Ads Area

Daily Current Affairs in Bengali - 1st August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Daily Current Affairs in Bengali - 1st August 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Daily Current Affairs in Bengali - 1st August 2021
Daily Current Affairs in Bengali - 1st August 2021

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 1st August 2021 এর 10টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।


Bangla GK Diary Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।




Daily Current Affairs in Bengali - 1st August 2021::


1. কে 2021 মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পেলেন?





উত্তরঃ (B) আশা ভোঁসলে
❒ ইনি 2008 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান
❒ 2000 সালে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পান
❒ 2018 সালের দিনোনাথ মঙ্গেশকর পুরস্কার পান
❒ 2018 সালে বঙ্গভূষণ পুরস্কার পান (পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার)
❒ 2018 সালে যশ চোপড়া মেমোরিয়াল পুরস্কার পান
❒ 2013 সালের পন্ডিত হৃদয়নাথ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান
❒ 1987 সালের নাইটেঙ্গেল অফ এশিয়া পুরস্কার পান
❒ মহারাষ্ট্র ভূষণ হল ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার কর্তৃক সর্বোচ্চ বেসামরিক পুরস্কার

 

2. কোন মহিলা দাবাড়ু National Women Online Chess Title জয়লাভ করলো?





উত্তরঃ (C) ভান্তিকা আগরওয়াল
❒ ভান্তিকা আগরওয়াল জাতীয় মহিলা অনলাইন দাবা শিরোপা জিতেছেন। ইনি 1 রাউন্ড থেকে 9.5 পয়েন্ট অর্জন করেছিলেন। পশ্চিমবঙ্গের অর্পিতা মুখোপাধ্যায় দ্বিতীয় এবং তামিলনাড়ুর শ্রীজা শেশাদ্রী প্রোতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে

 

3. Bharat Billpay কাকে CEO পদে নিযুক্ত করলেন?





উত্তরঃ (A) নুপুর চতুর্বেদী
❒ Bharat bill pay owner - NPCI
❒ প্রতিষ্ঠা সাল 2013

 

4. ভারতের কটি টাইগার রিজার্ভ Global Conservation Assured Tiger Standards (CATS) থেকে মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলো?





উত্তরঃ (B) 14টি
❒ আন্তর্জাতিক বাঘ দিবসের দিন এটি ঘোষণা করা হয়

 

5. ভারতের ও ইন্দোনেশিয়ার মধ্যে কততম CORPAT অনুষ্ঠিত হলো?





উত্তরঃ (A) 36th
❒ এটি ভারত মহাসাগর অঞ্চলে অনুষ্ঠিত হলো 30 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত
❒ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা
❒ ইন্দোনেশিয়ার মুদ্রা ইন্দোনেশিয়ান রুপিয়া
❒ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো

 

6. বৃহস্পতির কোন উপগ্রহে জলের প্রমাণ পেলো নাসার হাবল টেলিস্কোপ?





উত্তরঃ (A) গ্যানিমিড
❒ নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন
❒ বৃহস্পতি গ্রহের ভর পৃথিবীর 318 গুণ এবং সবগুলো বহিঃস্থ গ্রহের সম্মিলিত ভরের তুলনায় 2.5 গুণ ভারী
❒ গ্রহটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম নিয়ে গঠিত
❒ সূর্য থেকে দূরত্ব 77 কোটি 85 লক্ষ কিমি

 

7. কোন কেন্দ্রীয় মন্ত্রী PM CARES For Children ওয়েব পোর্টাল লঞ্চ করল?





উত্তরঃ (D) স্মৃতি ইরানি
❒ বর্তমানে স্মৃতি ইরানি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী পদে নিযুক্ত আছেন
❒ কোভিড-১৯ মহামারীর কারণে পিতামাতা বা জীবিত পিতামাতা বা আইনী অভিভাবক বা দত্তক পিতামাতা উভয়কেই হারিয়েছেন এমন শিশুদের সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'পি. এম. কেয়ারস ফর চিলড্রেন' প্রকল্পটি ঘোষণা করেছিলেন। এখন, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় ওয়েব ভিত্তিক পোর্টাল চালু করেছে

 

8. সম্প্রতি প্রয়াত নন্দু নাটেকার কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিল?





উত্তরঃ (A) ব্যাডমিন্টন
❒ ইনি 1961 সালে অর্জুন পুরস্কার পান

 

9. মধ্যপ্রদেশ রাজ্যের কোন শহরের পুলিশ প্রশাসন মহিলাদের সুরক্ষার জন্য Special 40 স্কোয়াড তৈরি করল?





উত্তরঃ (B) ইন্দোর
❒ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল
❒ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
❒ ভারতের মধ্যে একমাত্র ইন্দোর শহর International clean air catalyst programme এর জন্য নির্বাচিত হয়েছে

 

10. কোথা থেকে DRDO আকাশ-এনজি (Akash-NG) surface-to-air মিশাইলের সফল টেস্ট সম্পন্ন করল?





উত্তরঃ (B) বালাসোর, উড়িষ্যা
❒ আকাশ নিউ জেনারেশন মিসাইল (Akash-NG) মাটি থেকে হাওয়াতে লক্ষ্যভেদ করা একটি অত্যাধুনিক মিসাইল
❒ ৩০ কিমির মারক ক্ষমতা সম্পন্ন এই মিসাইলটি দু'বার সফল পরীক্ষণ করা হয়
❒ মিসাইলটিকে ভারতীয় বায়ুসেনার জন্য বিকশিত করা হবে





More Current Affairs

Link

31st July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad