Article 12 - 35 | Fundamental Rights - মৌলিক অধিকার | Indian Constitution in Bengali
![]() |
Fundamental Rights - মৌলিক অধিকার |
● মৌলিক অধিকার ( FUNDAMENTAL RIGHTS) ●
☞ ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে ধারা 12 থেকে 35 এর মধ্যে।
☞ সংবিধানের Part Ⅲ তে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে।
☞ ভারতীয় নাগরিকদের কি কি মৌলিক অধিকার দেওয়া হবে তা চূড়ান্ত করে সর্দার বল্লভ ভাই প্যাটেল এর নেতৃত্বে একটি কমিটি।
☞ মৌলিক অধিকার গুলি সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী সুরক্ষিত।
☞ কেবলমাত্র সংবিধান সংশোধন করেই মৌলিক অধিকারের পরিবর্তন করা যায়।
☞ শুরুতে সংবিধানে 7 টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল, বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা 6 টি।
☞ সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকারের তালিকাভুক্ত নয়।
☞ 1978 সালে 44 তম সংবিধান সংশোধনীর ফলে সম্পত্তির অধিকার এখন আইনগত অধিকার।
✿ মৌলিক অধিকার গুলি হল :
1) সমান অধিকার (14 - 18)
2) স্বাধীনতার অধিকার (19 - 22)
3) শোষনের বিরুদ্ধে অধিকার (23 - 24)
4) ধর্মীয় স্বাধীনতার অধিকার (25 - 28)
5) সংস্কৃতি ও শিক্ষার অধিকার (29 - 30)
6) সাংবিধানিক উপচারের অধিকার বা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার (32 - 35)
12 - 35 নম্বর ধারা সম্পর্কিত বিস্তারিত তথ্য
✸ ধারা 12 ➨ সংজ্ঞা
✸ ধারা 13 ➨ মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত আইন ও সেই সম্বন্ধে অবহিত করা।
● Right to Equality - সমান অধিকার (ধারা 14 - 18) ●
✸ ধারা 14 ➨ আইনের চোখে সবাই সমান (Equality before Law & Equal Protection)
✸ ধারা 15 ➨ ধর্ম জাতি কারো লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে ভেদাভেদ না করা
✸ ধারা 16 ➨ সরকারি নিযুক্তির ক্ষেত্রে সমান অধিকার
✸ ধারা 17 ➨ অস্পৃশ্যতা দূরীকরণ (Abolition of Untouchability)
✸ ধারা 18 ➨ উপাধি রদ করা (Abolition of Titles)
● Right to Freedom - স্বাধীনতার অধিকার (ধারা 19 - 22) ●
✸ ধারা 19 ➨ ছয়টি মৌলিক অধিকারের কথা বলা আছে
☞ 19(A) ➨ বাক ও মতামত প্রকাশের অধিকার
☞ 19(B) ➨ স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার
☞ 19(C) ➨ সভা ও সমিতি গঠন
☞ 19(D) ➨ স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার
☞ 19(E) ➨ স্বাধীনভাবে বসবাস করার অধিকার
☞ 19(F) ➨ 1978 সালে 44 তম সংবিধান সংশোধনীর ফলে সম্পত্তির অধিকার এখন আইনগত অধিকার (Legal Right)
☞ 19(G) ➨ ব্যবসা, পেশা, জীবিকা ও বাণিজ্যের অধিকার
✸ ধারা 20 ➨ অপরাধী প্রমাণিত হলে প্রাপ্ত সংরক্ষন
☞ 20(A) ➨ যে সময়ে অপরাধ ঘটেছে সেই সময়কার প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে অর্থাৎ প্রচলিত আইন ভঙ্গের অপরাধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি প্রদান করা যাবে।
☞ 20(B) ➨ একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না তবে অফিস-আদালত পৃথকভাবে শাস্তি দিতে পারে।
☞ 20(C) ➨ কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না।
✸ ধারা 21 ➨ জীবন ও ব্যক্তিগত স্বতন্ত্রতা রক্ষা করা।
☞ 21(A) ➨ 2002 সালে 86 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে।
✸ ধারা 22 ➨ কিছু ক্ষেত্রে গ্রেপ্তার বা আটকের বিরুদ্ধে সংরক্ষণ।
☞ 22(A) ➨ কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হলে তাকে গ্রেফতারের কারণ জানাতে হবে। আটক ব্যক্তিকে তার পছন্দমত আইনজীবীর সাথে পরামর্শ করা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।
☞ 22(B) ➨ ধৃত ব্যক্তিকে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া ওই সময়ের বেশি আটকে রাখা যাবে না।
● Right Against Exploitation - শোষণের বিরুদ্ধে অধিকার (ধারা 23 - 24) ●
✸ ধারা 23 ➨ জোর করে কাজ করানো দুর্ব্যবহার ও মানুষের ক্ষতি করা দন্ডনীয় অপরাধ।
✸ ধারা 24 ➨ 14 বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসাবে কাজ করানো যাবে না।
● Right to Freedom of Religion - ধর্মীয় স্বতন্ত্রতার অধিকার (ধারা 25 - 28) ●
✸ ধারা 25 ➨ জীবিকা বা পেশা গ্রহণের ক্ষেত্রে ধর্ম বাধা হয়ে দাঁড়াবে না।
✸ ধারা 26 ➨ যে কোন ধর্মীয় কাজে অংশগ্রহণ করা।
✸ ধারা 27 ➨ যে কোন ধর্মীয় কাজের জন্য জোর করে চাঁদা বা কর প্রদান না করা।
✸ ধারা 28 ➨ নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় নির্দশনা বা ধর্মীয় উপাসনায় যোগদানের স্বাধীনতা।
☞ 28(A) ➨ রাষ্ট্রীয় তহবিলের আওতাধীন কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও ধর্মের নির্দেশ দেওয়া হইবে না।
☞ 28(B) ➨ দফা (১) এর কোন কিছুই এমন কোন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যা রাজ্য দ্বারা পরিচালিত হয় তবে যে কোনো অনুবাদ বা বিশ্বাসের অধীনে প্রতিষ্ঠিত ধর্মীয় নির্দেশ এই প্রতিষ্ঠানে দেওয়া উচিত।
☞ 28(C) ➨ রাজ্য কর্তৃক স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদানকারী বা রাষ্ট্রীয় তহবিলের বাইরে সহায়তা প্রাপ্ত কোনো ব্যক্তিকে এই জাতীয় প্রতিষ্ঠানে প্রদত্ত যে কোনো ধর্মীয় নির্দেশে অংশ নিতে বা এই জাতীয় প্রতিষ্ঠানে পরিচালিত যে কোনো ধর্মীয় উপাসনায় অংশ নিতে বাধ্য করা যাবে না, যদি না তিনি স্বয়ং, বা তিনি নাবালক হলে তার অভিভাবক, তাতে সম্মতি দেন।
● Cultural & Educational Right - সংস্কৃতি ও শিক্ষার অধিকার (ধারা 29 - 30) ●
✸ ধারা 29 ➨ সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা।
✸ ধারা 30 ➨ সংখ্যালঘু মানুষদের শিক্ষার প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার।
**Note:- 31 নম্বর ধারাটি রদ করা হয়েছে।
● Right to Constitutional Remedies - সাংবিধানিক উপচারের অধিকার (ধারা 32 - 35) ●
✸ ধারা 32 ➨ এই ভাগে বর্ণিত অধিকার গুলি রক্ষা করা।
☞ সংবিধানের এই ধারা অনুযায়ী যেকোনো নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারেন।
☞ সংবিধানের এই ধারাকে সংবিধানের মূল স্তম্ভ বলা হয় (heart & soul of constitution)।
☞ ডঃ বি আর আম্বেদকর এই ধারাকে ভারতীয় সংবিধানের আত্মা বলে বর্ণনা করেছে।
✸ ধারা 33 ➨ এই পদে বর্ণিত অধিকার গুলি পরিবর্তন ও প্রয়োগের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে।
✸ ধারা 34 ➨ সামরিক আইন জারি থাকলে এই অধিকার গুলির উপর বিধিনিষেধ জারি করা।
✸ ধারা 35 ➨ এই অধিকার গুলি সুনিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করা।
More Important GK | Link |
---|---|
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড - ২০২১ | Click Here |
Please do not enter any spam link in the comment box.