ভারতে প্রচলিত দেশীয় লিপি বা লেখসমূহ || Famous Native Inscription in India in Bengali
ভারতে প্রচলিত দেশীয় লিপি বা লেখসমূহ |
বাংলা জিকে ডায়েরি 📘
নমস্কার বন্ধুরা,
এই পোস্টে আপনাদের জন্য শেয়ার করা হয়েছে ভারতে প্রচলিত দেশীয় লিপি বা লেখসমূহ যখানে তালিকার আকারে রাজবংশ, রাজার নাম ও লিপির নাম দেওয়া হয়েছে।
এই তালিকা থেকে আপনি ভারতের বিভিন্ন লিপি বা লেখসমূহ কোন রাজবংশের কোন রাজার সময় প্রচলিত ছিল তা খুব সহজেই জানতে পারবেন এবং মনে রাখতে পারবেন।
আরও পড়ুনঃ ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ শিলালিপি গুলির তালিকা
ভারতে প্রচলিত দেশীয় লিপি বা লেখসমূহ
রাজবংশ | রাজার নাম | লিপির নাম |
---|---|---|
সাতবাহন | গৌতমীপুত্র সাতকর্ণী | নাসিক প্রশস্তি |
প্রথম সাতকর্ণী | নানাঘাট শিলালিপি | |
গুপ্ত | সমুদ্রগুপ্ত | এলাহাবাদ প্রশস্তি |
দ্বিতীয় চন্দ্রগুপ্ত | এরান শিলালিপি | |
দ্বিতীয় চন্দ্রগুপ্ত | সাঁচী লিপি | |
দ্বিতীয় চন্দ্রগুপ্ত | উদয়গিরি লিপি | |
বুধগুপ্ত | সারনাথ লিপি | |
স্কন্দগুপ্ত | ভিতারি শিলালিপি | |
রামগুপ্ত | বিদিশা শিলালিপি | |
ঘটোৎকচগুপ্ত | তুমাইন শিলালিপি | |
প্রথম কুমার গুপ্ত | দামোদরপুর লিপি | |
বৈন্যায়গুপ্ত | গুনাইগড় লিপি | |
পরবর্তী গুপ্ত বংশ | দেবগুপ্ত | মধুবন লিপি |
কলিঙ্গ | খারবেল | হাতিগুম্ফা শিলালিপি |
চালুক্য | দ্বিতীয় পুলকেশি | আইহোল প্রশস্তি |
দ্বিতীয় পুলকেশি | একেরি শিলালেখ | |
শক | রুদ্রদমন | জুনাগড় শিলালিপি |
প্রতিহার | প্রথম ভোজ | গোয়ালিয়র শিলালিপি |
পূষ্যভূতি | হর্ষবর্ধন | নালন্দা লিপি |
হর্ষবর্ধন | মধুবনী তাম্রপট | |
গৌড় | শশাঙ্ক | গঞ্জাম লিপি |
পাল | নারায়ণ পাল | বাদল শিলালিপি |
ধর্মপাল | খালিমপুর শিলালিপি | |
দেবপাল | মুঙ্গের লিপি | |
নারায়ণ পাল | ইরদা লিপি | |
দেবপাল | নালন্দা তাম্রশাসন | |
সেন | বিজয় সেন | দেওপাড়া প্রশস্তি |
কেশব সেন | হিদিলপুর লিপি | |
বল্লাল সেন | নৈহাটি তাম্রপট | |
কুষাণ | কনিষ্ক | পেশোয়ার লিপি |
কনিষ্ক | মথুরা লিপি | |
চোল | প্রথম রাজরাজ | তাঞ্জোর লিপি |
মৌর্য | অশোক | কলিঙ্গ লিপি |
অশোক | বরাবর গুহালিপি | |
অশোক | সাঁচি স্তম্ভলিপি | |
অশোক | সারনাথ স্তম্ভলিপি | |
অশোক | গিরনার শিলালিপি | |
অশোক | ব্রহ্মগিরি লিপি | |
পল্লব | নরসিংহ বর্মন | বাতাপি লিপি |
Read More.
◾ ভারতের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলির তালিকা
◾ ভারতের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের তালিকা 2023
◾ কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত
◾ ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান জিকে প্রশ্ন উত্তর
◾ ভারতের সংবিধান || Indian Polity MCQ in Bengali - Part 3
Please do not enter any spam link in the comment box.