Daily Current Affairs in Bengali - 29th July 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
Daily Current Affairs in Bengali - 29th July 2021 |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে থাকছে 29th July 2021 এর ১০টি গুরুত্বপূর্ণ Current Affairs এর প্রশ্ন-উত্তর।
কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।
Bangla GK Diary থেকে Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।
Daily Current Affairs in Bengali - 29th July 2021::
1. ভারত ও কোন দেশের মধ্যে "Exercise INDRA 2021" নামে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে?
❒ এই যৌথ মহড়া টি অনুষ্ঠিত হবে 1 আগস্ট থেকে 13 আগস্ট পর্যন্ত
❒ এবছর এটা 12 তম সংস্করণ
❒ এটা রাশিয়ার Volgograd এ অনুষ্ঠিত হবে
❒ রাশিয়ার রাজধানী মস্কো
❒ রাশিয়ার মুদ্রা রুবেল
2. কর্ণাটক রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?
❒ এর আগে বিএস ইয়েদুরাপ্পা কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন বর্তমানে ইনি পদত্যাগ করেন তার জায়গায় মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন বাসাভরাজ বোমাই
3. বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়?
❒ ভাইরাস ঘটিত হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং এই রোগ নির্মূলের প্রচার চালাতে এই দিবস উৎযাপন করা হয়।
❒ 2021 Theme - Hepatitis Can't Wait
4. বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালিত হয়?
❒ এই দিবসটি উদযাপনের মূল লক্ষ্য হল প্রকৃতি রক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য সর্বোত্তম অনুশীলন গ্রহণ করা।
❒ 2021 Theme - Forests and livelihood: sustaining people and planet
5. ভারতের মধ্যে কোন রাজ্যে প্রথম 'সুজল' বা 'ড্রিঙ্ক ফ্রম ট্যাপ' মিশন চালু হলো?
❒ ভারতের মধ্যে প্রথম ওড়িশা রাজ্যের পুরী শহরে প্রথম চালু হলো রাতদিন সাতদিন অর্থাৎ 24×7 ঘন্টা কল খুললেই সুরক্ষিত পানীয় জল পরিষেবা পাওয়া যাবে।
❒ গোটা ভারতের মধ্যে পুরীতেই প্রথম এই রকম পরিষেবা চালু হলো। এটা ওড়িশা সরকারের 'সুজল' বা 'ড্রিঙ্ক ফ্রম ট্যাপ' মিশনের একটি উদ্যোগ।
6. কোন কেন্দ্রীয় মন্ত্রী গ্রেটার সোহরা জল সরবরাহ প্রকল্পের (Greater sohra water supply scheme) লঞ্চ করল?
❒ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের সোহরে বহুল প্রতীক্ষিত গ্রেটার সোহরা জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করলেন।
7. কোন দেশ Clean up app ক্যাম্পেইন লঞ্চ করল?
8. Shifting orbits: decoding the trajectory of the Indian startup ecosystem নামে বইটি লিখেছেন কে?
❒ অমিতাভ কান্ত বর্তমানে নীতি আয়োগ এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত আছেন।
9. 2021 সালে টোকিও অলিম্পিকে মোমিজি নিশিয়া কনিষ্ঠতম স্বর্ণপদক বিজয়ী হন, তিনি কোন দেশের অ্যাথলেটিক?
❒ জাপানের মোমিজি নিশিয়া মহিলাদের স্কেটবোর্ডে সোনার পদক জেতেন। একই খেলায় রুপো জেতেন ব্রাজিলের রাইসা লিয়ান এবং ব্রোঞ্জ জেতেন জাপানের ফুনা নাকায়ামা।
10. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে বাঁশ শিল্প উদ্যানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন?
❒ এই শিল্প উদ্যান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় আসামের দিমা হাসাও জেলার মান্ডেরডিসা (Manderdisa) গ্রামে।
More Important GK | Link |
---|---|
সাধারণ জ্ঞান মকটেস্ট পর্ব - ৩৯ | Click Here |
Please do not enter any spam link in the comment box.