General Knowledge in bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর >> Part - 73
![]() |
General Knowledge in bengali - Part - 73 |
বাংলা জিকে ডায়েরি 📘
General Knowledge in bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর >> Part - 73 এর এই পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
এই General Knowledge in bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য General Knowledge in bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
আরও পড়ুনঃ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
General Knowledge in bengali
১। কোন ধাতুর 'মালাকাইট' নামে একটি আকরিক রয়েছে?
➥ কপার।
২। পর্যায় সারণীতে পি-ব্লক মৌলের ক'টি গ্রুপ আছে?
➥ ৬।
৩। জীববিজ্ঞানের কোন শাখা কিডনি অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত?
➥ নেফ্রোলজি।
৪। 'গায়নোসিয়াম'এর অন্য নাম কি?
➥ পিস্টিল।
৫। মিথেনে উপস্থিত কার্বন পরমাণুকে আমরা কি বলতে পারি?
➥ প্রাথমিক কার্বন পরমাণু।
৬। পানীয় জলে মোট কঠোরতার সর্বাধিক অনুমোদিত ঘনত্ব হল-
➥ ২০০।
৭। বৈদ্যুতিক ডাইপোলের মোট চার্জ কত?
➥ ০।
৮। একটি শব্দ তরঙ্গের সময়কাল ০.০১ সেকেন্ড। হার্ৎজে এর কম্পাঙ্ক কত হবে?
➥ ১০০।
৯। প্লাজমা মেমব্রেন আবিষ্কার করেন কে?
➥ রবার্ট হুক।
১০। ১৯১৬ সালে অনুষ্ঠিত 'ভারতীয় জাতীয় কংগ্রেস'এর লখনউ অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন কে?
➥ অম্বিকা চরণ মজুমদার।
১১। ভারতের প্রাচীন শিল্প ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার জন্য 'ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট' প্রতিষ্ঠা করেছিলেন কে?
➥ অবনীন্দ্রনাথ ঠাকুর।
১২। সুভাষচন্দ্র বসু কোন দেশে 'টাইগার লিজিয়ন' সংগঠিত করেছিলেন?
➥ জার্মানি।
১৩। ১৯২৪ সালে 'অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি'র প্রতিষ্ঠাতা ছিলেন কে?
➥ সত্যভক্ত।
১৪। ভারতে প্রথম শাসক কারা ছিলেন, যারা রাজাদের জন্য স্বর্ণমুদ্রা জারি করেছিলেন?
➥ ইন্দো-গ্রীক।
১৫। কার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়?
➥ কণিষ্ক।
১৬। বিন্দুসারের দরবারে সিরিয়ার রাষ্ট্রদূত ছিলেন কে?
➥ ডিমাচোস।
১৭। মোগল সম্রাটদের যুগে কাকে ন্যায়বিচারের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসাবে নিযুক্ত করা হয়েছিল?
➥ কাজী-উল-কুযাত।
১৮। মধ্য ভারতের বুন্দেলখন্ড অঞ্চলে অবস্থিত কালিঞ্জার দুর্গে কোন শাসক মারা গিয়েছিলেন?
➥ শের শাহ সুরি।
১৯। সুলতানি আমলে কোন অঞ্চল কাঁচা রেশম ও মসলিনের জন্য বিখ্যাত ছিল?
➥ সোনারগাঁও।
২০। কোন দেশের সঙ্গে ভারতের সর্বোচ্চ দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে?
➥ বাংলাদেশ (৪,০৯৬.৭ কিলোমিটার)।
২১। কোন রাজ্য ভারতে সবথেকে বেশি কাঁচা রেশম উৎপাদন করে?
➥ কর্ণাটক।
২২। ভারতের কোন স্টিল প্ল্যান্টকে কখনও কখনও ভারতের প্রথম স্বদেশী স্টিল প্ল্যান্ট বলা হয়?
➥ বোকারা স্টিল প্ল্যান্ট।
২৩। কচ্ছের রণ কোনটির মাধ্যমে কাথিয়াওয়ার উপদ্বীপ থেকে আলাদা হয়েছে?
➥ কচ্ছ উপসাগর।
২৪। কোন মালভূমিতে একটি বিখ্যাত সোনার ক্ষেত্র রয়েছে?
➥ কোলার মালভূমি।
২৫। গণ্ডক নদী কোন নদী প্রণালীর সঙ্গে যুক্ত?
➥ গঙ্গা।
২৬। ভারতের প্রথম ও এশিয়ার দীর্ঘতম সাইকেল হাইওয়ে ভারতের কোন রাজ্যে খোলা হয়েছে?
➥ উত্তর প্রদেশ।
২৭। খন্ডরা ভারতের কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়?
➥ ওড়িশা।
২৮। পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগিচা অঞ্চলের নাম-
➥ ডুয়ার্স অঞ্চল।
২৯। পশ্চিমবঙ্গের কোন বন্দর দিয়ে সবথেকে বেশি চা রপ্তানি করা হয়?
➥ কলকাতা বন্দর।
আরো পড়ুন...
➜ Famous Architectures of India in Bengali
➜ ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুলির তালিকা
➜ নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? নিষ্ক্রিয় গ্যাস কয়টি ও কি কি? নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার
➜ ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল তালিকা
Please do not enter any spam link in the comment box.