Ads Area

26th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

26th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

26th April 2023 - Daily Current Affairs in Bengali
26th April 2023 - Daily Current Affairs in Bengali

বাংলা জিকে ডায়েরি 📘

26th April 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 11টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।



26th April 2023 - Daily Current Affairs in Bengali


1. সুদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর জন্য ভারত সরকার কোন অপারেশন লঞ্চ করল?


A) অপারেশন কাবেরী

B) অপারেশন গোদাবরী

C) অপারেশন গঙ্গা

D) অপারেশন নর্মদা


উত্তরঃ A) অপারেশন কাবেরী


2. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালা রাজ্যের নিম্নের কোন রুটে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন?


A) Coimbatore to Nellore

B) Trivandrum to Delhi

C) Thiruvananthapuram to Kasaragod

D) Trivandrum to Erode


উত্তরঃ C) Thiruvananthapuram to Kasaragod


3. বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়?


A) 24 এপ্রিল

B) 26 এপ্রিল

C) 23 এপ্রিল

D) 25 এপ্রিল


উত্তরঃ D) 25 এপ্রিল


4. কেন্দ্রীয় সরকার কোথায় G-20 পার্ক তৈরি করার কথা ঘোষণা করল?


A) ব্যাঙ্গালোর

B) নিউ দিল্লি

C) মুম্বাই

D) চেন্নাই


উত্তরঃ B) নিউ দিল্লি


5. কোন রাজ্যের বিধানসভা নির্বাচন থেকে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য "Vote From Home" পরিষেবা চালু করেছে নির্বাচন কমিশনার?


A) তামিলনাড়ু

B) গুজরাট

C) কর্ণাটক

D) উত্তরাখণ্ড


উত্তরঃ C) কর্ণাটক


6. কোন রাজ্যের/কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার 3565 টি পঞ্চায়েতে Kisan Sampark Abhiyan লঞ্চ করলো?


A) জম্মু-কাশ্মীর

B) মহারাষ্ট্র

C) লাক্ষাদ্বীপ

D) দিল্লি


উত্তরঃ A) জম্মু-কাশ্মীর


7. কে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের (DPHT) উন্নয়ন বিভাগের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন?


A) নৃপেন্দ্র মিশ্র

B) রাজেশ কুমার সিং

C) অশোক খেমকা

D) সঞ্জয় সিনহা


উত্তরঃ B) রাজেশ কুমার সিং


8. মোহাম্মদ সাহাবুদ্দিন কোন দেশের 22 তম রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন?


A) বাংলাদেশ

B) কাতার

C) পাকিস্তান

D) আফগানিস্তান


উত্তরঃ A) বাংলাদেশ


9. আইকনিক সিডনি ক্রিকেট গ্রাউন্ড কোন খেলোয়াড়ের নামে একটি গেট উন্মোচন করেছে?


A) মহেন্দ্র সিং ধোনি

B) শেন ওয়ার্ন

C) কপিল দেব

D) শচীন টেন্ডুলকর


উত্তরঃ D) শচীন টেন্ডুলকর


10. টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুত 7,000 রান করা ভারতীয় খেলোয়াড় কে?


A) কে এল রাহুল

B) বিরাট কোহলি

C) রোহিত শর্মা

D) সূর্য কুমার যাদব


উত্তরঃ A) কে এল রাহুল


11. বিশ্ব উদ্ভাবন ও সৃষ্টিশীলতা দিবস কবে পালিত হয়?


A) 15 এপ্রিল

B) 19 এপ্রিল

C) 17 এপ্রিল

D) 21 এপ্রিল


উত্তরঃ D) 21 এপ্রিল



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad