Ads Area

20th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

20th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

20th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
20th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

20th May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



20th May 2023 - Daily Current Affairs in Bengali


1. কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হতে চলেছেন?


A) সদানন্দ গৌরা

B) বি এস ইয়েদুরাপ্পা

C) ধরম সিং

D) সিদ্দারামাইয়া


উত্তরঃ A) এন চন্দ্রশেখরন


2. South Asian Youth Table Tennis Championship 2023 কোথায় অনুষ্ঠিত হলো?


A) ইটানগর

B) শিলং

C) সিমলা

D) দেরাদুন


উত্তরঃ A) ইটানগর


3. কোন রাজ্যে ভারতের বৃহত্তম সেতু তৈরি হল?


A) সিকিম

B) তামিলনাড়ু

C) উত্তরাখণ্ড

D) উত্তর প্রদেশ


উত্তরঃ B) তামিলনাড়ু


4. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন নোটকে 1 অক্টোবর 2023 থেকে বাতিল করার ঘোষণা করল?


A) 2000 টাকা

B) 200 টাকা

C) 500 টাকা

D) 100 টাকা


উত্তরঃ A) 2000 টাকা


5. ভারতের প্রথম কোন রাজ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম (MGNREGS) এর জন্য ওয়েলফেয়ার ফান্ড লঞ্চ করল?


A) উত্তর প্রদেশ

B) ওড়িশা

C) আসাম

D) কেরালা


উত্তরঃ D) কেরালা


6. My Life in Design শিরোনামে বইটির লেখক কে?


A) গৌরী খান

B) কিরণ মজুমদার

C) মিচেল ওবামা

D) সমরেশ বসু


উত্তরঃ A) গৌরী খান


7. নতুন কেন্দ্রীয় আইনমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?


A) অর্জুন রাম মেঘওয়াল

B) ধর্মেন্দ্র প্রধান

C) অশ্বিনী বৈষ্ণব

D) অনুরূপ ঠাকুর


উত্তরঃ A) অর্জুন রাম মেঘওয়াল


8. G7 Summit 2023 কোথায় অনুষ্ঠিত হবে?


A) টোকিও

B) হিরোশিমা

C) নিউইয়র্ক

D) লন্ডন


উত্তরঃ B) হিরোশিমা


9. জাতিসংঘ কত সালের মধ্যে প্লাস্টিক দূষণ 80% কমাতে "রোড ম্যাপ" প্রকাশ করল?


A) 2035

B) 2040

C) 2025

D) 2030


উত্তরঃ B) 2040


10. বিশ্ব ব্যাঙ্ক ভারতের জুনোটিক রোগ নিয়ন্ত্রণের জন্য কত মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করল?


A) 82 মিলিয়ন মার্কিন ডলার

B) 45 মিলিয়ন মার্কিন ডলার

C) 75 মিলিয়ন মার্কিন ডলার

D) 56 মিলিয়ন মার্কিন ডলার


উত্তরঃ A) 82 মিলিয়ন মার্কিন ডলার



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad