ভারতের প্রধান প্রধান বন্দর সমূহ - Major Ports of India in Bengali
![]() |
ভারতের প্রধান প্রধান বন্দর সমূহ - Major Ports of India in Bengali |
জলপথ পরিবহণ:
◾ ভারতে বর্তমানে নৌ চলাচলযোগ্য জলপথের দৈর্ঘ্য হল প্রায় ১৪,৫০০ কিমি।
◾ বর্তমানে ৩৭০০ কিমি নৌ চলাচল যোগ্য নদীপথ রয়েছে এবং আগামী দিনে ২০০০ কিমি নৌ চলাচলযোগ্য নদীপথ তৈরীর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
◾ ভারতের জলপথ, নৌপরিবহণের প্রশাসনিক কার্যাবলী নিয়ন্ত্রণের জন্য শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠিত হয়েছে। নীচে তার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেওয়া হল-
শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া (SCI)-
◾ প্রতিষ্ঠাকাল: 2 অক্টোবর 1961
◾ সদর কার্যালয়: মুম্বাই
◾ 18 সেপ্টেম্বর 1992 থেকে সংস্থাটি সরকারি সংস্থার মর্যাদা লাভ করে।
◾ 2000-এর 28 ফেব্রুয়ারি ভারত সরকার ভারতীয় জাহাজ নিগমকে মিনিরত্ন মর্যাদা দান করে।
◾ এই সংস্থাটি ভারতের জলপথ, নৌপরিবহণের প্রশাসনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে।
ভারতের প্রধান প্রধান বন্দর সমূহ
উপকূলের নাম | বন্দরের নাম | প্রতিষ্ঠা কাল | অবস্থান |
---|---|---|---|
পূর্ব উপকূল | পারাদ্বীপ পোর্ট অথরিটি | ১৯৬৬ | পারাদ্বীপ (ওড়িশা) |
হলদিয়া পোর্ট ট্রাস্ট | ১৯৬৭ | হলদিয়া (পশ্চিমবঙ্গ) | |
বিশাখাপত্তনম পোর্ট ট্রাস্ট | ১৯৩৩ | বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) | |
শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট | ১৮৭০ | কলকাতা (পশ্চিমবঙ্গ) | |
কারিকল বন্দর | ২০০৯ | কারিকল (পদুচেরি) | |
চেন্নাই পোর্ট ট্রাস্ট | ১৮৮১ | চেন্নাই (তামিলনাড়ু) | |
ভি ও চিদম্বরানার পোর্ট ট্রাস্ট | ১৯৭৪ | থুতুকুডি (তামিলনাড়ু) | |
গোপালপুর বন্দর | ২০১৩ | ছত্রপুর (ওড়িশা) | |
গঙ্গাভারাম বন্দর | ২০০৯ | বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) | |
কাকিনাড়া বন্দর | ১৯৯৯ | পূর্ব গোদাবরী (অন্ধ্রপ্রদেশ) | |
কাট্টুপাল্লি বন্দর | ২০১২ | কাট্টুপাল্লি (তামিলনাড়ু) | |
মুম্বাই পোর্ট ট্রাস্ট | ১৮৭৩ | মুম্বাই (মহারাষ্ট্র) | |
মুন্দ্রা বন্দর | ১৯৯৮ | মুন্দ্রা (গুজরাট) | |
দীনদয়াল পোর্ট ট্রাস্ট | ১৯৬৫ | কান্ডালা (গুজরাট) | |
পশ্চিম উপকূল | জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট | ১৯৮৮ | নাভিমুম্বাই (মহারাষ্ট্র) |
জেএসডব্লিউ জায়গাড় বন্দর | ২০০৬ | রত্নগিরি (মহারাষ্ট্র) | |
নিউ ম্যাঙ্গালুরু পোর্ট ট্রাস্ট | ১৯৭৪ | ম্যাঙ্গালুরু (কর্ণাটক) | |
জেএসডব্লিউ ধরমতার | - ২০১২ | আলিবাগ (মহারাষ্ট্র) | |
কোচিন পোর্ট ট্রাস্ট | ১৯২৮ | কোচি (কেরল) | |
হাজিরা পোর্ট ট্রাস্ট | ২০১৩ | হাজিরা (গুজরাট) | |
দিঘি বন্দর | ২০০০ | রাইগাদ (মহারাষ্ট্র) | |
মার্মাগাঁও পোর্ট ট্রাস্ট | ১৯৮৫ | মার্মাগাঁও (গোয়া) | |
দাহেজ বন্দর | ২০১০ | ভুজ (গুজরাট) | |
টুনা বন্দর | ২০২২ | টুনা (গুজরাট) |
Read More...
◾ ভারতের রেলওয়ে জোন ও হেডকোয়ার্টার
◾ সংসদ এবং রাজ্য বিধানসভার বিল পাশের বিভিন্ন পদ্ধতি
◾ ভারতে প্রচলিত দেশীয় লিপি বা লেখসমূহ
◾ প্রাচীন ও মধ্যযুগে প্রচলিত ভারতের বিভিন্ন মুদ্রাসমূহ
◾ এক নজরে ২০২৩ এর বিশ্বকাপ - ICC World Cup 2023
Please do not enter any spam link in the comment box.