Ads Area

Pulitzer Prize 2021 Winners and Finalists: See The Full List || পুলিৎজার প্রাইজ - ২০২১

Pulitzer Prize 2021 Winners and Finalists: See The Full List || পুলিৎজার প্রাইজ - ২০২১

Pulitzer Prize 2021 Winners and Finalists
Pulitzer Prize 2021 Winners and Finalists

নমস্কার বন্ধুরা,

১১ জুন, ২০২১ তারিখে পুলিৎজার প্রাইজ প্রশাসক তথা বিশিষ্ট সাংবাদিক দানা কেনেডি ২০২১ সালের পুলিৎজার প্রাইজ প্রাপকদের নাম ঘোষণা করলেন। সাধারণত সাংবাদিকতা, সাহিত্য ও সংগীতে অসামান্য দক্ষতা স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র-হাঙ্গেরির সংবাদপত্র প্রকাশক যোসেফ পুলিৎজারের স্মৃতির উদ্দেশ্যে ১৯১৭ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা শুরু হয়েছিল। ২১টি বিভাগে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপকদের ১টি শংসাপত্র এবং ১৫ হাজার মার্কিন ডলার আর্থিক মূল্য প্রদান করা হয়। সাংবাদিকতার অন্তর্গত পাবলিক সার্ভিস বিভাগের প্রাপক ১টি সোনার মেডেল পান। প্রসঙ্গত উল্লেখ্য, ২১টি বিভাগ ব্যতীত স্পেশাল সাইটেশন বিভাগেও পুরস্কৃত করা হয়। এবছর স্পেশাল সাইটেশন বিভাগে পুরস্কৃত হয়েছেন মার্কিন মহিলা ডারনেল্লা ফ্রেজার। নিচে এবারের পুরস্কার প্রাপকদের তালিকা দেওয়া হল-



সাংবাদিকতার ক্ষেত্রে প্রাপকগণ


পুরস্কারের বিভাগ পুরস্কার বিজেতা
পাবলিক সার্ভিস The New Year Times
ব্রেকিং নিউজ রিপোর্টিং স্টার ট্রিবিউনে'র কর্মচারীবৃন্দ
ইনভেস্টিগেটিভ রিপোর্টিং ম্যাট রোচেলিউ, ভার্নাল কোলম্যান, লোরা ক্রাইমালদি, ইভান অ্যালেন এবং ব্রেন্ডন ম্যাককার্থি (দ্য বোস্টন গ্লোব)
এক্সপ্লানেটরি রিপোর্টিং অ্যান্ড্রিউ চুং, লরেন্স হার্লে, আন্দ্রিয়া জানুকা, জিমি ডাওডেল এবং জ্যাকি বোটস (রয়টার্স)
লোকাল রিপোর্টিং ক্যাথলিন ম্যাক গ্লোরি এবং নেল বেদী (Tampa Bay Times)
ন্যাশনাল রিপোর্টিং দ্য মার্শাল প্রোজেক্টের কর্মচারীবৃন্দ, AL.com (বার্মিংহাম), IndyStar, Invisible Institute (চিকাগো)
ইন্টারন্যাশনাল রিপোর্টিং মেঘা রাজাগোপালান, অ্যালিসন কিলিং এবং ক্রিস্টো বুশ্চেক (Buzzfeed News)
ফিচার রাইটিং মিচেল এস জ্যাকসন (Runners World), নাদজা দ্রোস্ট (The California Sunday Magazine)
কমেন্ট্রি মাইকেল পল উইলিয়ামস (Richmond Times Dispatch)
ক্রিটিসিজম ওয়েসলে মরিস (The Newyork Times)
এডিটোরিয়াল রাইটিং রবার্ট গ্রিন (Loss Angeles Times)
ব্রেকিং নিউজ ফটোগ্রাফি Associated Press-এর ফটোগ্রাফারবৃন্দ
ফিচার ফটোগ্রাফি এমিলিও মোরেনাট্টি (Associated Press)
অডিও রিপোর্টিং লিজা হ্যাজেন, ক্রিস হ্যাক্সেল, গ্রাহাম স্মিথ এবং রবার্ট লিটল (National Public Radio)




চিঠিপত্র, নাটক, সংগীত ক্ষেত্রে প্রাপকগণ


পুরস্কারের বিভাগ পুরস্কার বিজেতা
উপন্যাস ক্ষেত্রে লুইস এডরিচ (গ্রন্থের নাম - The Night Watchman)
নাটক ক্ষেত্রে কাটোরি হাল (গ্রন্থের নাম - The Hot Wing King)
ইতিহাস ক্ষেত্রে মার্সিয়া ক্যাটেলেইন (গ্রন্থের নাম - Franchise : The Golden Arches in Black America)
জীবনীগ্রন্থ ক্ষেত্রে লেস পাইন এবং তামারা পাইন- মরণোত্তর (গ্রন্থের নাম - The Dead Are Asirising: The Life of Malcolm X)
কাব্য ক্ষেত্রে নাটালি দিয়াজ (গ্রন্থের নাম - Postcolonial Love Poem)
জেনারেল নন-ফিকশন ডেভিড জুচিনো (গ্রন্থের নাম - Wilmington's Lie: The Murderous Coup of 1898 and The Rise of White Supremacy)
সংগীত ক্ষেত্রে তানিয়া লিওন (সংগীত অ্যালবামের নাম - Stride)





More Important GK Link
ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad