Ads Area

ভারতের প্রধান প্রধান বন্দর সমূহ - Major Ports of India in Bengali

ভারতের প্রধান প্রধান বন্দর সমূহ - Major Ports of India in Bengali

ভারতের প্রধান প্রধান বন্দর সমূহ - Major Ports of India in Bengali
ভারতের প্রধান প্রধান বন্দর সমূহ - Major Ports of India in Bengali

জলপথ পরিবহণ:

◾ ভারতে বর্তমানে নৌ চলাচলযোগ্য জলপথের দৈর্ঘ্য হল প্রায় ১৪,৫০০ কিমি।

◾ বর্তমানে ৩৭০০ কিমি নৌ চলাচল যোগ্য নদীপথ রয়েছে এবং আগামী দিনে ২০০০ কিমি নৌ চলাচলযোগ্য নদীপথ তৈরীর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

◾ ভারতের জলপথ, নৌপরিবহণের প্রশাসনিক কার্যাবলী নিয়ন্ত্রণের জন্য শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠিত হয়েছে। নীচে তার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেওয়া হল-শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া (SCI)-

◾ প্রতিষ্ঠাকাল: 2 অক্টোবর 1961

◾ সদর কার্যালয়: মুম্বাই

◾ 18 সেপ্টেম্বর 1992 থেকে সংস্থাটি সরকারি সংস্থার মর্যাদা লাভ করে।

◾ 2000-এর 28 ফেব্রুয়ারি ভারত সরকার ভারতীয় জাহাজ নিগমকে মিনিরত্ন মর্যাদা দান করে।

◾ এই সংস্থাটি ভারতের জলপথ, নৌপরিবহণের প্রশাসনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে।ভারতের প্রধান প্রধান বন্দর সমূহ


উপকূলের নাম বন্দরের নাম প্রতিষ্ঠা কাল অবস্থান
পূর্ব উপকূল পারাদ্বীপ পোর্ট অথরিটি ১৯৬৬ পারাদ্বীপ (ওড়িশা)
হলদিয়া পোর্ট ট্রাস্ট ১৯৬৭ হলদিয়া (পশ্চিমবঙ্গ)
বিশাখাপত্তনম পোর্ট ট্রাস্ট ১৯৩৩ বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ)
শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট ১৮৭০ কলকাতা (পশ্চিমবঙ্গ)
কারিকল বন্দর ২০০৯ কারিকল (পদুচেরি)
চেন্নাই পোর্ট ট্রাস্ট ১৮৮১ চেন্নাই (তামিলনাড়ু)
ভি ও চিদম্বরানার পোর্ট ট্রাস্ট ১৯৭৪ থুতুকুডি (তামিলনাড়ু)
গোপালপুর বন্দর ২০১৩ ছত্রপুর (ওড়িশা)
গঙ্গাভারাম বন্দর ২০০৯ বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ)
কাকিনাড়া বন্দর ১৯৯৯ পূর্ব গোদাবরী (অন্ধ্রপ্রদেশ)
কাট্টুপাল্লি বন্দর ২০১২ কাট্টুপাল্লি (তামিলনাড়ু)
মুম্বাই পোর্ট ট্রাস্ট ১৮৭৩ মুম্বাই (মহারাষ্ট্র)
মুন্দ্রা বন্দর ১৯৯৮ মুন্দ্রা (গুজরাট)
দীনদয়াল পোর্ট ট্রাস্ট ১৯৬৫ কান্ডালা (গুজরাট)
পশ্চিম উপকূল জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট ১৯৮৮ নাভিমুম্বাই (মহারাষ্ট্র)
জেএসডব্লিউ জায়গাড় বন্দর ২০০৬ রত্নগিরি (মহারাষ্ট্র)
নিউ ম্যাঙ্গালুরু পোর্ট ট্রাস্ট ১৯৭৪ ম্যাঙ্গালুরু (কর্ণাটক)
জেএসডব্লিউ ধরমতার - ২০১২ আলিবাগ (মহারাষ্ট্র)
কোচিন পোর্ট ট্রাস্ট ১৯২৮ কোচি (কেরল)
হাজিরা পোর্ট ট্রাস্ট ২০১৩ হাজিরা (গুজরাট)
দিঘি বন্দর ২০০০ রাইগাদ (মহারাষ্ট্র)
মার্মাগাঁও পোর্ট ট্রাস্ট ১৯৮৫ মার্মাগাঁও (গোয়া)
দাহেজ বন্দর ২০১০ ভুজ (গুজরাট)
টুনা বন্দর ২০২২ টুনা (গুজরাট)Read More...

ভারতের রেলওয়ে জোন ও হেডকোয়ার্টার

সংসদ এবং রাজ্য বিধানসভার বিল পাশের বিভিন্ন পদ্ধতি

ভারতে প্রচলিত দেশীয় লিপি বা লেখসমূহ

প্রাচীন ও মধ্যযুগে প্রচলিত ভারতের বিভিন্ন মুদ্রাসমূহ

এক নজরে ২০২৩ এর বিশ্বকাপ - ICC World Cup 2023


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad