24th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
24th April 2023 - Daily Current Affairs in Bengali |
বাংলা জিকে ডায়েরি 📘
24th April 2023 - Daily Current Affairs in Bengali তে আপনি পাবেন 12টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
24th April 2023 - Daily Current Affairs in Bengali
1. কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সমীক্ষা অনুযায়ী ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি পুকুর ও জলধার আছে?
A) পশ্চিমবঙ্গ
B) হিমাচল প্রদেশ
C) বিহার
D) ত্রিপুরা
উত্তরঃ A) পশ্চিমবঙ্গ
2. ভারতের প্রথম কোন শহরে জলপথে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে?
A) গুয়াহাটি
B) চেন্নাই
C) গোয়া
D) কোচিন
উত্তরঃ D) কোচিন
3. ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন (NTRO) এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
A) অর্জুন সিনহা
B) অরুণ সিনহা
C) ড. কে সিভান
D) এস সোমনাথ
উত্তরঃ B) অরুণ সিনহা
4. অলিভার ডাউডেন কোন দেশের উপপ্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?
A) ইউনাইটেড কিংডম
B) কম্বোডিয়া
C) জার্মানি
D) ফ্রান্স
উত্তরঃ A) ইউনাইটেড কিংডম
5. JioCinema এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?
A) সৌরভ গাঙ্গুলী
B) বিরাট কোহলি
C) রোহিত শর্মা
D) মহেন্দ্র সিং ধোনি
উত্তরঃ C) রোহিত শর্মা
6. ভারতের কোন শহরে বৃহত্তম আন্তর্জাতিক স্কুল স্থাপন করা হবে?
A) কানপুর
B) আজমির
C) পুনে
D) গুয়াহাটি
উত্তরঃ C) পুনে
7. 2023 World Bank's Logistics Performance Index এ ভারতের স্থান কত?
A) 25th
B) 38th
C) 40th
D) 46th
উত্তরঃ B) 38th
8. বিশ্ব বই দিবস (Wolrd Book Day) কবে পালিত হয়?
A) 23 এপ্রিল
B) 24 এপ্রিল
C) 25 এপ্রিল
D) 26 এপ্রিল
উত্তরঃ A) 23 এপ্রিল
9. জাতীয় পঞ্চায়েত রাজ দিবস (National Panchayat Raj Day) কবে পালিত হয়?
A) 23 এপ্রিল
B) 24 এপ্রিল
C) 22 এপ্রিল
D) 21 এপ্রিল
উত্তরঃ B) 24 এপ্রিল
10. কেন্দ্রীয় সরকার নমামি গঙ্গা কর্মসূচির অধীনে ৮ টি প্রকল্পের জন্য কত কোটি টাকা অনুমোদন করল?
A) 638 কোটি টাকা
B) 365 কোটি টাকা
C) 541 কোটি টাকা
D) 430 কোটি টাকা
উত্তরঃ A) 638 কোটি টাকা
11. National Climate Conclave 2023 কোথায় অনুষ্ঠিত হলো?
A) কলকাতা
B) ভুবনেশ্বর
C) লখনৌ
D) রায়পুর
উত্তরঃ C) লখনৌ
12. কোন ভারতীয়-আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট এবং রিসোর্স অ্যাফেয়ার্স এর ডেপুটি সেক্রেটারি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?
A) গীতা মেনন
B) রিচার্ড ভার্মা
C) প্রদীপ খোসলা
D) অঞ্জলি জৈন
উত্তরঃ B) রিচার্ড ভার্মা
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.