Ads Area

WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 4

WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 4

WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 4
WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 4

WBCS (West Bengal Civil Service) পরীক্ষার জন্য Indian History GK একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি প্রাচীন, মধ্যযুগীয় ও আধুনিক ভারতের ইতিহাস কভার করে, যেখানে বৈদিক সভ্যতা, মুঘল শাসন, ব্রিটিশ উপনিবেশবাদ, স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনোত্তর ভারতের ঘটনাবলী অন্তর্ভুক্ত থাকে। 


📌 প্রাচীন ভারত: সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, মহাজনপদ, মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের উত্থান-পতন, ধর্ম ও সংস্কৃতি (বৌদ্ধ ও জৈন ধর্ম)।


📌 মধ্যযুগীয় ভারত: দিল্লির সালতানাত, বিজয়নগর সাম্রাজ্য, মুঘল শাসন, মারাঠা শক্তির উত্থান, বাংলার নবাব ও ব্রিটিশ আগ্রাসন।


📌 আধুনিক ভারত: ব্রিটিশ শাসন, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আন্দোলন, ১৮৫৭ সালের বিদ্রোহ, জাতীয়তাবাদী আন্দোলন, গান্ধীজীর ভূমিকা, স্বাধীনতা সংগ্রাম এবং ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা।


WBCS প্রিলিমিনারি ও মেইন পরীক্ষায় ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, বিশেষ করে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন, স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায় এবং বাংলার ইতিহাসের উপর জোর দেওয়া হয়। সঠিক প্রস্তুতির জন্য NCERT বই, ইতিহাসের রেফারেন্স বই এবং বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করা অত্যন্ত দরকারি।


এই পর্বে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। অনুগ্রহ করে সম্পূর্ণ প্রশ্ন উত্তর গুলি একবার দেখে নিন।


WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 4


1. নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?


(a) বিম্বিসার

(b) মহাপদ্মানন্দ

(c) অজাতশত্রু

(d) ধননন্দ


Ans: (b) মহাপদ্মানন্দ


2. প্রাচীন ভারতে কে 'অমিত্রাঘাত' উপাধি ধারণ করেছিলেন?


(a) অজাতশত্রু

(b) চন্দ্রগুপ্ত মৌর্য

(c) বিন্দুসার

(d) অশোক


Ans: (c) বিন্দুসার


3. মথুরা স্কুল অফ আর্ট কবে বিকাশ লাভ করে?


(a) শুঙ্গ কাল

(b) সাতবাহন যুগ

(c) সাকা কাল

(d) কুষাণ যুগ


Ans: (d) কুষাণ যুগ


4. গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে?


(a) চন্দ্রগুপ্ত প্রথম

(b) শ্রীগুপ্ত

(c) সমুদ্রগুপ্ত

(d) স্কন্দগুপ্ত


Ans: (b) শ্রীগুপ্ত


5. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?


(a) সমতট

(b) তাম্রলিপ্ত

(c) কর্ণসুবর্ণ

(d) লখনবতী


Ans: (c) কর্ণসুবর্ণ


(ads1)


6. চন্দ্রগুপ্ত মৌর্য নিম্নের কাকে পরাজিত করেন?


(a) পুরু

(b) আলেকজান্ডার

(c) অম্ভি

(d) সেলুকাস


Ans: (d) সেলুকাস


7. সমুদ্রগুপ্তের দরবারের কবি কে ছিলেন?


(a) অশ্বঘোষ

(b) নাগার্জুন

(c) আর্যভট্ট

(d) হরিষেণ


Ans: (d) হরিষেণ


8. "শকাব্দ" শুরু হয় কোন সালে?


(a) 78 খ্রিস্টাব্দ

(b) 58 খ্রিস্টপূর্বাব্দ

(c) 273 খ্রিস্টপূর্বাব্দ

(d) 420 খ্রিস্টাব্দ


Ans: (a) 78 খ্রিস্টাব্দ


9. কোন শাসক ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেন?


(a) সাকাস

(b) মৌর্য

(c) গুপ্ত

(d) কুষাণ


Ans: (d) কুষাণ


10. সিলোনিজ ঐতিহ্য অনুসারে কত সালে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল?


(a) 483 খ্রিস্টপূর্বাব্দ

(b) 486 খ্রিস্টপূর্বাব্দ

(c) 543 খ্রিস্টপূর্বাব্দ

(d) 546 খ্রিস্টপূর্বাব্দ


Ans: (a) 483 খ্রিস্টপূর্বাব্দ


আরও পড়ুনঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তালিকা


11. চার্বাক ভারতীয় ________ নাম ছিল?


(a) দর্শনের শাখার

(b) ডাক্তারের

(c) বিজ্ঞান পন্ডিতের

(d) কুস্তিগীরের


Ans: (a) দর্শনের শাখার


12. মহাবলিপুরমের 'রথ মন্দির' কার রাজত্বকালে নির্মিত হয়েছিল?


(a) দ্বিতীয় পুলকেশী

(b) প্রথম নরসিংহ বর্মন

(c) রাজা রাজা

(d) রাজচন্দ্র চোল


Ans: (b) প্রথম নরসিংহ বর্মন


13. ভারতের ইতিহাসে কে 'কুনিক' নামে পরিচিত?


(a) বিম্বিসার

(b) অজাতশত্রু

(c) বিন্দুসার

(d) অশোক


Ans: (b) অজাতশত্রু


14. সূর্যসিদ্ধান্ত কে রচনা করেন?


(a) আর্যভট্ট

(b) বিশাখদত্ত

(c) বরাহমিহির

(d) ব্রহ্মগুপ্ত


Ans: (a) আর্যভট্ট


15. নিম্নলিখিত রাজাদের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন?


(a) প্রথম পুলকেশি

(b) কীর্তিবর্মণ

(c) দ্বিতীয় পুলকেশি

(d) মঙ্গলেশ


Ans: (a) প্রথম পুলকেশি


(ads2)


16. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন?


(a) বিম্বিসার

(b) মহাপদ্মনন্দ

(c) চন্দ্রগুপ্ত মৌর্য

(d) বিক্রমাদিত্য


Ans: (c) চন্দ্রগুপ্ত মৌর্য


17. 'ফো-কুয়ো-কি' কার লেখা?


(a) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান

(b) ফা-হিয়েন

(c) হিউয়েন সাং

(d) মেগাস্থিনিস


Ans: (b) ফা-হিয়েন


18. কে "ভারতীয় ম্যাকিয়াভেলি" নামে পরিচিত ছিলেন?


(a) চাণক্য

(b) নানা ফারনাবীস

(c) আবুল ফজল

(d) আলীবর্দী খান


Ans: (a) চাণক্য


19. বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?


(a) শশাঙ্ক

(b) রাজা গনেশ

(c) গোপাল

(d) মহাসেনগুপ্ত


Ans: (a) শশাঙ্ক


20. 'দিব্য' ছিলেন ________ এর নেতা?


(a) কোল বিদ্রোহ

(b) মুন্ডা বিদ্রোহ

(c) সাঁওতাল বিদ্রোহ

(d) কৈবর্ত বিদ্রোহ


Ans: (d) কৈবর্ত বিদ্রোহ


আরও পড়ুনঃ ভারতে কোম্পানির আমলে শাসনতান্ত্রিক ও বিচারবিভাগীয় সংস্কারসমূহ


21. সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের কবি ছিলেন?

(a) প্রতিহারস

(b) রাষ্ট্রকূট

(c) সেন

(d) পাল


Ans: (d) পাল


22. নিম্নের কোনটি ত্রিপিটকের (তিনটি ঝুড়ি) অংশ ছিল না?


(a) জাতক

(b) বিনয় (350 খ্রিস্টপূর্বাব্দ)

(c) সুত্ত (300 খ্রিস্টপূর্ব)

(d) অভিধম্ম


Ans: (a) জাতক


23. বৌদ্ধ ঐতিহ্য অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য মোরিয়া ________ উপজাতির অন্তর্ভুক্ত ছিলেন?


(a) শূদ্র

(b) বৈশ্য

(c) ব্রাহ্মণ

(d) ক্ষত্রিয়


Ans: (d) ক্ষত্রিয়


24. ঋকবেদে গায়ত্রী মন্ত্র কাকে সম্বোধন করে রচিত হয়েছে?


(a) ইন্দ্র

(b) অগ্নি

(c) সাবিত্রী

(d) উষাস


Ans: (c) সাবিত্রী


25. এই সম্প্রদায়ের আসল নাম ________ যা পরে 'জৈন' নামে পরিচিতি লাভ করে?


(a) তীর্থঙ্কর

(b) জিন

(c) নিগ্রন্থ

(d) অরহন্ত


Ans: (b) জিন


আরও পড়ুনঃ ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য


26. নিম্নের কোনটিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে?


(a) 13 তম শিলালিপি

(b) 12 তম শিলালিপি

(c) 10 তম শিলালিপি

(d) 8 তম শিলালিপি


Ans: (a) 13 তম শিলালিপি


27. নিম্নের কোন রাজবংশের শাসক প্রথম ব্রাহ্মণদের জমি অনুদান দিয়েছিলেন?


(a) শুঙ্গ

(b) পল্লব

(c) সাতবাহন

(d) শক ও কুষাণ


Ans: (c) সাতবাহন


28. সিন্ধু সভ্যতা নিম্নের কোনটির অন্তর্গত?


(a) নিওলিথিক সময়কাল

(b) প্যালিওলিটিহিক সময়কাল

(c) মেসোলিথিক সময়কাল

(d) চ্যালকোলিথিক সময়কাল


Ans: (d) চ্যালকোলিথিক সময়কাল


29. গুপ্ত যুগে চিকিৎসা বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন-


(a) নাগভট্ট

(b) বান

(c) চরক

(d) ভাগভট্ট


Ans: (c) চরক


30. সিন্ধু সভ্যতা নিম্নের কোন ধরণের সভ্যতা?


(a) শহুরে

(b) গ্রামীণ

(c) প্রস্তর যুগ

(d) লৌহ যুগ


Ans: (a) শহুরে


আরও পড়ুনঃ

◼️ WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 3

◼️ WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 2

◼️ WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 1



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad