Ads Area

3rd June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

3rd June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

3rd June 2021 Current Affairs in Bengali
3rd June 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 3rd June 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 3rd June 2021 Current Affairs, June 2021 Current Affairs




3rd June 2021 Current Affairs in Bengali::


1. কোন রাজ্য সরকার 'ঘরঘর ঔষধি যোজনার' আওতায় প্রতিটা পরিবারকে ঔষধি গাছ প্রদান করার কথা ঘোষণা করল?
➢ রাজস্থান
☞ এই মেগা স্কিমটি রাজ্যে বসবাসকারী 1,26,50,000 পরিবারের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে, তাদের নির্বাচিত চারটি ঔষধি গাছগুলি হল তুলসী, অশ্বগন্ধা গিলোয় এবং কালমেঘ (Tulsi, Ashwagandha, Gilloy and Kalmegh)
☞ রাজ্য সরকার পাঁচ বছরের এই প্রকল্পের জন্য 210 কোটি টাকার তহবিল অনুমোদন করেছে যার মধ্যে রাজ্যের অর্ধেক পরিবারের মধ্যে পাঁচ কোটিরও বেশি চারা বিতরণের জন্য প্রথম বছরে 31.4 কোটি টাকা ব্যয় করা হবে।
☞ প্রতিটি পরিবার একসাথে পার্টি ছাড়া পাবেন চারটি গুল্মের প্রত্যেকটির দুটি করে। পাঁচ বছরের প্রতিটি পরিবার মোট 24 টি চারা পাবেন।
☞ রাজস্থানের রাজধানী জয়পুর।
☞ মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
☞ রাজ্যপাল কলরাজ মিশ্র।

2. তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়?
➢ 2 জুন
☞ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কালভাকুন্তলা চন্দ্রশেখর রাও।
☞ তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন।
☞ তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ।

3. ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হতে চলেছেন?
➢ অরুণ কুমার মিশ্র
☞ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিত্র ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হতে চলেছেন।
☞ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন প্রতিষ্ঠা সাল 12 অক্টোবর 1993।
☞ সদরদপ্তর নিউ দিল্লি।

4. সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) এর অতিরিক্ত চেয়ারম্যান পদে কে দায়িত্বভার গ্রহণ করলেন?
➢ জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র
☞ এর আগে এই পদে নিযুক্ত ছিলেন প্রমোদ চন্দ্র মোদি। তার কার্যকালের মেয়াদ শেষ হয় 31 মে।
☞ Central Board of Direct Taxes প্রতিষ্ঠা সাল 1924
☞ সদরদপ্তর নিউ দিল্লি।

5. কোন কেন্দ্রীয় মন্ত্রী তামাক নিয়ন্ত্রণ পদক্ষেপের জন্য WHO Director General special recognition award পেলেন?
➢ ডক্টর হর্ষবর্ধন
☞ তিনি বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পদে নিযুক্ত আছেন।
☞ বিশ্ব তামাক বিরোধী দিবস এর দিনে এটি প্রদান করা হয়।
☞ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা সাল এপ্রিল 1948।
☞ সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

6. Magma Fincorp এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
➢ আদার পুনাওয়ালা
☞ ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অভয় ভুটাডা।
☞ Magma Fincorp সদর দপ্তর পশ্চিমবঙ্গ।
☞ প্রতিষ্ঠা সাল 1988।

7. Configuration of Indian Industry এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন?
➢ টিভি নরেন্দ্রন
☞ বর্তমানে টিভি নরেন্দ্রন টাটা স্টিল লিমিটেড এর চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত আছেন।
☞ প্রতিষ্ঠা সাল 1999.

8. কোন অনলাইন ফার্মেসি কোম্পানি ভারতের বৃহত্তম অনলাইন ফার্মেসি কোম্পানি খোলার জন্য Medlife এর সঙ্গে অংশীদারিত্ব করল?
➢ Pharmeasy
☞ Medlife প্রতিষ্ঠা সাল 2017।
☞ প্রতিষ্ঠাতা - তুষার কুমার, প্রশান্ত সিং।
☞ সদরদপ্তর ব্যাঙ্গালোর।
☞ CEO - তুষার কুমার।
☞ Pharmeasy প্রতিষ্ঠা সাল 2014।
☞ সদরদপ্তর মুম্বাই।

9. বিশ্ব বাইসাইকেল দিবস কবে পালিত হয়?
➢ 3 জুন।
☞ আধুনিক অটোমোবাইলের যুগে বাইসাইকেল এর ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। এর উদ্দেশ্য হলো বাইসাইকেল পরিবহনের পক্ষে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব মাধ্যম।

10. টাটা কনসালটেন্সি সার্ভিসেস ইউরোপের কোন দেশে তাদের প্রথম ইনোভেশন সেন্টার খুলতে চলেছে?
➢ নেদারল্যান্ডস
☞ TCS CEO: রাজেশ গোপিনাথান।
☞ প্রতিষ্ঠা সাল 1 এপ্রিল 1968।
☞ সদরদপ্তর মুম্বাই।
☞ নেদারল্যান্ড এর রাজধানীর নাম আমস্টারডাম।
☞ নেদারল্যান্ডের মুদ্রা ইউরো।



More Current Affairs

Link

2nd June 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad