Ads Area

SSC MTS GK Questions in Bengali - Part 13 | এসএসসি এমটিএস জিকে

SSC MTS GK Questions in Bengali - Part 13 | এসএসসি এমটিএস জিকে

SSC MTS GK Questions in Bengali - Part 13 | এসএসসি এমটিএস জিকে
SSC MTS GK Questions in Bengali - Part 13 | এসএসসি এমটিএস জিকে

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

SSC MTS GK Questions in Bengali - Part 13 পর্বে থাকছে SSC MTS পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস জিকে।

SSC MTS GK Questions in Bengali পর্বগুলির মাধ্যমে আলোচিত বাংলা জিকে প্রশ্ন ও উত্তর গুলি SSC MTS পরীক্ষা প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। SSC MTS GK Questions in Bengali এই পর্বগুলিতে বিগত বছরের প্রশ্ন সহ আগত SSC MTS পরীক্ষায় যে ধরনের SSC MTS GK Questions আসার সম্ভাবনা রয়েছে সেগুলি দেওয়া হল।



SSC MTS GK Questions in Bengali - Part 13


1. কোন পরিকল্পনাকালে ICDS প্রকল্প চালু হয়?


A) সপ্তম

B) অষ্টম

C) নবম

D) পঞ্চম


উত্তরঃ (D) পঞ্চম



2. সড়ক-ই-আজম তৈরি করেন কোন সম্রাট?


A) অশোক

B) শেরশাহ

C) আকবর

D) ঔরঙ্গজেব


উত্তরঃ (B) শেরশাহ



3. উত্তর ভারতে গ্রীষ্মকালে এক ধরনের উত্তপ্ত ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়। তাকে বলে-


A) পাম্পোরা

B) লু

C) চিনুক

D) ফন


উত্তরঃ (B) লু



4. প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্য কত?


A) 30 মিনিট

B) 6 মিনিট

C) 4 মিনিট

D) 5 মিনিট


উত্তরঃ (C) 4 মিনিট



5. শিবাজির গুরু কে ছিলেন?


A) ইশা খাঁ

B) রামদাস

C) তুকারাম

D) সমরু


উত্তরঃ (B) রামদাস



6. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালের কত তারিখে হয়?


A) 13 জুন

B) 7 মে

C) 23 এপ্রিল

D) 13 এপ্রিল


উত্তরঃ (D) 13 এপ্রিল



7. 'গীত গোবিন্দ' রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি করেছিলেন?


A) ধর্মপাল

B) রামপাল

C) লক্ষণ সেন

D) বল্লাল সেন


উত্তরঃ (C) লক্ষণ সেন



8. Ofek-13 নামে গুপ্তচর স্যাটেলাইট লঞ্চ করল কোন দেশ?


A) ইরাক

B) রাশিয়া

C) সৌদি আরব

D) ইজরায়েল


উত্তরঃ (D) ইজরায়েল



9. মিরাট ষড়যন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করা হয়েছিল?


A) 23

B) 33

C) 59

D) 66


উত্তরঃ (B) 33



10. জাইতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?


A) মহারাষ্ট্র

B) গুজরাট

C) কর্ণাটক

D) উত্তর প্রদেশ


উত্তরঃ (A) মহারাষ্ট্র



11. অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয়েছিল?


A) 1820 সালে

B) 1930 সালে

C) 1919 সালে

D) 1920 সালে


উত্তরঃ (D) 1920 সালে



12. বিক্রমশীলা বিহার কে প্রতিষ্ঠা করেন?


A) সূর্যপাল

B) মহীপাল-I

C) ধর্মপাল

D) দেবপাল


উত্তরঃ (C) ধর্মপাল



13. পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় কোন সালে?


A) 1959 সালে

B) 1956 সালে

C) 1992 সালে

D) 1978 সালে


উত্তরঃ (D) 1978 সালে



14. 'CM diYogshala' প্রোগ্রাম লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?


A) মহারাষ্ট্র

B) পাঞ্জাব

C) সিকিম

D) গুজরাট


উত্তরঃ (B) পাঞ্জাব



15. মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে?


A) 1995 সালে

B) 1975 সালে

C) 1980 সালে

D) 1985 সালে


উত্তরঃ (A) 1995 সালে



16. কোন জেলাটির ওড়িশা ও ঝাড়খন্ডের উভয়ের সাথে সীমানা রয়েছে?


A) পশ্চিম মেদিনীপুর

B) ঝাড়গ্রাম

C) পুরুলিয়া

D) পূর্ব মেদিনীপুর


উত্তরঃ (B) ঝাড়গ্রাম



17. 2026 সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার ম্যানুফ্যাকচারার হবে কোন দেশ?


A) জাপান

B) আমেরিকা

C) চীন

D) ভারত


উত্তরঃ (D) ভারত



18. "Gandhi: Siyasat aur Sampradaiykta" শিরোনামে বই লিখলেন কে?


A) আর এস সোধি

B) পীযূষ বাবেলে

C) গীতশ্রী জয়শাল

D) অয়ন খান


উত্তরঃ (B) পীযূষ বাবেলে



19. Economic Drain Theory এর প্রবক্তা কে?


A) দাদাভাই নওরোজি

B) সুভাষচন্দ্র বসু

C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

D) জওহরলাল নেহেরু


উত্তরঃ (A) দাদাভাই নওরোজি



20. 'India Wins Freedom' বইটি কার লেখা?


A) মৌলানা আবুল কালাম আজাদ

B) রশিদ আলি

C) চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়

D) সুভাষচন্দ্র বসু


উত্তরঃ (A) মৌলানা আবুল কালাম আজাদ



21. কোন জেলাটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই?


A) দার্জিলিং

B) আলিপুরদুয়ার

C) নদীয়া

D) মুর্শিদাবাদ


উত্তরঃ (B) আলিপুরদুয়ার



22. নিচের কোনটি যমজ শহর নয়?


A) হায়দ্রাবাদ-সেকেন্দ্রাবাদ

B) দুর্গাপুর-আসানসোল

C) কলকাতা-হাওড়া

D) দিল্লি-নিউ দিল্লি


উত্তরঃ (D) দিল্লি-নিউ দিল্লি



23. একটি সাধারন দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব দেখা যাবে?


A) অসদবিম্ব

B) কখনো সদবিম্ব কখনো অসদবিম্ব

C) সদবিম্ব

D) কোনটিই নয়


উত্তরঃ (A) অসদবিম্ব



24. বারদৌলী কৃষক বিদ্রোহ কবে সংঘটিত হয়?


A) 1928

B) 1922

C) 1919

D) 1925


উত্তরঃ (A) 1928



25. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?


A) মস্তিষ্ক

B) ত্বক

C) কিডনি

D) হৃদযন্ত্র


উত্তরঃ (B) ত্বক



Read More...

SSC MTS GK Questions in Bengali - Part 10

SSC MTS GK Questions in Bengali - Part 11

SSC MTS GK Questions in Bengali - Part 12


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad