Ads Area

General Science Questions and Answers in Bengali Part 2 for All Competitive Exams - জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর

General Science Questions and Answers in Bengali Part 2 for All Competitive Exams - জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর


General Science Questions and Answers in Bengali
General Science Questions and Answers in Bengali

নমস্কার বন্ধুরা,
এই পাঠে General Science Questions and Answers in Bengali Part 2 for All Competitive Exams - জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি।

General Science Questions and Answers in Bengali Part 2 এ আপনাদের জন্য থাকছে বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর।

Science বা বিজ্ঞান যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা তাই General Science থেকে Important GK Questions and Answers নিয়ে এই পর্ব শুরু করেছি।

এই পর্বগুলির মাধ্যমে আমরা General Science in Bengali, পদার্থ বিজ্ঞান mcq, সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর, life science gk in bengali, রসায়ন বিজ্ঞান, জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন, বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর এগুলি নিয়ে আলোচনা করব।




জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর পর্ব - ২


1. পৃথিবীর চারিদিকে উপগ্রহ তার নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে, এর কারণ কী?


A) অপকেন্দ্র বল
B) কেন্দ্রাভিমুখী বল
C) মহাকর্ষীয় বল
D) অন্য কোনো বল


2. নিচের কোনটি সবচেয়ে মিষ্টি শর্করা?


A) সুক্রোজ
B) গ্লুকোজ
C) ফ্রুক্টোজ
D) মাল্টোজ


3. পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায়?


A) খামির
B) শেত্তলা
C) ছত্রাক
D) লাইকেন


4. লিফটে বসে থাকা একজন মানুষ কখন অনুভব করে যে তার ওজন বৃদ্ধি পাচ্ছে?


A) যখন লিফট দ্রুতগতিতে উপরে যাচ্ছে
B) যখন লিফট দ্রুতগতিতে নিচে নেমে আসছে
C) যখন লিফট উপরে থাকে
D) যখন লিফট নীচে থাকে


5. নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলে না-


A) অ্যাসকরবিক অ্যাসিড - লেবু 
B) মাল্টোজ - মাল্ট
C) অ্যাসিটিক অ্যাসিড - দই
D) ফর্মিক অ্যাসিড - লাল পিপড়া


6. বাতাসের শক্তি হয়-


A) কেবলমাত্র স্থিতিশক্তি
B) কেবলমাত্র গতিশক্তি
C) বিদ্যুৎশক্তি
D) স্থিতিশক্তি ও গতিশক্তি উভয়ই


7. 'ফ্যাথোমিটার' কী পরিমাপ করতে ব্যবহৃত হয়?


A) ভূমিকম্প
B) বৃষ্টি
C) সমুদ্রের গভীরতা
D) শব্দের তীব্রতা


8. একটি দোলকের সময়কাল-


A) তার ভরের উপর নির্ভর করে
B) তার দৈর্ঘ্যের উপর নির্ভর করে
C) সময়ের উপর নির্ভর করে
D) তাপমাত্রার উপর নির্ভর করে


9. কোনটি রক্ত ​​জমাট বাঁধার কারণ-


A) থ্রোমবিন
B) হিমোগ্লোবিন
C) পেকটিন
D) উপরের সবগুলি


10. কোনো মৌলের 2টি প্রোটন, 2টি নিউট্রন ও 2টি ইলেকট্রন থাকলে, ওই মৌলের ভরসংখ্যা কত?


A) 2
B) 4
C) 6
D) 8


Read This ☞ ষোড়শ মহাজনপদ টীকা | ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা



11. মরিচা ধরলে লোহার ওজন-


A) বৃদ্ধি পায়
B) হ্রাস পায়
C) একই থাকে
D) অনিশ্চিত


12. মোমবাতির দহন হল-


A) আলোক-রাসায়নিক বিক্রিয়া
B) ভৌত পরিবর্তন
C) এন্ডোথার্মিক প্রতিক্রিয়া
D) এক্সোথার্মিক প্রতিক্রিয়া


13. মাইবোমিয়ান গ্রন্থি কোথায় অবস্থিত?


A) চোখ
B) কান
C) নাক
D) ত্বক


14. পাঁচটি প্রাণীজগতের শ্রেণিবিন্যাস কার দ্বারা দেওয়া হয়েছিল?


A) হুইটেকার
B) হ্যাকেল
C) লিনিয়াস
D) কপল্যান্ড


15. রাসায়নিকভাবে 'সিঁদুর' হল-


A) ক্যালসিয়াম কার্বনেট
B) পটাশিয়াম নাইট্রেট
C) মার্উরিক সালফাইড
D) সোডিয়াম ক্লোরাইড


16. হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা হলেন-


A) স্যামুয়েল হ্যানিম্যান
B) হিপোক্রেটাস
C) চরক
D) সুশ্রুত


17. নিম্নলিখিত কোনটির উপস্থিতির কারনে গিরগিটি তার রং পরিবর্তন করতে পারে?


A) হিমোগ্লোবিন
B) ক্রোমাটোফোর
C) ক্লোরোফিল
D) নিউম্যাটোফোর


18. সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়?


A) ভিটামিন এ
B) ভিটামিন বি
C) ভিটামিন সি
D) ভিটামিন ডি


19. বর্ণান্ধতা যুক্ত ব্যক্তির কাছে লাল বর্ণ কিভাবে উপস্থিত হবে-


A) হলুদ
B) সবুজ
C) নীল
D) বেগুনী


20. আমাদের শরীরের বেশিরভাগ ওজন আসে-


A) হাড় থেকে
B) শরীরের অংশ থেকে
C) ত্বকের অংশ থেকে
D) জল থেকে




উত্তর:
1. B) কেন্দ্রাভিমুখী বল। 2. C) ফ্রুক্টোজ। 3. C) ছত্রাক। 4. A) যখন লিফট দ্রুতগতিতে উপরে যাচ্ছে। 5. C) অ্যাসিটিক অ্যাসিড - দই। 6. B) কেবলমাত্র গতিশক্তি। 7. C) সমুদ্রের গভীরতা। 8. B) তার দৈর্ঘ্যের উপর নির্ভর করে। 9. A) থ্রোমবিন। 10. B) 4। 11. A) বৃদ্ধি পায়। 12. D) এক্সোথার্মিক প্রতিক্রিয়া। 13. A) চোখ। 14. A) হুইটেকার। 15. C) মার্উরিক সালফাইড। 16. A) স্যামুয়েল হ্যানিম্যান। 17. B) ক্রোমাটোফোর। 18. D) ভিটামিন ডি। 19. B) সবুজ। 20. D) জল থেকে।



More Important GK

Link

জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর পর্ব - ১

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad