Ads Area

10th May, 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | Daily Current Affairs in Bengali - Bangla GK Diary

10th May, 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | Daily Current Affairs in Bengali - Bangla GK Diary


10th May Current Affairs in Bengali
10th May Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 10th May, 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।
Daily Current Affairs, Daily Current Affairs in Bengali, Current Affairs 2021 India, Current Affairs 2021 questions and answers, Current Affairs 2021, May 2021 Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর




10th May Current Affairs in Bengali::


1. বিশ্বের প্রথম artificial intelligence (AI) ship এর নাম কী?
>> Mayflower 400.
▪️ IBM এর সাথে সামুদ্রিক গবেষণা সংস্থা ProMare-র গবেষকদের একটি দল সম্প্রতি বিশ্বের এই artificial intelligence ship তৈরি করেছে যা Mayflower 400 নামে পরিচিত।

2. বিমান বন্দ্যোপাধ্যায় কোন রাজ্যের বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হলেন?
>> পশ্চিমবঙ্গ।
▪️ বিমান বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হলেন। তিনি 2011 সালে প্রথমবার বিধানসভার স্পিকার হয়েছিলেন। ভারতীয় সংবিধানের 178 নং ধারায় রাজ্য বিধানসভার স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কথা বলা আছে।

3. কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ভার্চুয়ালি G20 tourism ministers meeting অংশগ্রহণ করলেন, এবছর এটি কোথায় অনুষ্ঠিত হলো?
>> ইতালি।
▪️ G20 tourism ministers meeting, 2021 সালের 4 মে অনুষ্ঠিত হয়েছে। এর মূল লক্ষ্য পর্যটন শিল্পে উন্নতি করা ও কর্মসংস্থান।

4. কে 2021 সালে Saraswati Bai Dada Saheb Phalke Iconic International Women of the Year Award পেলেন?
>> শ্বেতা নেমা।
▪️ ইনি Sanchi Buddhist Indian knowledge studies এর একজন PHD ছাত্রী।

5. TikTok এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন?
>> শৌজি চিউ।
▪️ TikTok চীনে Douyin নামে পরিচিত।

6. কোন ব্যাংক SHWAS এবং AROG লোন স্কিম চালু করলো?
>> SIDBI.
▪️ Small Industries Development Bank of India ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগীদের এই করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য এই দুটি লোন স্কিম চালু করলো।

7. NASA এর অ্যাডমিনিস্ট্রেটর পদে কে নিযুক্ত হলেন?
>> বিল নেলসন।
▪️ ইনি নাসার 14 তম অ্যাডমিনিস্ট্রেটর। NASA এর সদর দপ্তর ইউনাইটেড স্টেটের ওয়াশিংটন ডিসি তে।

8. World hand hygiene day (বিশ্ব হাত স্বাস্থ্যবিধি দিবস) কবে পালিত হয়?
>> 5 মে।
▪️ 2021 এর থিম: 'Hygiene at point of care'

9. কোন বলিউড অভিনেত্রী 2021 সালে champion of change award পেলেন?
>> সুস্মিতা সেন।
▪️ মহিলা ক্ষমতায়ন ও সমাজ কল্যাণে তার অবদানের জন্য তাকে এই সম্মানজনক জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়। ইনি 1994 সালে মিস ইউনিভার্স হন।

10. 9 মে অর্থাৎ 25 বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্ম দিবস পালিত হল?
>> 160 তম।
▪️ ইনি 7 মে (25 বৈশাখ) 1861 সালে কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। ইনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।



More Current Affairs

Link

9th May, 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad