Ads Area

SSC MTS GK Questions in Bengali - Part 11 | এসএসসি এমটিএস জিকে

SSC MTS GK Questions in Bengali - Part 11 | এসএসসি এমটিএস জিকে

SSC MTS GK Questions in Bengali - Part 11 | এসএসসি এমটিএস জিকে
SSC MTS GK Questions in Bengali - Part 11 | এসএসসি এমটিএস জিকে

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

SSC MTS GK Questions in Bengali - Part 11 এই পর্বে থাকছে SSC MTS পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস জিকে।

SSC MTS GK Questions in Bengali পর্বগুলির মাধ্যমে আলোচিত বাংলা জিকে প্রশ্ন ও উত্তর গুলি SSC MTS পরীক্ষা প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। SSC MTS GK Questions in Bengali এই পর্বগুলিতে বিগত বছরের প্রশ্ন সহ আগত SSC MTS পরীক্ষায় যে ধরনের SSC MTS GK Questions আসার সম্ভাবনা রয়েছে সেগুলি দেওয়া হল।



SSC MTS GK Questions in Bengali - Part 11


1. নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ?


A) সিঙ্গালীলা

B) গারো

C) জয়ন্তিয়া

D) শিলং


উত্তরঃ (B) গারো


2. কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়?


A) গোদাবরী

B) নর্মদা

C) কৃষ্ণা

D) কাবেরী


উত্তরঃ (A) গোদাবরী


3. কোন বহুমুখী নদী প্রকল্প ভারত-নেপালের যৌথ প্রয়াস?


A) জলঢাকা

B) ভাগরা-নাঙ্গাল

C) উকাই

D) কোশী


উত্তরঃ (D) কোশী


4. ভারতীয় সংবিধান রচনা করার জন্য সংবিধান পরিষদের ধারণা প্রথম অবতারণা করা হয় কার দ্বারা?


A) স্বরাজ পার্টি, ১৯২৮

B) সর্বদলীয় সম্মেলন, ১৯৪৬

C) ভারতীয় জাতীয় কংগ্রেস, ১৯৩৬

D) মুসলিম লীগ, ১৯৪২


উত্তরঃ (A) স্বরাজ পার্টি, ১৯২৮


5. সংবিধান পরিষদ যে ক্যাবিনেট মিশন প্ল্যানের অন্তর্গত তার সদস্য সংখ্যা কত ছিল?


A) ৩৮৯ জন

B) ২৯৮ জন

C) ৪৮৭ জন

D) ৪১১ জন


উত্তরঃ (A) ৩৮৯ জন


6. সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়?


A) ১৬ই আগস্ট, ১৯৪৭

B) ২৬শে জানুয়ারি, ১৯৪৬

C) ৯ই ডিসেম্বর, ১৯৪৬

D) ২৬শে নভেম্বর, ১৯৪৬


উত্তরঃ (C) ৯ই ডিসেম্বর, ১৯৪৬


7. হরপ্পাতে কতগুলি শস্যাগার পাওয়া গিয়েছিল?


A) একটি সারিতে ৫ টি

B) একটি সারিতে ৬ টি

C) একটি সারিতে ৭ টি

D) একটি সারিতে ৮ টি


উত্তরঃ (B) একটি সারিতে ৬ টি


8. ফা-হিয়েন এবং হিউয়েন সাং কার রাজত্ব পরিদর্শন করেন?


A) চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন যথাক্রমে

B) হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য যথাক্রমে

C) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, কৃষ্ণদেব যথাক্রমে

D) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, হর্ষবর্ধন যথাক্রমে


উত্তরঃ (D) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, হর্ষবর্ধন যথাক্রমে


9. নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলে না?


A) কৌটিল্য - অর্থশাস্ত্র

B) কালিদাস - অভিজ্ঞান শকুন্তলাম

C) বানভট্ট - বুদ্ধচরিত

D) হল - গাথাসপ্তসতী


উত্তরঃ (C) বানভট্ট - বুদ্ধচরিত


10. উদ্ভিদ প্রোটিন সংশ্লেষণ করে কি থেকে?


A) চিনি

B) ফ্যাটি অ্যাসিড

C) অ্যামাইনো অ্যাসিড

D) স্টার্চ


উত্তরঃ (C) অ্যামাইনো অ্যাসিড


11. জৈবিক ঘড়ি (Biological Clock) হিসাবে কাজ করে যে অন্তঃস্রাবী গ্রন্থি তা হল-


A) পিনিয়াল গ্রন্থি

B) পিটুইটারি গ্রন্থি

C) অ্যাড্রেনাল গ্রন্থি

D) থাইমাস


উত্তরঃ (A) পিনিয়াল গ্রন্থি


12. Thigmotropism এর ক্ষেত্রে উদ্ভিদ প্রতিক্রিয়া করে কিসের সাথে?


A) জল

B) আলো

C) মাধ্যাকর্ষণ

D) স্পর্শ


উত্তরঃ (D) স্পর্শ


13. হিমালয়ের উৎপত্তি কোন যুগে?


A) ওলিগোসিন যুগে

B) প্লিওসিন যুগে

C) পলিসিন যুগে

D) মিওসিন যুগে


উত্তরঃ (D) মিওসিন যুগে


14. ঝাড়খণ্ডের 'কোডারমা' কি জন্য বিখ্যাত?


A) সিমেন্ট ফ্যাক্টরি

B) অভ্র খনি

C) বস্ত্র শিল্প

D) চর্ম শিল্প


উত্তরঃ (B) অভ্র খনি


15. উত্তর থেকে দক্ষিনে ভারতের বিস্তৃতি কত?


A) ৩২১৪ কিমি

B) ৩০৫০ কিমি

C) ২৩৪১ কিমি

D) ২৯১৪ কিমি


উত্তরঃ (A) ৩২১৪ কিমি


16. গ্রাম পঞ্চায়েত সংগঠন সংবিধানের কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে?


A) ৩৯

B) ৪০

C) ৪২

D) ৪৪


উত্তরঃ (B) ৪০


17. নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানের কত নম্বর অধ্যায়ে এবং কত নম্বর ধারাতে সন্নিবিষ্ট আছে?


A) তৃতীয়, ৫১ (এ) ধারায়

B) চতুর্থ, ২৩-২৪ ধারায়

C) চতুর্থ, ৩৬-৫১ ধারায়

D) তৃতীয়, ৩৬-৫১ ধারায়


উত্তরঃ (C) চতুর্থ, ৩৬-৫১ ধারায়


18. উষ্ণতা বৃদ্ধিতে দোলক ঘড়ির গতির কি পরিবর্তন হয়?


A) দ্রুত হয়

B) স্লো হয়

C) কোনো পরিবর্তন হয় না

D) বন্ধ হয়ে যায়


উত্তরঃ (B) স্লো হয়


19. বার্লোচক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?


A) তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়

B) যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়

C) তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়

D) রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়


উত্তরঃ (A) তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়


20. শান্তির মানুষ (Man of Peace) কাকে বলা হয়?


A) মদন মোহন মালব্য

B) সমুদ্র গুপ্ত

C) লাল বাহাদুর শাস্ত্রী

D) রঞ্জিত সিং


উত্তরঃ (C) লাল বাহাদুর শাস্ত্রী


21. ঘুমর নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত?


A) রাজস্থান

B) পশ্চিমবঙ্গ

C) উড়িষ্যা

D) জম্মু-কাশ্মীর


উত্তরঃ (A) রাজস্থান


22. কল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত?


A) কেরল

B) মধ্য প্রদেশ

C) হিমাচল প্রদেশ

D) অন্ধ্রপ্রদেশ


উত্তরঃ (D) অন্ধ্রপ্রদেশ


23. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি?


A) পুষ্কর হ্রদ

B) সম্বর হ্রদ

C) উলার হ্রদ

D) চিল্কা হ্রদ


উত্তরঃ (B) সম্বর হ্রদ


24. ইরানের পার্লামেন্টের নাম কি?


A) পার্লিয়ামেন্ট

B) বান্ডেস্ট্যাগ

C) ন্যাশনাল অ্যাসেম্বলি

D) মজলিস


উত্তরঃ (D) মজলিস


25. প্রথম কোন বাঙালি মহিলা বি. এ. অনার্স পাস করেন?


A) রেণুকা রায়

B) ডঃ রমা রায়

C) কামিনী রায়

D) প্রভাবতী দাশগুপ্ত


উত্তরঃ (C) কামিনী রায়




Read More...

ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ আদিবাসী বিদ্রোহ সম্পর্কিত ১৫০টি প্রশ্নোত্তর

কয়েকটি বাদ্যযন্ত্রের তারের সংখ্যা তালিকা

কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্র ও তাদের ব্যবহার


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad