Ads Area

ভারতের প্রধান নদ-নদী - Rivers of India | গুরুত্বপূর্ণ ২৫টি ভূগোল প্রশ্ন-উত্তর

ভারতের প্রধান নদ-নদী - Rivers of India | গুরুত্বপূর্ণ ২৫টি ভূগোল প্রশ্ন-উত্তর

ভারতের প্রধান নদ-নদী - Rivers of India
ভারতের প্রধান নদ-নদী - Rivers of India

নমস্কার বন্ধুরা,

আজকের এই পাঠে আমরা ভারতের নদ-নদী সম্পর্কে আলোচনা করব। ভারতের নদ-নদী থেকে ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই পাঠটি বানানো হয়েছে।

এই পাঠটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ প্রশ্ন-উত্তর গুলি একবার দেখুন। প্রতিটি প্রশ্ন বাছাই করে নেওয়া হয়েছে এবং এই ধরনের প্রশ্নগুলি পূর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বহুবার এসেছে। তাহলে চলুন শুরু করা যাক।



ভারতের প্রধান নদ-নদী - Rivers of India

 

1. ভারতের সবচেয়ে বড় নদী কোনটি?





উত্তরঃ D) গঙ্গা

 

2. গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত?





উত্তরঃ A) পদ্মা

 

3. গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলধারা কি নামে পরিচিত?





উত্তরঃ C) মেঘনা

 

4. নিম্নলিখিত কোন নদীকে এক 'বিনাসক নদী' বলা হয়?





উত্তরঃ C) কোশী

 

5. নিম্নলিখিত কোন নদীকে তার পবিত্রতার কারণে 'দক্ষিণ ভারতের গঙ্গা' বলা হয়?





উত্তরঃ B) কাবেরী

 

6. ভারতের 'লবনবতী নদী' নামে কোন নদী পরিচিত?





উত্তরঃ B) লুনি

 

7. কোন নদী মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে প্রবাহিত হয়েছে?





উত্তরঃ D) উপরিউক্ত সবই

 

8. দক্ষিণ ভারতের নদীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি?





উত্তরঃ A) গোদাবরী

 

9. ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি যার উৎপত্তিস্থল ও মোহনা দুইই ভারতে অবস্থিত?





উত্তরঃ B) গোদাবরী

 

10. ভারত ও নেপালের মাঝে কোন নদী সীমা তৈরি করে?





উত্তরঃ C) কালী নদী

 

11. 'সিন্ধু জল সমঝোতা চুক্তি' কবে হয়েছিল?





উত্তরঃ D) 1960

 

12. বিশ্বের সর্ববৃহৎ নদী দ্বীপ মাজুলী কোন নদীতে আছে?





উত্তরঃ B) ব্রহ্মপুত্র

 

13. নিম্নলিখিত কোন দুটি নদী পশ্চিমে প্রবাহিত হয়?





উত্তরঃ A) নর্মদা ও তাপ্তি

 

14. ভারতের সবচেয়ে দীর্ঘতম বাঁধ হিরাকুদ বাঁধ কোন নদীতে অবস্থিত?





উত্তরঃ A) মহানদী

 

15. ভারতের প্রসিদ্ধ বাঁধ 'ভাকরা নাঙ্গাল বাঁধ' কোন নদীতে অবস্থিত?





উত্তরঃ D) সতলুজ

 

16. মন্দাকিনী এবং অলকানন্দার সঙ্গমস্থলকে কি বলে?





উত্তরঃ A) রুদ্রপ্রয়াগ

 

17. গোবিন্দবল্লভ পন্থ সাগর কোন নদীর ওপর অবস্থিত?





উত্তরঃ C) রিহান্দ

 

18. ভারতের সবচেয়ে উঁচু বাঁধ তেহরি বাঁধ কোন নদীতে অবস্থিত?





উত্তরঃ C) ভাগীরথী

 

19. নিম্নলিখিত কোন শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়?





উত্তরঃ D) দিল্লি

 

20. জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত?





উত্তরঃ D) ঝিলাম

 

21. শিপ্রা কার সহায়ক নদী?





উত্তরঃ A) চম্বল

 

22. সুরাট কোন নদীর তীরে অবস্থিত?





উত্তরঃ A) তাপ্তি

 

23. নর্মদা ও শোন নদীর উৎপত্তিস্থল কোথায়?





উত্তরঃ A) অমরকন্টকের মৈকাল পর্বত

 

24. গন্ডকী নদীর উৎপত্তিস্থল কোথায়?





উত্তরঃ B) নেপাল

 

25. কোশী নদীর উৎপত্তিস্থল কোথায়?





উত্তরঃ A) সপ্তকোশী






More Important GK Link
সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad