Daily Current Affairs in Bengali - 31st July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
Daily Current Affairs in Bengali - 31st July 2021 |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 31st July 2021 এর 10টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।
Bangla GK Diary থেকে Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।
Daily Current Affairs in Bengali - 31st July 2021::
1. 2021 সালে কোথায় BIMSTEC Summit অনুষ্ঠিত হবে?
❒ এই সামিটটি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে
❒ শ্রীলঙ্কার মুদ্রা - রুপি
❒ রাষ্ট্রপতি - গোতাবায়া রাজাপাকস
❒ BIMSTEC full form - Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
❒ The BIMSTEC member states - Bangladesh, Bhutan, India, Myanmar, Nepal, Sri Lanka and Thailand
2. কোন কোম্পানি Intrinsic নামে রোবটিক্স কোম্পানি লঞ্চ করল?
❒ Google-parent Alphabet will launch a new robotics company, Intrinsic which will focus on building software for industrial robots.
❒ Alphabet CEO - সুন্দর পিচাই
❒ চেয়ারপারসন - John L. Hennessy
3. মারুতি সুজুকি কোম্পানি তরুণদের প্রশিক্ষণের জন্য কোন বিদ্যালয়ের সঙ্গে পার্টনারশিপ করল?
❒ The aim is to offer a customised is three years "Bachelor of Vocational Studies in Retail Management" course to students.
❒ Maruti Suzuki CEO: Kenichi Ayukawa
❒ প্রতিষ্ঠা সাল: 1982
❒ সদর দপ্তর: নিউ দিল্লি
4. বিশ্ব মানব পাচার বিরোধী দিবস কবে পালিত হয়?
❒ মানবপাচার দাসত্বের দুরবস্থা এবং মানুষের অধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়
❒ 2021 theme: Voices Lead the Way
5. ভারতের কোন রাজ্য থেকে লন্ডনে Bhoot Jolokia Chillies রপ্তানি করা হলো?
❒ 'রাজা মির্চা' যাকে রাজা চিলি বা ভূত জলোকিয়া নামেও উল্লেখ করা হয়, নাগাল্যান্ড থেকে প্রথমবারের মতো লন্ডনে রপ্তানি করা হয়েছে
❒ নাগাল্যান্ডের রাজধানী কোহিমা
❒ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও
❒ নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবি
6. কোন সম্প্রদায়ের মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য কেন্দ্রীয় সরকার "গরিমা গৃহ" তৈরি করতে চলেছে?
❒ মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, রাজস্থান, বিহার, ছত্রিশগড়, তামিলনাড়ু এবং উড়িষ্যা রাজ্যে এই ধরনের আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে
❒ কর্ণাটক ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসেবে রাজ্যের সমস্ত সরকারি পরীক্ষায় রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য এক শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করল
7. কোন আইআইটি COVIHOME নামে কোভিড RNA টেস্ট কিট লঞ্চ করল?
❒ India's first Rapid electronic Covid-19 Test kit that allows self testing at home called 'COVIHOME'
❒ This test kit can produce results within 30 minutes for both symptomatic and asymptomatic patients.
❒ IIT Hydrabad প্রতিষ্ঠা সাল 2008
❒ চেয়ারম্যান: বি ভি আর মোহন রেড্ডি
8. সম্প্রতি রাষ্ট্রপতি ভবনে কোন ব্যাঙ্কের শাখা খোলা হল?
❒ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর মুম্বাই
❒ প্রতিষ্ঠা সাল 1 জুলাই 1955
❒ চেয়ারপারসন দিনেশ কুমার খাড়া
9. কোন দেশ e naira নামে দেশীয় ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করল?
❒ নাইজেরিয়ার রাজধানী আবুজা
❒ নাইজেরিয়া রাষ্ট্রপতি মুহামাদু বুহারি
10. কোন রাজ্য সরকার সংস্কৃত ভাষায় বিভিন্ন পুরস্কারজয়ী সমস্ত পণ্ডিতদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল?
❒ হরিয়ানার রাজধানী চন্ডিগড়
❒ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার
❒ হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়
More Current Affairs |
Link |
---|---|
30th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ |
Please do not enter any spam link in the comment box.