Ads Area

2nd June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

2nd June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

2nd June 2021 Current Affairs in Bengali
2nd June 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 2nd June 2021 Current Affairs এর 11 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 2nd June 2021 Current Affairs, June 2021 Current Affairs



2nd June 2021 Current Affairs in Bengali::


1. আই এ এস অফিসার হরি কৃষ্ণ দ্বিবেদী কোন রাজ্যের নতুন মুখ্য সচিব (new Chief Secretary) পদে নিযুক্ত হতে চলেছেন?
➢ পশ্চিমবঙ্গ
☞ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হলেন বি পি গোপালিকা।
☞ পশ্চিমবঙ্গের লোকনৃত্য - কাঁথি, গম্ভীরা, ঢালী, যাত্রা, বাউল, মহল, কীর্তন।
☞ পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক - বক্সা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক।

2. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মুখ্য উপদেষ্টা (chief advisor to Chief Minister) হিসেবে কে নিযুক্ত হলেন?
➢ আলাপন বন্দ্যোপাধ্যায়
☞ ইনি পূর্বে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব পদে নিযুক্ত ছিলেন।
☞ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
☞ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।

3. কোন রাজ্য সরকার করোনায় পিতা-মাতা হারানো শিশুদের জন্য 'Sishu Sewa Achoni Scheme' লঞ্চ করল?
➢ আসাম
☞ এই যোজনার আওতায় শিশুদের প্রতি মাসে 3500 টাকা দেওয়া হবে। পড়াশোনা করলে কিংবা প্রফেশনাল কোর্স করলে তাদেরকে ল্যাপটপ বা ট্যাবলেট দেওয়া হবে।
☞ বিবাহযোগ্য বয়সের মেয়েদের ক্ষেত্রে যারা বাবা-মা হারিয়েছেন আসাম সরকার অরুন্ধতী স্বর্ণ প্রকল্পের আওতায় one tola of gold এবং এককালীন আর্থিক সহায়তা দেবে 50000 টাকা।
☞ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
☞ আসামের রাজ্যপাল জগদীশ মুখী।

4. বিশ্ব দুগ্ধ দিবস (World Milk Day) কবে পালিত হয়?
➢ 1 জুন।
☞ বিশ্বজুড়ে খাদ্য হিসেবে দুগ্ধের পুষ্টিগত গুরুত্ব তুলে ধরতে ও প্রচার চালাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।
☞ 2021 Theme - Sustainability in the diary sector with messages on the Environment nutrition and socio-Economics

5. বিশ্ব পিতামাতা দিবস (World Parent's Day) কবে পালিত হয়?
➢ 1 জুন।
☞ 2021 Theme - Appreciate all parents throughout the world
☞ সন্তানদের প্রতি পিতা-মাতার নিঃস্বার্থ ভালোবাসা ও দায়িত্ববোধ এবং সারা জীবন ব্যাপী ত্যাগের জন্য তাদের অবদান তুলে ধরতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।

6. এশিয়ার মধ্যে প্রথম অন্ধ পর্বতারোহী হিসাবে এভারেস্ট জয় করলেন Zhang Hong, ইনি কোন দেশের পর্বতারোহী?
➢ চীন
☞ চীনের রাজধানী বেজিং।
☞ চীনের মুদ্রা রেনমিনবি।
☞ চীন প্রেসিডেন্ট - Xi Jinping

7. ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন?
➢ জাস্টিস বিক্রমজীত সেন
☞ ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন এর নতুন নাম হল ইন্ডিয়ান ব্রডকাস্টিং এন্ড ডিজিটাল ফাউন্ডেশন।
☞ প্রতিষ্ঠা সাল 1999.

8. কোন রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য Udaan Scheme লঞ্চ করল?
➢ পাঞ্জাব
☞ Udaan Scheme এর উদ্বোধন করলেন পাঞ্জাবের ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট মন্ত্রী অরুনা চৌধুরী।
☞ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
☞ পাঞ্জাবের রাজ্যপাল বিজেন্দর পাল সিং বাদানোর।
☞ পাঞ্জাবের রাজধানী চন্ডিগড়।

9. কোন বোর্ড কভিড-19 এর বিরুদ্ধে লড়াই করার জন্য Young warrior movement লঞ্চ করল?
➢ CBSE
☞ CBSE এর চেয়ারম্যান মনোজ আহুজা।
☞ সদরদপ্তর নিউ দিল্লি।
☞ প্রতিষ্ঠা সাল 3 নভেম্বর 1962.
☞ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

10. "Stargazing: The Players in My Life" এই বইটির লেখক কে?
➢ রবি শাস্ত্রী
☞ এই বইটির co-author Ayaz Menon.
☞ রবি শাস্ত্রী বর্তমানে ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত আছেন।
☞ এই বইটি প্রকাশিত হবে 25 জুন।

11. সাউথ সুদান দেশের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন?
➢ বিষ্ণু কুমার শর্মা
☞ সাউথ সুদানের রাজধানী জুবা।
☞ মুদ্রা - সাউথ সুদানীস পাউন্ড।





More Current Affairs

Link

1st June 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad