Ads Area

25th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

25th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

25th April 2023 - Daily Current Affairs in Bengali
25th April 2023 - Daily Current Affairs in Bengali

বাংলা জিকে ডায়েরি 📘

25th April 2023 - Daily Current Affairs in Bengali তে আপনি পাবেন 12টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।



25th April 2023 - Daily Current Affairs in Bengali


1. কোন রাজ্যে সরকার সালোখা যোজনা চালু করল?


A) কেরালা

B) আসাম

C) মহারাষ্ট্র

D) অন্ধ্রপ্রদেশ


উত্তরঃ C) মহারাষ্ট্র


2. উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্যে প্রথম মেডিকেল কলেজ তৈরি হতে চলেছে?


A) মিজোরাম

B) মেঘালয়

C) অরুণাচল প্রদেশ

D) নাগাল্যান্ড


উত্তরঃ D) নাগাল্যান্ড


3. আইআইটি মাদ্রাজ দেশের বাইরে কোথায় তার প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস স্থাপন করতে চলেছে?


A) মালয়েশিয়া

B) ঘানা

C) কানাডা

D) তানজানিয়া


উত্তরঃ D) তানজানিয়া


4. 2023 বিশ্ব টিকাদান সপ্তাহ (World Immunization Day 2023) কবে পালিত হয়?


A) 22 এপ্রিল থেকে 28 এপ্রিল

B) 24 এপ্রিল থেকে 30 এপ্রিল

C) 23 এপ্রিল থেকে 29 এপ্রিল

D) 21 এপ্রিল থেকে 27 এপ্রিল


উত্তরঃ B) 24 এপ্রিল থেকে 30 এপ্রিল


5. Crosscourt শিরোনামে বইটির লেখক কে?


A) পি ভি সিন্ধু

B) বিশ্বনাথন আনন্দ

C) লক্ষ্য সেন

D) জয়দেব মুখার্জি


উত্তরঃ D) জয়দেব মুখার্জি


6. কোন ভারতীয় নার্স 2023 Aster Gurdians Global Nursing Award এর চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন?


A) শান্তি লাকড়া

B) রিনিতা পাঠানিয়া

C) শোভানা পাঠানিয়া

D) হাসিনা পারভীন


উত্তরঃ A) শান্তি লাকড়া


7. কোন রাজ্য সরকার 'Bonv' নামে ভারতের প্রথম বেশি ওজন বহনকারী লজিস্টিক ড্রোন লঞ্চ করল?


A) ওড়িশা

B) উত্তরাখণ্ড

C) উত্তর প্রদেশ

D) কেরালা


উত্তরঃ A) ওড়িশা


8. প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে Wisden Cricket of the Year Award 2022 জিতলেন কে?


A) মিতালি রাজ

B) হরমনপ্রীত কৌর

C) পুনম যাদব

D) শেফালী বর্মা


উত্তরঃ B) হরমনপ্রীত কৌর


9. 2022 Wisden Almanack's leading T20 Cricketer Award কে জিতলেন?


A) শুভমন গিল

B) কে এল রাহুল

C) সূর্য কুমার যাদব

D) রোহিত শর্মা


উত্তরঃ C) সূর্য কুমার যাদব


10. কোন ভারতীয় কোম্পানী সম্প্রতি 5 লক্ষ কোটি টাকার বাজার মূলধন অর্জন করেছে?


A) SECI

B) Hero MotoCorp

C) Adani Power

D) ITC Limited


উত্তরঃ D) ITC Limited


11. কোন ভারতীয় লং জাম্পার এশিয়ান গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছে?


A) অঞ্জু সিনহা

B) শোলি সিং

C) প্রীতি কুমারী

D) সুরভী নিগম


উত্তরঃ B) শোলি সিং


12. National Archives of India এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?


A) অরুন সিং

B) তপন বাগচী

C) তরুণ শর্মা

D) ভগবত সান্যাল


উত্তরঃ A) অরুন সিং



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad