প্রাচীন ও মধ্যযুগে প্রচলিত ভারতের বিভিন্ন মুদ্রাসমূহ
প্রাচীন ও মধ্যযুগে প্রচলিত ভারতের বিভিন্ন মুদ্রাসমূহ |
বাংলা জিকে ডায়েরি 📘
নমস্কার বন্ধুরা,
এই পোস্টে আমরা প্রাচীন ও মধ্যযুগের প্রচলিত ভারতের বিভিন্ন মুদ্রাসমূহ এর সুন্দর একটি তালিকা আপনাদের জন্য উপস্থাপন করলাম। এই তালিকায় প্রাচীন ও মধ্যযুগে প্রচলিত বিভিন্ন মুদ্রার নাম, মুদ্রায় ব্যবহৃত ধাতু এবং মুদ্রাগুলির প্রচলনের সময়কাল সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে। আগামী পরীক্ষাগুলিতে এই বিষয় থেকে আশা প্রশ্নগুলির সমাধানের জন্য নিচের তালিকাটি একবার দেখে নিন।
প্রাচীন ও মধ্যযুগে প্রচলিত ভারতের বিভিন্ন মুদ্রাসমূহ
মুদ্রার নাম | ব্যবহৃত ধাতু | প্রচলনের সময়কাল |
---|---|---|
মনা | সোনা | ঋকবৈদিক ও পরবর্তী বৈদিক যুগ |
শতমান | সোনা | পরবর্তী বৈদিক যুগ |
নিষ্ক | সোনা | ঋকবৈদিক যুগ |
সুবর্ণ | সোনা | মৌর্য ও গুপ্ত যুগ |
কৃষ্ণল | সোনা | পরবর্তী বৈদিক যুগ |
দারিক বা দ্রাক্ষমা | রৌপ্য | মৌর্য যুগ |
পেটিন | সিসা | সাতবাহন শাসনকাল |
ক্যাশু | সোনা | চোল শাসনকাল |
নারায়ণী | রৌপ্য | পাল শাসনকাল |
পুরাণ | রৌপ্য | সেন যুগ |
দ্রম্ম | রৌপ্য/td> | পাল ও সেন যুগ |
ধরণ | রৌপ্য | পাল যুগ |
কাকণিক | তাম্র | মৌর্য যুগ |
মাশক | তাম্র | মৌর্য যুগ |
রূপক | রৌপ্য | গুপ্ত যুগ |
দিনার | সোনা | গুপ্ত যুগ |
জিতল | তামা | দাস (ইলতুৎমিস) ও তুঘলক বংশ (মহম্মদ বিন তুঘলক) |
তঙ্কা | রৌপ্য | দাস (ইলতুৎমিস) ও তুঘলক বংশ (মহম্মদ বিন তুঘলক) |
দিনার | সোনা | তুঘলক বংশ (মহম্মদ বিন তুঘলক) |
রূপি | রৌপ্য | শূর বংশ (শেরশাহ) |
দাম | তামা | শূর বংশ (শেরশাহ) |
আদালি | রৌপ্য | তুঘলক বংশ (মহম্মদ বিন তুঘলক) |
শাহরুখি বা দিরহাম | রৌপ্য | মুঘল (বাবর ও হুমায়ুন) |
আশরফি | সোনা | শূর (শেরশাহ) ও মুঘল (আকবর) |
ইলাহি | রৌপ্য/td> | মুঘল (আকবর) |
Read More...
◾ ভারতের উল্লেখযোগ্য হ্রদগুলির নামের তালিকা
◾ বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখার তালিকা
◾ ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ শিলালিপি গুলির তালিকা
◾ 180+ বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও লেখকদের ছদ্মনাম
◾ গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস
Please do not enter any spam link in the comment box.