Ads Area

ভারতের সংবিধান || Indian Polity MCQ in Bengali - Part 3 || Indian Constitution GK in Bengali

ভারতের সংবিধান || Indian Polity MCQ in Bengali - Part 3 || Indian Constitution GK in Bengali

ভারতের সংবিধান || Indian Polity MCQ in Bengali - Part 3 || Indian Constitution GK in Bengali
ভারতের সংবিধান || Indian Polity MCQ in Bengali - Part 3 || Indian Constitution GK in Bengali

প্রিয় বন্ধুরা,

Indian Polity MCQ in Bengali - Part 3 || Indian Constitution GK in Bengali পর্বে থাকছে গুরুত্বপূর্ণ 100টি ভারতের সংবিধান এর প্রশ্ন উত্তর।

ভারতের সংবিধান || Indian Polity MCQ in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা এই পর্বগুলির মাধ্যমে নিয়ে এসেছি Indian Constitution GK in Bengali যেটি আপনাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতের সংবিধান এর উপর জিকে প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে ভীষণ সাহায্য করবে।

Indian Polity MCQ in Bengali পর্বের প্রশ্নগুলি যত্নসহকারে পড়ুন এবং আগামী পরীক্ষাগুলির জন্য প্রস্তুত হোন।



ভারতের সংবিধান || Indian Polity MCQ in Bengali - Part 3


1. ডঃ বি আর আম্বেদকর নিচের কোনটিকে সংবিধানের হৃদয় ও আত্মা (Heart and Soul) বলে ব্যাখ্যা করেছেন?


A) ধর্ম পালনের অধিকার

B) সম্পত্তির অধিকার

C) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার

D) সবকটি


উত্তরঃ C) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার


2. কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়?


A) 72 তম সংবিধান সংশোধন

B) 74 তম সংবিধান সংশোধন

C) 76 তম সংবিধান সংশোধন

D) 86 তম সংবিধান সংশোধন


উত্তরঃ D) 86 তম সংবিধান সংশোধন


3. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রের সরকারি চাকরিতে বিচারবিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার পদক্ষেপ নিতে নির্দেশ দেয়?


A) 44 অনুচ্ছেদ

B) 50 অনুচ্ছেদ

C) 52 অনুচ্ছেদ

D) 58 অনুচ্ছেদ


উত্তরঃ B) 50 অনুচ্ছেদ


4. Right to Information (RTI) Act কত সালে কার্যকর হয়?


A) 2002

B) 2005

C) 2006

D) 2010


উত্তরঃ B) 2005


5. গণপরিষদ কত সালে তৈরি হয়?


A) 1948

B) 1947

C) 1946

D) 1945


উত্তরঃ C) 1946


6. রাজ্য আইনসভার সদস্য নন এমন কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত হলে তাকে কতদিনের মধ্যে আইনসভার সদস্য হতে হয়?


A) 3 মাস

B) 4 মাস

C) 5 মাস

D) 6 মাস


উত্তরঃ D) 6 মাস


7. কোন দেশের সংবিধানকে "আইনজীবীদের স্বর্গরাজ্য" বলা হয়?


A) ভারত

B) আমেরিকা

C) সুইজারল্যান্ড

D) ব্রিটেন


উত্তরঃ A) ভারত


8. জনকল্যাণকামী রাষ্ট্র এর ধারণা ভারতের সংবিধানের কোন অংশে রয়েছে?


A) প্রস্তাবনা

B) মৌলিক কর্তব্য

C) মৌলিক অধিকার

D) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি


উত্তরঃ D) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি


9. কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে?


A) রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন

B) পর্তুগাল

C) ব্রিটেন

D) আমেরিকা যুক্তরাষ্ট্র


উত্তরঃ A) রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন


10. কে প্রস্তাবনা কে "সংবিধানের আত্মা" বলেছেন?


A) বি এন রাও

B) সচিদানন্দ সিনহা

C) ঠাকুরদাস ভারগাভ

D) ডঃ বি আর আম্বেদকর


উত্তরঃ C) ঠাকুরদাস ভারগাভ


11. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার সুপারিশ তৈরি হয়?


A) সর্দার বল্লভ ভাই প্যাটেল

B) মৌলানা আবুল কালাম আজাদ

C) পণ্ডিত জওহরলাল নেহেরু

D) মোহনদাস করমচাঁদ গান্ধী


উত্তরঃ C) পণ্ডিত জওহরলাল নেহেরু


12. 44 নং অনুচ্ছেদ নিচের কোনটি প্রণয়নের কথা বলেছে?


A) Indian Forest Act

B) Indian Penal Code

C) CRPC

D) Uniform Civil Code


উত্তরঃ D) Uniform Civil Code


13. রাষ্ট্রকে সরকারি চাকরির ক্ষেত্রে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করতে কোন অনুচ্ছেদ নির্দেশ দেয়?


A) 42

B) 50

C) 51

D) 39


উত্তরঃ B) 50


14. OCI (Overseas Citizen of India) Category কত সালে চালু হয়?


A) 2004

B) 2009

C) 2005

D) 2010


উত্তরঃ C) 2005


15. ভারতের নাগরিকতা আইন কত সালে প্রণীত হয়?


A) 1950

B) 1955

C) 1956

D) 1958


উত্তরঃ B) 1955


16. রাষ্ট্রপতির বিরুদ্ধে পদচ্যুতির প্রস্তাব আনতে গেলে কতদিন আগে নোটিশ দিতে হয়?


A) 10 দিন

B) 14 দিন

C) 20 দিন

D) 25 দিন


উত্তরঃ B) 14 দিন


17. প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?


A) রাষ্ট্রপতি

B) উপরাষ্ট্রপতি

C) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

D) উপরের কেউই নন


উত্তরঃ A) রাষ্ট্রপতি


18. কত সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়?


A) 1947

B) 1950

C) 1952

D) 1963


উত্তরঃ B) 1950


19. কার সম্মতি ছাড়া সংসদ চত্বরে কোনো সাংসদকে গ্রেফতার করা যায় না?


A) রাষ্ট্রপতি

B) স্পিকার

C) স্বরাষ্ট্রমন্ত্রী

D) প্রধানমন্ত্রী


উত্তরঃ B) স্পিকার


20. পার্লামেন্টের কোন কক্ষের সদস্য না হয়েও কোন ব্যক্তি কতদিনের জন্য মন্ত্রী হতে পারেন?


A) 3 মাসের জন্য

B) 4 মাসের জন্য

C) 5 মাসের জন্য

D) 6 মাসের জন্য


উত্তরঃ D) 6 মাসের জন্য


21. 'Hung Parliament' বা 'ত্রিশঙ্কু পার্লামেন্ট' বলতে কী বোঝায়?


A) সংসদে যখন শুধুমাত্র একটি দলের একক সংখ্যাগরিষ্ঠ থাকে

B) সংসদে যখন একাধিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠন করে

C) সংসদে যখন কোন দলেরই সংখ্যাগরিষ্ঠতা থাকে না

D) কোনোটিই নয়


উত্তরঃ C) সংসদে যখন কোন দলেরই সংখ্যাগরিষ্ঠতা থাকে না


22. কে পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন?


A) প্রধানমন্ত্রী

B) রাষ্ট্রপতি

C) লোকসভার স্পিকার

D) উপরাষ্ট্রপতি


উত্তরঃ C) লোকসভার স্পিকার


23. ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়?


A) 1950 সালের 26 জানুয়ারি

B) 1949 সালের 26 জানুয়ারি

C) 1949 সালের 26 নভেম্বর

D) 1949 সালের 31 ডিসেম্বর


উত্তরঃ C) 1949 সালের 26 নভেম্বর


24. কত সালে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়?


A) 1974

B) 1975

C) 1976

D) 1977


উত্তরঃ C) 1976


25. কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয় ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে?


A) 58

B) 71

C) 79

D) 80


উত্তরঃ C) 79


26. রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?


A) 4

B) 5

C) 6

D) 7


উত্তরঃ C) 6


27. রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন?


A) রাষ্ট্রপতি

B) প্রধানমন্ত্রী

C) স্বরাষ্ট্রমন্ত্রী

D) উপরাষ্ট্রপতি


উত্তরঃ D) উপরাষ্ট্রপতি


28. লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে গেলে কত বছর বয়স্ক হতে হয়?


A) 18

B) 20

C) 25

D) 35


উত্তরঃ C) 25


29. একটি অর্থবিল পার্লামেন্টের কোন কক্ষে উত্থাপন করা যায়?


A) পার্লামেন্টের যেকোনো কক্ষে

B) শুধুমাত্র লোকসভায়

C) শুধুমাত্র রাজ্যসভায়

D) লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে


উত্তরঃ B) শুধুমাত্র লোকসভায়


30. পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য না হয়েও কে পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন?


A) উপরাষ্ট্রপতি

B) সলিসিটর জেনারেল

C) অ্যাটর্নি জেনারেল

D) ভারতের প্রধান বিচারপতি


উত্তরঃ C) অ্যাটর্নি জেনারেল


31. ভারতের রাষ্ট্রপতিকে কে পদচ্যুত করে?


A) পার্লামেন্ট

B) সুপ্রিম কোর্ট

C) কেন্দ্রীয় মন্ত্রীপরিষদ

D) বিশেষ ট্রাইব্যুনাল


উত্তরঃ A) পার্লামেন্ট


32. ভারতের রাজ্য আইনসভার উচ্চকক্ষের (Upper House) নাম কি?


A) লোকসভা

B) রাজ্যসভা

C) বিধানসভা

D) বিধান পরিষদ


উত্তরঃ D) বিধান পরিষদ


33. ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন?


A) ভারতের জনগণের দ্বারা

B) রাজ্যসভার সদস্যের দ্বারা

C) রাজ্য আইনসভার সদস্যের দ্বারা

D) রাজ্যসভা ও লোকসভার সদস্যের দ্বারা


উত্তরঃ D) রাজ্যসভা ও লোকসভার সদস্যের দ্বারা


34. কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ করেন?


A) 72

B) 73

C) 74

D) 75


উত্তরঃ D) 75


35. রাজ্য আইনসভা কখন একটি বিল আইনে পরিণত হয়?


A) যখন স্পিকার স্বাক্ষর করেন

B) যখন রাজ্যপাল স্বাক্ষর করেন

C) যখন মুখ্যমন্ত্রী স্বাক্ষর করেন

D) যখন সেই দপ্তরের মন্ত্রী স্বাক্ষর করেন


উত্তরঃ B) যখন রাজ্যপাল স্বাক্ষর করেন


36. ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন?


A) মন্ত্রী পরিষদের সদস্যরা

B) লোকসভার নির্বাচিত সদস্যরা

C) লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সদস্যরা

D) লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার নির্বাচিত সদস্যরা


উত্তরঃ D) লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার নির্বাচিত সদস্যরা


37. সুপ্রিমকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর?


A) 50

B) 55

C) 60

D) 65


উত্তরঃ D) 65


38. হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন?


A) রাষ্ট্রপতি

B) সেই রাজ্যের রাজ্যপাল

C) সেই রাজ্যের মুখ্যমন্ত্রী

D) কেন্দ্রীয় আইনমন্ত্রী


উত্তরঃ A) রাষ্ট্রপতি


39. ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যার ক্ষমতা কার রয়েছে?


A) রাষ্ট্রপতি

B) সুপ্রিম কোর্ট

C) কেন্দ্রীয় আইনমন্ত্রী

D) লোকসভার স্পিকার


উত্তরঃ B) সুপ্রিম কোর্ট


40. যুগ্ম তালিকা (Concurrent List) এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?


A) অস্ট্রেলিয়ার সংবিধান

B) জার্মানির সংবিধান

C) ব্রিটেনের সংবিধান

D) যুক্তরাষ্ট্রের সংবিধান


উত্তরঃ A) অস্ট্রেলিয়ার সংবিধান


41. কোন অনুচ্ছেদে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করা হয়েছে?


A) 350

B) 368

C) 371

D) 150


উত্তরঃ B) 368


42. কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করেন?


A) 263

B) 257

C) 280

D) 307


উত্তরঃ C) 280


43. কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন (President's Rule) জারি করা হয়?


A) 352

B) 356

C) 360

D) 379


উত্তরঃ B) 356


44. কোন সংবিধান সংশোধনীর আইনের মাধ্যমে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা করা হয়?


A) 71 তম সংবিধান সংশোধনী আইন

B) 72 তম সংবিধান সংশোধনী আইন

C) 73 তম সংবিধান সংশোধনী আইন

D) 74 তম সংবিধান সংশোধনী আইন


উত্তরঃ C) 73 তম সংবিধান সংশোধনী আইন


45. ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তরটি কি?


A) গ্রাম পঞ্চায়েত

B) পঞ্চায়েত সমিতি

C) জেলা পরিষদ

D) জেলা সমিতি


উত্তরঃ A) গ্রাম পঞ্চায়েত


46. কত সালে পশ্চিমবঙ্গের উচ্চকক্ষ বাতিল করা হয়?


A) 1950

B) 1960

C) 1969

D) 1990


উত্তরঃ C) 1969


47. সংবিধানের কোন Part এ পৌরসভার গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে?


A) Part XI

B) Part X

C) Part IX

D) Part IX A


উত্তরঃ D) Part IX A


48. নির্বাচন কমিশনের কমিশনারদের কে নিয়োগ করেন?


A) রাষ্ট্রপতি

B) সুপ্রিম কোর্টের বিচারপতি

C) প্রধানমন্ত্রী

D) স্বরাষ্ট্রমন্ত্রী


উত্তরঃ A) রাষ্ট্রপতি


49. পাবলিক অ্যাকাউন্স কমিটির সভাপতি কে হন?


A) স্পিকার

B) কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল

C) উপরাষ্ট্রপতি

D) বিরোধী দলনেতা


উত্তরঃ D) বিরোধী দলনেতা


50. পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হবার জন্য কত বছর বয়স্ক হতে হয়?


A) 18

B) 21

C) 25

D) 28


উত্তরঃ B) 21


51. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীটি দলত্যাগ বিরোধী আইনের (Anti Defection Law) সাথে যুক্ত?


A) 51 তম সংবিধান সংশোধন

B) 52 তম সংবিধান সংশোধন

C) 53 তম সংবিধান সংশোধন

D) 54 তম সংবিধান সংশোধন


উত্তরঃ B) 52 তম সংবিধান সংশোধন


52. কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দগুলি যুক্ত হয়?


A) 42 তম সংবিধান সংশোধন

B) 45 তম সংবিধান সংশোধন

C) 48 তম সংবিধান সংশোধন

D) 63 তম সংবিধান সংশোধন


উত্তরঃ A) 42 তম সংবিধান সংশোধন


53. কত সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?


A) 1951-1952

B) 1952-1953

C) 1950-1951

D) 1954-1955


উত্তরঃ A) 1951-1952


54. কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে?


A) 60 তম সংবিধান সংশোধন

B) 61 তম সংবিধান সংশোধন

C) 62 তম সংবিধান সংশোধন

D) 63 তম সংবিধান সংশোধন


উত্তরঃ B) 61 তম সংবিধান সংশোধন


55. কোনো রাজ্যের রাজ্যপাল কার কাছে শপথ বাক্য পাঠ করেন?


A) রাষ্ট্রপতি

B) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

C) সেই রাজ্যের মুখ্যমন্ত্রী

D) সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি


উত্তরঃ D) সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি


56. লোকসভার অধিবেশনের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন?


A) মোট সদস্যের অর্ধেক

B) মোট সদস্যের এক চতুর্থাংশ

C) মোট সদস্যের এক পঞ্চমাংশ

D) মোট সদস্যের এক দশমাংশ


উত্তরঃ D) মোট সদস্যের এক দশমাংশ


57. নীতি আয়োগের চেয়ারপার্সন কে?


A) রাষ্ট্রপতি

B) প্রধানমন্ত্রী

C) উপরাষ্ট্রপতি

D) অর্থমন্ত্রী


উত্তরঃ B) প্রধানমন্ত্রী


58. সংবিধানে ভারতের ভাষা গুলিকে কোন তফসিলে স্থান দেওয়া হয়েছে?


A) পঞ্চম তফসিল

B) ষষ্ঠ তফসিল

C) সপ্তম তফসিল

D) অষ্টম তফসিল


উত্তরঃ D) অষ্টম তফসিল


59. সুপ্রিম কোর্ট কোন মামলার রায়ে বলেন যে, প্রস্তাবনা ভারতের সংবিধানের একটি অংশ?


A) মগনভাই ঈশ্বরভাই প্যাটেল মামলা

B) কেশবানন্দ ভারতী মামলা

C) গোপালন বনাম মাদ্রাজ সরকার মামলা

D) কোনোটিই নয়


উত্তরঃ B) কেশবানন্দ ভারতী মামলা


60. কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?


A) রাষ্ট্রপতি

B) প্রধানমন্ত্রী

C) সেই রাজ্যের রাজ্যপাল

D) সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি


উত্তরঃ C) সেই রাজ্যের রাজ্যপাল


61. রাজ্যের প্রধান আইনি আধিকারিক কে?


A) সলিসিডর জেনারেল

B) অ্যাডভোকেট জেনারেল

C) অ্যাটর্নি জেনারেল

D) হাইকোর্টের প্রধান বিচারপতি


উত্তরঃ B) অ্যাডভোকেট জেনারেল


62. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?


A) কানপুর

B) মুম্বাই

C) কলকাতা

D) দিল্লি


উত্তরঃ D) দিল্লি


63. ভারতের স্বাধীনতা আইন কবে ব্রিটেনের রাজকীয় সম্মতি লাভ করে?


A) 1947 সালের 18 জুলাই

B) 1947 সালের 4 সেপ্টেম্বর

C) 1947 সালের 15 আগস্ট

D) 1945 সালের 9 জুলাই


উত্তরঃ A) 1947 সালের 18 জুলাই


64. নিচের কোনটি থেকে ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রণীত হয়েছে?


A) ভারত শাসন আইন, 1935

B) ভারত শাসন আইন, 1912

C) ভারত শাসন আইন, 1858

D) ভারত শাসন আইন, 1833


উত্তরঃ A) ভারত শাসন আইন, 1935


65. কে প্রস্তাবনাকে "ভারতের রাজনৈতিক রাশিফল" হিসেবে উল্লেখ করেছেন?


A) দামোদক বিনায়ক সাভারকর

B) জন অস্টিন

C) গেটেল

D) কে. এম. মুন্সি


উত্তরঃ D) কে. এম. মুন্সি


66. ভারতের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌম শব্দটির অর্থ কি?


A) ভারতকে কোনো বাইরের দেশ নিয়ন্ত্রণ করে

B) ভারত বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি মুক্ত

C) ভারত বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি মুক্ত নয়

D) কোনোটিই নয়


উত্তরঃ B) ভারত বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি মুক্ত


67. "গণতন্ত্র হল জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন" উক্তিটি কার?


A) জন অস্টিন

B) ওয়াশিংটন

C) আব্রাহাম লিঙ্কন

D) রুশো


উত্তরঃ C) আব্রাহাম লিঙ্কন


68. প্রস্তাবনায় লিখিত প্রজাতন্ত্র শব্দটির অর্থ কি?


A) ভারতের কোনো বংশানুক্রমিক শাসক নেই

B) ভারতে বংশানুক্রমিক শাসক রয়েছে

C) ভারতে রাজা বা রানীর অস্তিত্ব রয়েছে

D) কোনোটিই নয়


উত্তরঃ A) ভারতের কোনো বংশানুক্রমিক শাসক নেই


69. সংবিধানের কোন ধারা শিশুশ্রম নিষিদ্ধ করে?


A) 24

B) 25

C) 26

D) 27


উত্তরঃ A) 24


70. পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার কথা নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদে বলা হয়েছে?


A) 40

B) 42

C) 43

D) 48


উত্তরঃ A) 40


71. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে?


A) 41

B) 39

C) 51

D) 39A


উত্তরঃ C) 51


72. ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় নাগরিকত্বের ব্যাখ্যা করা হয়েছে?


A) অনুচ্ছেদ 5 - 11

B) অনুচ্ছেদ 9 - 11

C) অনুচ্ছেদ 2 - 3

D) অনুচ্ছেদ 8 - 15


উত্তরঃ A) অনুচ্ছেদ 5 - 11


73. কোন অনুচ্ছেদ অনুসারে নাগরিকত্বের বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করার অধিকার রয়েছে?


A) অনুচ্ছেদ 9

B) অনুচ্ছেদ 6

C) অনুচ্ছেদ 7

D) অনুচ্ছেদ 11


উত্তরঃ D) অনুচ্ছেদ 11


74. NRI এর পুরো নাম কি?


A) Non Resident Indian

B) Non Residential India

C) New Resident in India

D) None of these


উত্তরঃ A) Non Resident Indian


75. রাষ্ট্রপতির নির্বাচন সংস্থা বা Electoral College কাদের নিয়ে গঠিত হয়?


A) লোকসভার নির্বাচিত সদস্যদের নিয়ে

B) রাজ্যসভার নির্বাচিত সদস্যদের নিয়ে

C) অঙ্গরাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে

D) উপরের সবকটি


উত্তরঃ D) উপরের সবকটি


76. কত নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে সংবিধান লঙ্ঘনের কারণে পার্লামেন্ট অপসারণ করতে পারে?


A) 59

B) 60

C) 61

D) 62


উত্তরঃ C) 61


77. উপরাষ্ট্রপতি নির্বাচন নিম্নের কারা করে?


A) রাজ্যসভা

B) লোকসভা

C) বিধানসভা

D) A & B


উত্তরঃ D) A & B


78. ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম পদত্যাগ করেন?


A) অটল বিহারী বাজপেয়ী

B) মোরারজি দেশাই

C) এইচ ডি দেবগৌড়া

D) পি ভি নরসিমা রাও


উত্তরঃ B) মোরারজি দেশাই


79. কত সালে জাতীয় উন্নয়ন পরিষদ বা National Development Council স্থাপিত হয়?


A) 1947

B) 1950

C) 1952

D) 1958


উত্তরঃ C) 1952


80. রাজ্যসভার কতজন সদস্যকে 2 বছর অন্তর অবসর নিতে হয়?


A) 1/3 সদস্যকে

B) 1/4 সদস্যকে

C) 2/3 সদস্যকে

D) 1/2 সদস্যকে


উত্তরঃ A) 1/3 সদস্যকে


81. নিম্নের কে অর্থবিল এর প্রশ্নে সার্টিফিকেট দিতে পারেন?


A) রাষ্ট্রপতি

B) উপরাষ্ট্রপতি

C) স্পিকার

D) অর্থমন্ত্রী


উত্তরঃ C) স্পিকার


82. ভারতের লোকসভার অধ্যক্ষ (Speaker) নির্বাচিত হন কাদের দ্বারা?


A) রাষ্ট্রপতি দ্বারা

B) প্রধানমন্ত্রী দ্বারা

C) লোকসভার সদস্যদের দ্বারা

D) লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা


উত্তরঃ D) লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা


83. নিম্নের কে 174 নং অনুচ্ছেদ অনুসারে রাজ্য বিধানসভা ভেঙ্গে দিতে পারেন?


A) রাজ্যপাল

B) প্রধানমন্ত্রী

C) রাষ্ট্রপতি

D) মুখ্যমন্ত্রী


উত্তরঃ A) রাজ্যপাল


84. ভারতে কোনো রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয়?


A) 25 বছর

B) 30 বছর

C) 35 বছর

D) 40 বছর


উত্তরঃ C) 35 বছর


85. ভারতের কোনো অঙ্গরাজ্যের আইনসভার অধিবেশন বন্ধ থাকলে অধ্যাদেশকে জারি করতে পারেন?


A) মুখ্যমন্ত্রী

B) রাষ্ট্রপতি

C) রাজ্যপাল

D) রাজ্য আইনমন্ত্রী


উত্তরঃ C) রাজ্যপাল


86. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন?


A) 163 (1) নং ধারা

B) 164 (1) নং ধারা

C) 165 নং ধারা

D) 166 নং ধারা


উত্তরঃ B) 164 (1) নং ধারা


87. মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?


A) বিধানসভার অধ্যক্ষ

B) মুখ্যসচিব

C) রাজ্যপাল

D) রাষ্ট্রপতি


উত্তরঃ C) রাজ্যপাল


88. কতদিন পর্যন্ত বিধানসভা কর্তৃক গৃহীত বিল বিধানপরিষদে আটকে রাখা যায়?


A) 7 দিন পর্যন্ত

B) 12 দিন পর্যন্ত

C) 14 দিন পর্যন্ত

D) 15 দিন পর্যন্ত


উত্তরঃ C) 14 দিন পর্যন্ত


89. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রতিটি অঙ্গরাজ্যের একটি করে আইনসভা রয়েছে?


A) 160 নং

B) 167 নং

C) 180 (1) নং

D) 168 (1) নং


উত্তরঃ D) 168 (1) নং


90. বর্তমানে ভারতের কটি রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট?


A) 4টি

B) 5টি

C) 6টি

D) 7টি


উত্তরঃ C) 6টি


91. কোনো রাজ্যে District Judge কার দ্বারা নিযুক্ত হন?


A) হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারা

B) রাজ্যপাল দ্বারা

C) রাজ্যের কাউন্সিল অফ মিনিস্টারস দ্বারা

D) রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এর দ্বারা


উত্তরঃ B) রাজ্যপাল দ্বারা


92. FIR এর সম্পূর্ণ নাম কি?


A) First Investigation Report

B) First Information Report

C) Fast Investigation Report

D) Final Investment Report


উত্তরঃ B) First Information Report


93. ভারতের বিচার ব্যবস্থার নিম্নতম ফৌজদারি আদালত কি?


A) District Magistrate Court

B) Chief Judicial Magistrate Court

C) Naya Panchayat

D) Consumer Court


উত্তরঃ C) Naya Panchayat


94. সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চান?


A) 143 নং ধারা অনুযায়ী

B) 131 নং ধারা অনুযায়ী

C) 136 নং ধারা অনুযায়ী

D) 132 নং ধারা অনুযায়ী


উত্তরঃ A) 143 নং ধারা অনুযায়ী


95. পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের এলাকায় রয়েছে ________ পর্যন্ত।


A) নাগাল্যান্ড

B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

C) মনিপুর

D) ত্রিপুরা


উত্তরঃ B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ


96. কোথায় প্রথম লোক আদালত গঠিত হয়?


A) রাজস্থান

B) হরিয়ানা

C) পশ্চিমবঙ্গ

D) গুজরাট


উত্তরঃ D) গুজরাট


97. নিম্নের কাকে লোক আদালতের জনক বলা হয়?


A) মহাত্মা গান্ধী

B) জওহরলাল নেহেরু 

C) নেতাজী সুভাষচন্দ্র বসু

D) ডঃ বি আর আম্বেদকর


উত্তরঃ A) মহাত্মা গান্ধী


98. পৌরসভার কার্যনির্বাহী প্রধান কে?


A) চেয়ারম্যান

B) কাউন্সিলর

C) মেয়র

D) কমিশনার


উত্তরঃ A) চেয়ারম্যান


99. কত সালে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73 তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে?


A) 1992 সালে

B) 1993 সালে

C) 1994 সালে

D) 1995 সালে


উত্তরঃ A) 1992 সালে


100. কত সালে কলকাতা পৌরনিগম আইন প্রণীত হয়েছিল?


A) 2000 সালে

B) 1995 সালে

C) 1990 সালে

D) 1980 সালে


উত্তরঃ D) 1980 সালে



সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:


◾ 2002 সালে পাস হওয়া 86 তম সংবিধান সংশোধনীতে 21A অনুচ্ছেদটি মৌলিক অধিকারের যুক্ত করা হয় যেখানে 6 থেকে 14 বছর বয়সি সকল শিশুর বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়।

◾ মৌলিক কর্তব্যে নতুন একটি clause বা উপধারা k যুক্ত করা হয় যাতে বলা হয় পিতা-মাতা বা অভিভাবককে 6 বছর থেকে 14 বছরের সকল শিশুকে শিক্ষার সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। এটি পিতা মাতার কর্তব্য।

◾ গণপরিষদের প্রথম অধিবেশন 9 ডিসেম্বর 1946 সালে দিল্লিতে অনুষ্ঠিত হয় যেখানে কেবলমাত্র 211 জন অংশগ্রহণ করেছিলেন।

◾ সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হন।

◾ গণপরিষদে মোট 22টি কমিটি ছিল।

◾ ডঃ রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন।

◾ ডঃ বি আর আম্বেদকর গণপরিষদের খসড়া কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হন।

◾ ডঃ বি এন রাও গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।

◾ ভারতীয় সংবিধান রচনা করতে গণপরিষদের মোট সময় লাগে 2 বছর 11 মাস 17 দিন।

◾ ভারতের সংবিধান হল পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান।

◾ ভারতীয় গণপরিষদের জনক হলেন ডঃ বি আর আম্বেদকর।

◾ নির্দেশমূলক নীতির ধারণাটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে।

◾ Part IV এ নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করা হয়েছে।

◾ ভারতীয় সংবিধানের প্রায় 75% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট (ভারতশাসন আইন), 1935 থেকে গৃহীত হয়েছে। দেশীয় উৎস ছাড়াও গণপরিষদ বিভিন্ন বিদেশি সংবিধানের মডেল অনুসরণ করে।

◾ 1946 সালের 13ই ডিসেম্বর প্রকাশিত পন্ডিত জওহরলাল নেহেরু এর 'Objective Resolution' এর ভিত্তিতে ভারতের সংবিধানের প্রস্তাবনা তৈরি হয়।

◾ সংবিধান অনুসারে ভারতের মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী।

◾ প্রশাসনিক ক্ষেত্রে ভারতের প্রকৃত প্রধান হলেন প্রধানমন্ত্রী।

◾ প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ হল পাঁচ বছর।

◾ লোকসভা বা রাজ্যসভার সদস্য না হয়েও 6 মাসের জন্য প্রধানমন্ত্রী হওয়া যায়।

◾ রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন প্রধানমন্ত্রী।

◾ প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স হলো 25 বছর।

◾ রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে যোগসূত্র স্থাপন করেন প্রধানমন্ত্রী।

◾ সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করেন প্রধানমন্ত্রী।

◾ অঙ্গরাজ্যের রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশনের সভাপতি ও সদস্য, UPSC Chairman ও সদস্য এবং রাষ্ট্রদূত প্রভৃতি ব্যক্তিরা প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন।

◾ যোজনা কমিশনের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী।

◾ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু।

◾ স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী।

◾ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বিদেশে মারা যান লালবাহাদুর শাস্ত্রী (1966)।

◾ ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী হলেন সর্দার বল্লভভাই প্যাটেল।

◾ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার (Fundamental Rights) এর ধারণাটি গৃহীত হয়েছে।

◾ ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে (Part III), 12 থেকে 35 অনুচ্ছেদে মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে।

◾ 1978 খ্রিস্টাব্দে 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে 31 নম্বর ধারা সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে।

◾ 14 - 18 ধারা ➞ সাম্যের অধিকার

◾ 19 - 22 ধারা ➞ স্বাধীনতার অধিকার

◾ 23 - 24 ধারা ➞ শোষণের বিরুদ্ধে অধিকার

◾ 25 - 28 ধারা ➞ ধর্মীয় স্বাধীনতার অধিকার

◾ 29 - 30 ধারা ➞ সংস্কৃতি ও শিক্ষার অধিকার

◾ 35 ধারা ➞ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার

◾ অনুচ্ছেদ 15 ➞ বর্ণ, জাতি, ধর্ম, স্ত্রী-পুরুষ প্রভৃতি ভিত্তিতে যেকোনো ধরনের বৈষম্য নিষিদ্ধকরণ।

◾ অনুচ্ছেদ 16 ➞ সরকারি চাকরির ক্ষেত্রে সমস্ত নাগরিকদের সমান সুযোগ সৃষ্টি করা।

◾ অনুচ্ছেদ 17 ➞ অস্পৃশ্যতা দূরীকরণ।

◾ অনুচ্ছেদ 19 ➞ বাক স্বাধীনতা।

◾ অনুচ্ছেদ 20 ➞ অপরাধী ব্যাক্তিকে বিধি বহির্ভূতভাবে বা অতিরিক্ত শাস্তির প্রদানে নিষেধাজ্ঞা।

◾ অনুচ্ছেদ 21 ➞ ব্যক্তি স্বাধীনতা এবং জীবন রক্ষা

◾ অনুচ্ছেদ 21A ➞ 6 থেকে 14 বছরের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা আবশ্যিক।

◾ অনুচ্ছেদ 22 ➞ কোন ব্যক্তিকে গ্রেফতার করা হলে তাকে গ্রেফতারের কারণ জানাতে হবে ও 24 ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করতে হবে।

◾ অনুচ্ছেদ 32 ➞ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার

◾ 1949 সালের 26 নভেম্বর ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয় তাই 26 নভেম্বর দিনটিকে "সংবিধান দিবস" এবং "জাতীয় আইন দিবস" হিসেবে পালন করা হয়।

◾ 1930 সালের 26 জানুয়ারি লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি পাস করেছিল তাই এই দিনটিকে স্মরণ করে 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান ভারত সরকার দ্বারা গৃহীত হয়, অর্থাৎ কার্যকর হয়। 26 জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।

◾ মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে IV-A পার্টে আলোচনা করা হয়েছে।

◾ এই মৌলিক কর্তব্যের ধারণাটি তৎকালীন USSR বা সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে।

◾ পার্ট IV-A ভারতীয় সংবিধানের 42 তম সংশোধনীর মাধ্যমে 4976 সালে যুক্ত হয়।

◾ তখন সংবিধানে 10টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ ছিল।

◾ 2002 সালের 86 তম সংবিধান সংশোধনীতে একটি কর্তব্য যুক্ত হয়ে মোট সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 11টি।

◾ ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম সংসদ বা Parliament.

◾ ভারতের সংবিধানের Part - V এর Chapter II এ ভারতের পার্লামেন্ট এবং আইন বিভাগীয় কাজ কর্মের বিস্তারিত আলোচনা করা হয়েছে।

◾ ভারতের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এটি দুটি কক্ষ নিয়ে গঠিত। এর মধ্যে উচ্চকক্ষটি হল রাজ্যসভা এবং নিম্নকক্ষটি হল লোকসভা।

◾ সংবিধানের 79 নং অনুচ্ছেদ অনুসারে ভারতের সংসদ রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা নিয়ে গঠিত।

◾ অর্থাৎ রাষ্ট্রপতি শাসন বিভাগে থেকেও তিনি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ।

◾ রাজ্যসভার সদস্য হতে গেলে বয়স কমপক্ষে 30 হতে হবে।

◾ প্রতি দুই বছর অন্তর রাজ্যসভার এক-তৃতীয়াংশ সদস্যরা অবসর গ্রহণ করেন।

◾ অনুচ্ছেদ 63 অনুযায়ী ভারতের শাসনব্যবস্থায় রাষ্ট্রপতির পরেই উপরাষ্ট্রপতি রয়েছেন।

◾ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন।

◾ উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে।

◾ উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হল 5 বছর। (Article 67)

◾ ভারতের উপরাষ্ট্রপতির পদটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে।

◾ ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনখড়। ইনি ভারতের 14 তম উপরাষ্ট্রপতি।

◾ মৃত্যু, পদত্যাগ, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে রাষ্ট্রপতির পথ শূন্য হলে উপরাষ্ট্রপতি সেই পদের কার্যভার গ্রহণ করবেন। (Article 65)

◾ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভার সভাপতি হন। (Article 64)

◾ লোকসভার সদস্যরা প্রাপ্তবয়স্ক (18 বছর) ভোটারদের প্রত্যক্ষ ভোট দানের মাধ্যমে নির্বাচিত হন।

◾ লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হল 552 জন।

◾ তার মধ্যে অঙ্গরাজ্য গুলি থেকে সর্বাধিক 530 জন এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বাধিক 20 জন নির্বাচিত হন। পূর্বে রাষ্ট্রপতি 2 জন ইঙ্গ-ভারতীয়কে মনোনীত করতে পারতেন। বর্তমানে এটি 104 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছে।

◾ লোকসভায় অধ্যক্ষ (Speaker) সভাপতিত্ব করেন।

◾ সংবিধানের 110 নং অনুচ্ছেদে অর্থ বিল (Money Bill) সম্পর্কে আলোচনা করা হয়েছে।

◾ কোন বিল অর্থ বিল কিনা সেটা নির্ধারণ করেন লোকসভার স্পিকার।

◾ লোকসভায় অর্থ বিল উত্থাপনের জন্য রাষ্ট্রপতির অনুমতি নিতে হয়।

◾ ভারতীয় সংবিধানের 76 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন।

◾ অ্যাটর্নি জেনারেল লোকসভার বা ক্যাবিনেটের সদস্য নন। তিনি সংসদের ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারেন না।

◾ অ্যাটর্নি জেনারেল ভারতের সর্বোচ্চ আইনি আধিকারিক।

◾ সংসদের উভয় কক্ষে তিনি তার বক্তব্য পেশ করতে পারেন।

◾ 52 নং অনুচ্ছেদে বলা হয়েছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন।

◾ ভারতের রাষ্ট্রপতি হলেন প্রতিরক্ষা বাহিনীর (স্থল সেনা নৌ সেনা ও বায়ু সেনা) সর্বাধিনায়ক (Supreme Commander).

◾ ভারতের প্রথম রাষ্টপতি হলেন রাজেন্দ্র প্রসাদ।

◾ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল।

◾ ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু।

◾ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে।

◾ রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হল 5 বছর।

◾ রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দেন।

◾ রাষ্ট্রপতির মৃত্যু বা পদত্যাগের ফলে তার পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করেন।

◾ 61 অনুচ্ছেদ অনুসারে পার্লামেন্ট রাষ্ট্রপতিকে পদচ্যুত (Impeach) করতে পারে।

◾ কেন্দ্রীয় আইনসভার মতো রাজ্যেও আইনসভার দুটি কক্ষ রয়েছে।

◾ রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল বিধান পরিষদ এবং নিম্নকক্ষ হল বিধানসভা।

◾ উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে।


✤ রাষ্ট্রপতির নির্বাচন (Article 54 & 55):


▶ ভারতের জনগণের নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ সাংসদ এবং বিধায়করা রাষ্ট্রপতির নির্বাচন করেন।

▶ একটি নির্বাচক মণ্ডলী (Electoral College) দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন। (Article 54)


এই নির্বাচক মন্ডলী তৈরি হবে নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে-

✦ সংসদের উভয় কক্ষের (লোকসভা ও রাজ্যসভা) নির্বাচিত সদস্যগণ (MP)

✦ অঙ্গরাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যগণ (MLA)

✦ যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল গুলির (দিল্লী, পুদুচেরি, জম্মু-কাশ্মীর) বিধানসভা রয়েছে, তাদের নির্বাচিত সদস্য। 1992 সালে 70 তম সংবিধান সংশোধনীর দ্বারা এই ব্যবস্থাটি যুক্ত হয়েছে। 1995 সালে 1 জুন থেকে এটি চালু হয়।


◾ ভারতের সুপ্রিম কোর্টের পূর্ব নাম ছিল ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত (Federal Court of India) 1937 - 1950.

◾ 124 নং অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয়েছে।

◾ ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1950 সালের 28 জানুয়ারি।

◾ 124 (1) অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকবেন তা নির্ধারণ করতে পারে পার্লামেন্ট।

◾ সুপ্রিম কোর্টের সর্বাধিক বিচারপতি সংখ্যা হল 34 (33+1 জন প্রধান বিচারপতি)।

◾ ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম হল বিচারপতি হরিলাল জেকিসুন্দাস কানিয়া।

◾ সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন বিচারপতি ফাতিমা বিবি।

◾ সংবিধানের 141 নং অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট দ্বারা ঘোষিত রায় দেশের সমস্ত আদালত মানতে বাধ্য।


✤ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট দ্বারা জারি করা 5টি লেখ (Writs):


1) Habeas Corpus বা বন্দি প্রত্যক্ষীকরণ:- বিচার ছাড়া অনির্দিষ্টকালের জন্য কোনো ব্যক্তিকে আটক করে রাখা যায় না। আইনিভাবে কোনো ব্যক্তিকে বন্দি করে রাখা হয়েছে কিনা তা জানার উদ্দেশ্যে এই লেখ জারি করা হয়। ব্যক্তিকে স্বশরীরে আদালতে হাজিরা দিতে হয়। আইনিভাবে বন্দি না হলে সেই ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়।


2) Mandamus বা পরমাদেশ:- এই লেখ জারি করে সুপ্রিম কোর্ট কোন সরকারি কর্মীকে নিজের দায়িত্ব পালন করার আদেশ দিতে পারেন।


3) Prohibition বা প্রতিষেধ:- এই লেখ জারির মাধ্যমে উচ্চ আদালত নিম্ন আদালতকে নিজের এলাকা বা এক্তিয়ারের মধ্যে থাকতে বাধ্য করে।


4) Certiorari বা উৎপ্রেষণ:- এই লেখ জারির মাধ্যমে নিম্ন আদালতে বিচারাধীন কোনো মামলার কার্যবিবরণীর নথি উচ্চ আদালতে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়।


5) Quo-Warranto বা অধিকার-পৃচ্ছা:- এটি এক ধরনের নিষেধাজ্ঞাপত্র (injunction)। রাজ্য সরকারের অধীন কোনো পদের জন্য কোনো ব্যক্তির বৈধ যোগ্যতা আছে কিনা তা দেখার জন্য আদালত লেখ জারি করে।


◾ হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর।

◾ সুপ্রিমকোর্টকে ভারতের সংবিধানের অভিভাবক এবং মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয়।

◾ সপ্তম তফশিলে তিনটি তালিকা (কেন্দ্র, রাজ্য ও যুগ্ম) মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকার গুলির মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে।

◾ ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিটি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে গৃহীত হয়েছে।

◾ এটি সংবিধানের Part XX এ রয়েছে।

◾ সংবিধানের 280 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন।

◾ একজন সভাপতি এবং 4 জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়।

◾ অর্থ কমিশনের সদস্যদের নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি।

◾ অর্থ কমিশনের কার্যকালের মেয়াদ হল 5 বছর।

◾ ভারতের রাষ্ট্রপতির হাতে তিন ধরনের জরুরি অবস্থা জারির ক্ষমতা প্রদান করা হয়েছে।

1) জাতীয় জরুরি অবস্থা বা National Emergency (352)

2) রাজ্যভিত্তিক জরুরি অবস্থা বা State Emergency (356) / President's Rule

3) অর্থনৈতিক জরুরি অবস্থা বা Financial Emergency (360)

◾ 1992 সালে 73 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে Part IX (243 - 243O) যুক্ত হয় যেখানে পঞ্চায়েতিরাজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

◾ ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা হল-

1) গ্রাম স্তর - গ্রাম পঞ্চায়েত

2) ব্লক স্তর - পঞ্চায়েত সমিতি

3) জেলা স্তর - জেলা পরিষদ

◾ 1992 সালে 74 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে Part IX A (243P - 243ZG)যুক্ত হয় যেখানে মিউনিসিপ্যালিটির গঠন, বিভিন্ন ওয়ার্ড ও কমিটির সমূহের গঠন, আসন সংরক্ষণ, কাউন্সিলরদের কার্যকাল, যোগ্যতা ইত্যাদি আলোচনা করা হয়েছে।

◾ Part XV এ ভারতের নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে।

◾ নির্বাচন কমিশন লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, রাজ্য বিধান পরিষদ, এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করে ও দেখাশোনা করে।

◾ 1950 সালের 25 জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়।

◾ সেই কারণে 25 জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়।

◾ ভারতের নির্বাচন কমিশন একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন ডেপুটি নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয়।

◾ এরা প্রত্যেকেই রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন।

◾ নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত (যেটি আগে হবে)।

◾ নির্বাচন কমিশন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা এবং বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত করে (326 নং ধারা)।

◾ নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন করে।

◾ Public Accounts Committee (সরকারি হিসাব পরীক্ষা কমিটি) এর সদস্য সংখ্যা হল 22।

◾ 1985 সালে প্রণীত 52 তম সংবিধান সংশোধনটি দলত্যাগ বিরোধী আইন বা Anti Defection Law এর সাথে যুক্ত।

◾ এই বিলটি তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দ্বারা লোকসভায় উত্থাপিত করা হয়।

◾ এই সংশোধনীতে দশম তফসিল যুক্ত করে দলত্যাগের সংজ্ঞা নির্ধারণ করা হয় এবং দলত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়।

◾ এই আইনে 101, 102, 190 ও 191 অনুচ্ছেদগুলি সংশোধন করা হয়।

◾ কেন্দ্রীয় আইনসভার, রাজ্য আইনসভার যেকোনো কক্ষের যেকোনো সদস্য যে রাজনৈতিক দলের দ্বারা মনোনীত হয়েছেন সেই দল ত্যাগ করলে সংশ্লিষ্ট সদস্য তার সদস্যপদ হারাবেন।

◾ নির্দল প্রার্থী (Independent Candidate) হিসেবে নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট সদস্য কোনো রাজনৈতিক দলে যোগ করলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে।

◾ 42 তম সংবিধান সংশোধন আইন 1976 সালে প্রণীত হয়।

◾ এই সংবিধান সংশোধনী আইনটিকে 'সংবিধানের ক্ষুদ্র সংস্করণ' বা 'Mini Constitution' বলা হয়।

 ◾ প্রস্তাবনায় সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র শব্দগুলির সাথে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ যুক্ত করা হয়।

◾ প্রস্তাবনার শেষের দিকে জাতীয় ঐক্য এর সাথে 'সংহতি' কথাটি ব্যবহার করা হয়।

◾ Part IVA অর্থাৎ মৌলিক কর্তব্য যুক্ত করা হয়।

◾ এই সংশোধনীতে বলা হয় মন্ত্রিসভার পরামর্শ মত কাজ করতে রাষ্ট্রপতি বাধ্য থাকবেন।

◾ 61 তম সংবিধান সংশোধন 1989 সালে প্রণীত হয় যেখানে 326 অনুচ্ছেদ সংশোধন করে ভোটাধিকার অর্জনের বয়সসীমা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়।

◾ বছরে অন্তত দুবার পার্লামেন্টের অধিবেশন ডাকতে হয়।

◾ পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক 6 মাসের ব্যবধান থাকতে পারে।

◾ প্রথম অধিবেশন - বাজেট অধিবেশন (Budget Session)।

◾ এটি সংসদের দীর্ঘতম অধিবেশন।

◾ এই অধিবেশন জানুয়ারির শেষের দিকে শুরু হয় এবং এপ্রিলের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহে শেষ হয়।

◾ দ্বিতীয় অধিবেশন - বর্ষাকালীন অধিবেশন (Monsoon Session)

◾ এটি সাধারণত জুলাই মাসে শুরু হয় এবং আগস্টে শেষ হয়।

◾ তৃতীয় অধিবেশন - শীতকালীন অধিবেশন (Winter Session)

◾ এই অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

◾ সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান হতে পারে 6 মাস।

◾ ভারতের কোন জাতীয় ভাষা নেই।

◾ সংবিধানের অষ্টম তফসিলে 22টি ভাষাকেই সমান স্বীকৃতি দেওয়া হয়েছে।

◾ 1973 সালে সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী মামলার রায়ে বলেন 368 ধারা অনুযায়ী পার্লামেন্ট সংবিধান এবং প্রস্তাবনা সংশোধন করতে পারলেও তার মৌলিক কাঠামোকে পরিবর্তন করতে পারবে না।

◾ এই মামলাতেই সুপ্রিম কোর্ট সর্বপ্রথম বলেন, যে প্রস্তাবনা সংবিধানের একটি অংশ।

◾ সংবিধানের 165 নং অনুচ্ছেদে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কথা বলা হয়েছে।

◾ অ্যাডভোকেট জেনারেল হলেন অঙ্গরাজ্যের সরকারের প্রধান আইনি আধিকারিক।

◾ 213 অনুচ্ছেদ অনুসারে আইনসভার অধিবেশন বন্ধ থাকলে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাজ্যপালের রয়েছে।

◾ বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার এবং উত্তরপ্রদেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad