Ads Area

মৌলিক অধিকার - Fundamental Rights | ভারতের সংবিধান - Indian Constitution MCQ in Bengali

মৌলিক অধিকার - Fundamental Rights | ভারতের সংবিধান - Indian Constitution MCQ in Bengali

Fundamental Rights MCQs in Bengali
Fundamental Rights MCQs in Bengali

বাংলা জিকে ডায়েরি 📘

এই পাঠে মৌলিক অধিকার - Fundamental Rights| ভারতের সংবিধান - Indian Constitution MCQ in Bengali সম্পর্কিত আলোচনা করা হয়েছে।


◾ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সমূহ আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে।

◾ ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে (Part - III) 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি উল্লেখ করা হয়েছে।

◾ মূল ভারতীয় সংবিধানে 7 প্রকারের মৌলিক অধিকারের উল্লেখ থাকলেও 1978 খ্রিস্টাব্দের 44 তম সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে।

◾ বর্তমানে ভারতীয় সংবিধানে মোট মৌলিক অধিকার 6টি।

◾ সম্পত্তির অধিকার এখন দ্বাদশ অধ্যায়ের অন্তর্গত (Part - XII)। এটি এখন Legal Right বা আইনি অধিকার (300 A) ধারায় রয়েছে।

◾ ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি রক্ষার জন্য 32 নং ধারা অনুসারে সুপ্রিমকোর্ট ও 226 নং ধারা অনুসারে হাইকোর্ট পাঁচ ধরনের লেখ জারি করতে পারে।

◾ ভারতীয় সংবিধানে এই লেখ জারি করার ধারণাটি ব্রিটেনের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে।

◾ সংবিধানের তৃতীয় অধ্যায়ে (Part-III) মৌলিক অধিকারের কথা লিপিবদ্ধ থাকায় একে ম্যাগনাকার্টা (Magna Carta of India) বলে।

◾ মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য (justiciable)।

◾ জাতীয় জরুরী অবস্থা চলাকালীন এই মৌলিক অধিকার গুলিকে স্থগিত করে রাখা যায়। (20 ও 21 নং ধারা ব্যতীত)


Read This ➜ Article 12 - 35 | Fundamental Rights - মৌলিক অধিকার



মৌলিক অধিকার (Fundamental Rights):-


◾ সাম্যের অধিকার (Right to Equality) - [Article 14-18]

◾ স্বাধীনতার অধিকার (Right to Freedom) - [Article 19-22]

◾ শোষণের বিরুদ্ধে অধিকার (Right against Exploitation) [Article 23-24]

◾ ধর্মীয় স্বাধীনতার অধিকার (Right to Freedom of Religion) [Article 25-28]

◾ সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার (Cultural and Educational Right) [Article 29-30]

◾ সাংবিধানিক প্রতিকারের অধিকার (Right to Constitutional Remedies) [Article 32]



সাম্যের অধিকার (Right to Equality) - [Article 14-18]


◾ Article 14 : আইনের চোখে সমতার অধিকার (Equality Before Law) এবং আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার (Equality Protection of Law)

◾ Article 15 : জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী-পুরুষ, জন্মস্থান ইত্যাদি নির্বিশেষে যেকোনো প্রকার বৈষম্যকে নিষিদ্ধকরণ।

◾ Article 16 : সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকার।

◾ Article 17 : অস্পৃশ্যতার বিলোপসাধন/নিষিদ্ধকরণ

◾ Article 18 : খেতাব/উপাধি গ্রহন নিষিদ্ধ করা হয়েছে (সামরিক ও শিক্ষা ক্ষেত্র ছাড়া)



স্বাধীনতার অধিকার (Right to Freedom) - [Article 19-22]


◾ Article 19 : 19 নং ধারায় মোট 6 প্রকারের স্বাধীনতার অধিকার বর্ণিত হয়েছে -

i) বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার

ii) শান্তিপূর্ণ, নিরস্ত্র সমবেত হওয়ার অধিকার

iii) সংঘ ও সমিতি গঠনের অধিকার

iv) ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার

v) ভারতের যেকোনো অঞ্চলের স্বাধীনভাবে বসবাসের অধিকার

vi) যেকোনো বৃত্তি, পেশা বা ব্যবসা-বাণিজ্য করার অধিকার

◾ Article 21 : জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার

◾ Article 21(A) : শিক্ষার অধিকার (2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই ধারাটি সংযোজিত হয়)। এই ধারা অনুসারে, রাষ্ট্র 6-14 বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে।



শোষণের বিরুদ্ধে অধিকার (Right against Exploitation) [Article 23-24]


◾ Article 23 : মানুষ নিয়ে ব্যবসা অর্থাৎ মানুষ ক্রয় বিক্রয়, বেগার খাটানো বা অনুরূপ ভাবে বলপূর্বক শ্রমদান নিষিদ্ধ করা হয়েছে।

◾ Article 24 : 14 বছরের কম বয়সী শিশুদের খনি, কারখানা বা অন্য কোন বিপদজনক কার্যে নিয়োগ করা নিষিদ্ধ করা হয়েছে।



Fundamental Rights | Indian Constitution MCQ in Bengali


1. 'আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইন কর্তৃক সকলেই সংরক্ষিত' ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে বর্ণিত হয়েছে?


A) ধারা 21

B) ধারা 17

C) ধারা 14

D) ধারা 18


উত্তরঃ C) ধারা 14



2. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সমূহ নিম্নের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?


A) কানাডার সংবিধান 

B) ব্রিটেনের সংবিধান

C) দক্ষিণ আফ্রিকার সংবিধান

D) আমেরিকার সংবিধান


উত্তরঃ D) আমেরিকার সংবিধান



3. ভারতীয় সংবিধানে ধারা 17 বর্ণিত করে-


A) বিনা ব্যায়ে শিক্ষার অধিকার

B) অস্শৃশ্যতা নিষিদ্ধকরণ

C) সমিতি গঠন

D) যেকোনো বৃত্তি বা পেশা অবলম্বন


উত্তরঃ B) অস্শৃশ্যতা নিষিদ্ধকরণ



4. বাকস্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত?


A) ধারা 20

B) ধারা 19

C) ধারা 21

D) ধারা 22


উত্তরঃ B) ধারা 19



5. যে কোন প্রকার বৃত্তি বা পেশা বা ব্যবসা-বাণিজ্যের অধিকার নিম্নের কোন প্রকার মৌলিক অধিকারের অন্তর্গত?


A) সাম্যের অধিকার

B) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার

C) স্বাধীনতার অধিকার

D) শোষণের বিরুদ্ধে অধিকার


উত্তরঃ C) স্বাধীনতার অধিকার



6. কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 21(A) ধারাটি সংযোজিত হয়েছে?


A) 42 তম সংবিধান সংশোধন

B) 80 তম সংবিধান সংশোধন

C) 86 তম সংবিধান সংশোধন

D) 61 তম সংবিধান সংশোধন


উত্তরঃ C) 86 তম সংবিধান সংশোধন



7. ডঃ বি আর আম্বেদকর নিম্নের কোন মৌলিক অধিকারের ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন?


A) ধর্মীয় স্বাধীনতার অধিকার

B) শোষনের বিরুদ্ধে অধিকার

C) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার

D) সাম্যের অধিকার


উত্তরঃ C) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার



8. ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার সংবিধানের কোন ধারায় বর্ণিত হয়েছে?


A) ধারা 24

B) ধারা 21

C) ধারা 14

D) ধারা 19


উত্তরঃ D) ধারা 19



9. সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন Article-এ নিশ্চিত করা হয়েছে?


A) ধারা 16

B) ধারা 17

C) ধারা 18

D) ধারা 19


উত্তরঃ D) ধারা 19



10. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে?


A) 10 নং ধারা

B) 11 নং ধারা

C) 12 নং ধারা

D) 13 নং ধারা


উত্তরঃ C) 12 নং ধারা



11. কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে?


A) 1977

B) 1978

C) 1976

D) 1975


উত্তরঃ B) 1978



12. নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়?


A) সাম্যের অধিকার

B) স্বাধীনতার অধিকার

C) শোষণের বিরুদ্ধে অধিকার

D) যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার


উত্তরঃ D) যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার



13. 'বাক স্বাধীনতা' হল একটি-


A) মৌলিক অধিকার

B) নির্দেশক নীতিভিত্তিক অধিকার

C) রাজ্য বিধানসভা প্রণীত অধিকার

D) উপরের কোনোটিই নয়


উত্তরঃ A) মৌলিক অধিকার



14. ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কটি?


A) 6

B) 7

C) 8

D) 9


উত্তরঃ A) 6



15. ভারতীয় সংবিধানের 24তম ধারা অনুযায়ী কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয়-


A) 14 বছরের কম

B) 12 বছরের কম

C) 7 বছরের কম

D) 15 বছরের কম


উত্তরঃ A) 14 বছরের কম



16. ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে?


A) দ্বিতীয় অধ্যায়ে

B) তৃতীয় অধ্যায়ে

C) চতুর্থ অধ্যায়ে

D) পঞ্চম অধ্যায়ে


উত্তরঃ B) তৃতীয় অধ্যায়ে



17. ভারতীয় সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে?


A) 12-35

B) 36-51

C) 52-72

D) 73-83


উত্তরঃ A) 12-35



18. ভারতীয় সংবিধানের 25 নং ধারায় কি বর্ণিত আছে?


A) সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার

B) ধর্মীয় স্বাধীনতার অধিকার

C) শোষণের বিরুদ্ধে অধিকার

D) সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ধর্ম শিক্ষার উপর নিষেধাজ্ঞা


উত্তরঃ B) ধর্মীয় স্বাধীনতার অধিকার



19. বর্তমানে সম্পত্তির অধিকার হলো একটি-


A) মৌলিক অধিকার

B) সামাজিক অধিকার

C) সাধারণ আইনি অধিকার

D) নির্দেশমূলক অধিকার


উত্তরঃ C) সাধারণ আইনি অধিকার



20. কত নং ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকারসমূহ সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে?


A) 126

B) 226

C) 326

D) 426


উত্তরঃ B) 226



21. নিম্নলিখিত কোন মামলাটি মৌলিক অধিকার সম্পর্কিত?


A) গোলকনাথ মামলা

B) শঙ্করীপ্রসাদ মামলা

C) কেশব আনন্দ ভারতী মামলা

D) সজ্জন সিং মামলা


উত্তরঃ A) গোলকনাথ মামলা



22. কোন মৌলিক অধিকারটি বিদেশী নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য?


A) বাক স্বাধীনতা

B) ভোটাধিকার

C) সরকারি চাকরি লাভের অধিকার

D) ব্যক্তি স্বাধীনতার অধিকার


উত্তরঃ D) ব্যক্তি স্বাধীনতার অধিকার



23. নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি 21 অনুচ্ছেদে দেওয়া হয়েছে?


A) সমতার অধিকার

B) সম্পত্তির অধিকার

C) শোষণের বিরুদ্ধে অধিকার

D) ব্যক্তি স্বাধীনতার অধিকার ও জীবনের অধিকার


উত্তরঃ D) ব্যক্তি স্বাধীনতার অধিকার ও জীবনের অধিকার



24. কে জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ করতে পারেন?


A) মুখ্যমন্ত্রী

B) প্রধানমন্ত্রী

C) উপরাষ্ট্রপতি

D) রাষ্ট্রপতি


উত্তরঃ D) রাষ্ট্রপতি



25. সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত অধিকার স্বীকৃতি হয়েছে?


A) 19-22

B) 23-24

C) 25-28

D) 29-30


উত্তরঃ D) 29-30



Read More...

গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন-উত্তর | WBP Previous Year Geography Questions

Science GK in Bengali MCQ Question Answer

ভারতের প্রধান নদ-নদী - Rivers of India | গুরুত্বপূর্ণ ২৫টি ভূগোল প্রশ্ন-উত্তর


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad