Ads Area

Daily Current Affairs in Bengali - 30th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Daily Current Affairs in Bengali - 30th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Daily Current Affairs in Bengali - 30th July 2021
Daily Current Affairs in Bengali - 30th July 2021

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 30th July 2021 এর ১০টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর।


কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।


Bangla GK Diary থেকে Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।



Daily Current Affairs in Bengali - 30th July 2021::


1. ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসাবে কোন রাজ্য রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করল?





উত্তরঃ (B) কর্ণাটক
❒ কর্ণাটক ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসাবে রাজ্যের সমস্ত সরকারি পরীক্ষায় রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য এক শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করল।
❒ কর্ণাটক রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন বাসাভরাজ বোমাই
❒ কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু

 

2. নাজিব মিকাতি কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?





উত্তরঃ (B) লেবানন
❒ এর আগে এই পদে নিযুক্ত ছিলেন Saad Hariri
❒ লেবাননের রাজধানী বেইরুট
❒ লেবাননের মুদ্রা - লেবানিজ পাউন্ড

 

3. রাকেশ আস্তানা কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কমিশনার পদে নিযুক্ত হলেন?





উত্তরঃ (D) দিল্লি
❒ রাকেশ আস্তানা বর্তমানে বর্ডার সিকিউরিটি ফোর্স এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত আছেন
❒ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
❒ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল

 

4. আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়?





উত্তরঃ (C) 29 জুলাই
❒ বিপন্ন প্রজাতির পশুকে বাঁচিয়ে রাখার জন্য এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, বাঘ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ব্যাঘ্র দিবস পালনের উদ্যোগ নেয়।
❒ সম্প্রতি 2018 সালের সমীক্ষা অনুযায়ী ভারতে 2967টি বাঘ রয়েছে
❒ 2021 theme/slogan - "Their Survival is in our hands".

 

5. ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেল Sitio Burle Marx site (a landscape garden), এটি কোন দেশে অবস্থিত?





উত্তরঃ (C) ব্রাজিল
❒  Sitio Burle Marx site (a landscape garden) ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অবস্থিত
❒ এই বাগানটিতে 3500 টিরও বেশি গাছের প্রজাতি আছে
❒ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া
❒ ব্রাজিলের মুদ্রা ব্রাজিলিয়ান রিয়াল
❒ UNESCO সদর দপ্তর: প্যারিস ফ্রান্স

 

6. ভারতের মধ্যে একমাত্র কোন শহর International clean air catalyst programme এর জন্য নির্বাচিত হয়েছে?





উত্তরঃ (D) ইন্দোর
❒ The project will be operated for a period of five years to purify the air in the city with the cooperation of Indore Municipal Corporation and Madhya Pradesh Pollution Control Board.

 

7. কোন দেশে 2021 Central South Asia conference অনুষ্ঠিত হলো?





উত্তরঃ (B) উজবেকিস্তান
❒ উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে এটি অনুষ্ঠিত হলো
❒ ভারতের হয়ে অনুষ্ঠানে যোগদান করেছিল ভারতের বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর

 

8. কোন রাজ্য সরকার আয়ুর্বেদের প্রচারের জন্য "Devaranya (দেবারণ্য)" প্রকল্প চালু করল?





উত্তরঃ (D) মধ্যপ্রদেশ
❒ মধ্যপ্রদেশ সরকার আয়ুষের প্রচারের জন্য এবং এটিকে কর্মসংস্থানের সাথে যুক্ত করতে, "দেবারণ্য" প্রকল্প চালু করল
❒ এই প্রকল্প টি রাজ্যের উপজাতি অঞ্চলে বসবাসরত লোকেদের কর্মসংস্থান দেবার জন্য চালু করা হলো
❒ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

 

9. কোন কেন্দ্রীয় মন্ত্রী Nadi ko jano মোবাইল অ্যাপ লঞ্চ করল?





উত্তরঃ (B) ধর্মেন্দ্র প্রধান
❒ ইনি বর্তমানে ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী পদে নিযুক্ত আছেন
❒ এছাড়া ইনি আরও একটি দপ্তরের মন্ত্রী পদে নিযুক্ত হলেন, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রী

 

10. মীরাবাঈ চানু কোন রাজ্যের অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (স্পোর্টস) হিসেবে নিযুক্ত হতে চলেছেন?





উত্তরঃ (B) মনিপুর
❒ টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে ২৬ বছর বয়সি ভারত্তোলক মীরাবাঈ চানু ৪৯ কিলো বিভাগে রুপোর পদক জিতল
❒ মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লা
❒ মণিপুরের রাজধানী ইম্ফল
❒ মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং




More Current Affairs

Link

29th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad