হলেন ধর্মেন্দ্র প্রধান
❒ CBSE চেয়ারম্যান মনোজ আহুজা
❒ Intel CEO: Pat Gelsinger
❒ Intel সদর দপ্তর: ক্যালিফর্নিয়া ইউনাইটেড স্টেট

 

5. Guido Bellido কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?





উত্তরঃ (B) পেরু
❒ পেরুর রাজধানী লিমা
❒ পেরুর মুদ্রা সোল
❒ পেরু রাষ্ট্রপতি Pedro Castillo

 

6. কোন রাজ্য সরকার ভূমিহীন কৃষকদের প্রতিবছর 6000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করল?





উত্তরঃ (B) ছত্রিশগড়
❒ ছত্রিশগড় এর রাজধানী রায়পুর
❒ মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল
❒ রাজ্যপাল অনুসূয়া উইকি

 

7. কোন রাজ্যের মন্ত্রী সভা পুলিশ কমিশন গঠনের সিদ্ধান্ত নিল?





উত্তরঃ (C) আসাম
❒ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
❒ আসামের রাজ্যপাল জগদীশ মুখী
❒ আসামের রাজধানী দিসপুর

 

8. United Nations General Assembly (UNGA) এর 76 তম অধিবেশনের সভাপতি হিসেবে কে জয়লাভ করলো?





উত্তরঃ (A) আবদুল্লা শাহিদ
❒ আবদুল্লা শাহিদ বর্তমানে মালদ্বীপের বিদেশ মন্ত্রী পদে নিযুক্ত আছেন
❒ মালদ্বীপের রাজধানী মালে
❒ মালদ্বীপের মুদ্রা রুপিয়া

 

9. কোন মহাকাশ গবেষণা সংস্থা EOS-03 নামে জিও ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে?





উত্তরঃ (C) ISRO
❒ ISRO সদর দপ্তর বেঙ্গালুরু
❒ প্রতিষ্ঠা সাল 1969 সালের 15 আগস্ট
❒ চেয়ারম্যান কে সিভান

 

10. সম্প্রতি প্রয়াত মাইক হেনড্রিক কোন দেশের ফাস্ট বোলার ছিলেন?





উত্তরঃ (C) ইংল্যান্ড
❒ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর





More Current Affairs

Link

1st August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad