Ads Area

SSC MTS GK Questions in Bengali - Part 12 | এসএসসি এমটিএস জিকে

SSC MTS GK Questions in Bengali - Part 12 | এসএসসি এমটিএস জিকে

SSC MTS GK Questions in Bengali - Part 12 | এসএসসি এমটিএস জিকে
SSC MTS GK Questions in Bengali - Part 12 | এসএসসি এমটিএস জিকে

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

SSC MTS GK Questions in Bengali - Part 12 পর্বে থাকছে SSC MTS পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস জিকে।

SSC MTS GK Questions in Bengali পর্বগুলির মাধ্যমে আলোচিত বাংলা জিকে প্রশ্ন ও উত্তর গুলি SSC MTS পরীক্ষা প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। SSC MTS GK Questions in Bengali এই পর্বগুলিতে বিগত বছরের প্রশ্ন সহ আগত SSC MTS পরীক্ষায় যে ধরনের SSC MTS GK Questions আসার সম্ভাবনা রয়েছে সেগুলি দেওয়া হল।



SSC MTS GK Questions in Bengali - Part 12


1. ওনাম কোন রাজ্যের প্রচলিত উৎসব?


A) রাজস্থান

B) হরিয়ানা

C) কেরালা

D) জম্মু ও কাশ্মীর


উত্তরঃ (C) কেরালা


2. সোনালী তোরণের দেশ কাকে বলা হয়?


A) সানফ্রান্সিসকো

B) রোম

C) পামির মালভূমি

D) মায়ানমার


উত্তরঃ (A) সানফ্রান্সিসকো


3. আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়?


A) রোজার বেকন

B) পল স্যামুয়েলসন

C) জন মেনার্ড কেইনস

D) অ্যাডাম স্মিথ


উত্তরঃ (B) পল স্যামুয়েলসন


4. শালিমার বাগ এই স্থাপত্যটি কে নির্মাণ করেন?


A) শেরশাহ

B) আকবর

C) জাহাঙ্গীর

D) ঔরঙ্গজেব


উত্তরঃ (C) জাহাঙ্গীর


5. মোরারজী দেশাই এর সমাধিস্থলটির নাম কি?


A) বিজয় ঘাট

B) স্মৃতিস্থল

C) বীরভূমি

D) অভয় ঘাট


উত্তরঃ (D) অভয় ঘাট


6. জৈন ধর্মের 23 তম তীর্থঙ্কর কে ছিলেন?


A) আদিনাথ

B) বাসুদেব

C) পার্শ্বনাথ

D) মহাবীর


উত্তরঃ (C) পার্শ্বনাথ


7. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি?


A) খিজির খাঁ

B) আলম শাহ

C) মোহাম্মদ শাহ

D) মোবারক শাহ


উত্তরঃ (A) খিজির খাঁ


8. 'চৌথ' (এক-চতুর্থাংশ) ও 'সরদেশমুখী' (এক-দশমাংশ) কর কে প্রবর্তন করেন?


A) রাজারাম

B) শিবাজী

C) বালাজি বিশ্বনাথ

D) শম্ভুজী


উত্তরঃ (B) শিবাজী


9. পশ্চিমবঙ্গের আয়তন হল-


A) ৮০,৭৫২ বর্গ কিলোমিটার

B) ৮৮,৭৯৯ বর্গ কিলোমিটার

C) ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার

D) ৯৮,৭৫০ বর্গ কিলোমিটার


উত্তরঃ (C) ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার


10. ভারতের উত্তরতম স্থান বা বিন্দু কোনটি?


A) কাশ্মীরের ইন্দিরা কল

B) গুজরাটের গুহার মোটার

C) অরুণাচল প্রদেশের কিবিথু

D) ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট


উত্তরঃ (A) কাশ্মীরের ইন্দিরা কল


11. কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যকে ছেদ করেছে?


A) ৫ টি

B) ৬ টি

C) ৭ টি

D) ৮ টি


উত্তরঃ (D) ৮ টি


12. ভারতের অক্ষাংশগত অবস্থান হল-


A) ৮°৪' ও ৩৭°৬' উত্তর

B) ৩°৪' ও ৪০°৬' উত্তর

C) ১০°৬' ও ৩৭°৮' দক্ষিণ

D) ৬৮°৭' ও ৯৭°২৫' পূর্ব


উত্তরঃ (A) ৮°৪' ও ৩৭°৬' উত্তর


13. নিম্নলিখিত কোন 'রিট'টি ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে?


A) কারটিওরারি

B) হেবিয়াস কর্পাস

C) ম্যান্ডামাস

D) কুয়োওয়ারান্টো


উত্তরঃ (B) হেবিয়াস কর্পাস


14. কোন মৌলিক অধিকারটিকে বি. আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা রূপে বর্ণনা করেছেন?


A) ধর্মের অধিকার

B) সম্পত্তির অধিকার

C) সাংবিধানিক প্রতিবিধানিক অধিকার

D) উপরোক্ত সবকটি


উত্তরঃ (C) সাংবিধানিক প্রতিবিধানিক অধিকার


15. কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে?


A) সুইজারল্যান্ড এর সংবিধান

B) সোভিয়েত রাশিয়ার সংবিধান

C) ভারত শাসন আইন, ১৯৩৫

D) আয়ারল্যান্ড এর সংবিধান


উত্তরঃ (D) আয়ারল্যান্ড এর সংবিধান


16. অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত?


A) শুটিং

B) জিমনাস্টিক

C) টেবিল টেনিস

D) হেপ্টাথেলন


উত্তরঃ (A) শুটিং


17. সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল নিচের কোনটি?


A) কোচিন

B) সোপারা

C) তাম্রলিপ্ত

D) কালিকট


উত্তরঃ (B) সোপারা


18. বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত?


A) জয়পুর

B) জামশেদপুর

C) আহমেদাবাদ

D) নিউ দিল্লি


উত্তরঃ (C) আহমেদাবাদ


19. 'এলাহাবাদ প্রশস্তি'- কে রচনা করেছিলেন?


A) বসুমিত্র

B) নাগার্জুন

C) হরিসেন

D) অশ্বঘোষ


উত্তরঃ (D) অশ্বঘোষ


20. জাতীয় পতাকা দেশের-


A) ঐক্য, সাম্য ও মর্যাদার প্রতীক

B) স্বাধীনতা, ঐক্য ও মর্যাদার প্রতীক

C) স্বাধীনতা, সাম্য ও শান্তির প্রতীক

D) গণতন্ত্রের প্রতীক


উত্তরঃ (B) স্বাধীনতা, ঐক্য ও মর্যাদার প্রতীক


21. খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন?


A) হিমু

B) মাহমুদ লোদী

C) রানা সঙ্গ

D) এদের কেউ নন


উত্তরঃ (C) রানা সঙ্গ


22. স্বপ্না বর্মন কোন খেলার সাথে যুক্ত?


A) টেবিল টেনিস

B) হেপ্টাথেলন

C) জিমনাস্টিক

D) শুটিং


উত্তরঃ (B) হেপ্টাথেলন


23. নিম্নের কোন রাজ্যে গন্ড উপজাতির মানুষেরা বসবাস করে?


A) মনিপুর

B) তামিলনাড়ু

C) হিমাচল প্রদেশ

D) মধ্যপ্রদেশ


উত্তরঃ (D) মধ্যপ্রদেশ


24. কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন?


A) ইলতুৎমিস

B) মোহাম্মদ বিন তুঘলক

C) আলাউদ্দিন খলজি

D) গিয়াসউদ্দিন বলবন


উত্তরঃ (A) ইলতুৎমিস


25. 'নাসিক প্রশস্তি' কে প্রচার করেছিলেন?


A) সমুদ্র গুপ্ত

B) গৌতমীপুত্র সাতকর্ণী

C) ধর্মপাল

D) হর্ষবর্ধন


উত্তরঃ (B) গৌতমীপুত্র সাতকর্ণী



Tags

Post a Comment

1 Comments
  1. 19.এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
    উওর- হরিষেন।

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box.

Top Post Ad

Bottom Post Ad