Ads Area

9th May, 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | Daily Current Affairs in Bengali - Bangla GK Diary

9th May, 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | Daily Current Affairs in Bengali - Bangla GK Diary

9th May Current Affairs in Bengali
9th May Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 9th May, 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Daily Current Affairs, Daily Current Affairs in Bengali, Current Affairs 2021 India, Current Affairs 2021 questions and answers, Current Affairs 2021, May 2021 Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর



Read This ☞ জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর পর্ব - ১




9th May Current Affairs in Bengali



1. কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন?
>> এন রঙ্গস্বামী।
(এন রঙ্গস্বামী All India NR Congress এর প্রতিষ্ঠাতা। পদুচেরি রাজ্যপাল পদে নিযুক্ত আছেন তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন।)

2. বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়?
>> 8 মে।
(2021 এর থিম ছিল - "Addressing Health Inequalities Across the Global Thalassemia Community".)

3. 2021 সালে বিশ্ব পরিযায়ী পাখি দিবস কবে পালিত হল?
>> 8 মে।
(বছরে দুবার বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপিত করা হয়। মে মাসের দ্বিতীয় শনিবার এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার। 2006 সালে প্রথম এই দিনটি পালন করা হয়। 2021 এর Theme: "Sing, Fly, Soar - Like a Bird".)

4. কোন সংস্থা পৃথিবীতে প্রথম 2 ন্যানোমিটার প্রসেস চিপ তৈরি করল?
>> IBM
(IBM এর সদরদপ্তর নিউইয়র্ক। IBM এর CEO অরবিন্দ কৃষ্ণা।)

5. কোন ভারতীয় বিভাগ সম্প্রতি কোভিড ম্যানেজমেন্ট সেল তৈরি করল?
>> Indian Army.
(ভারতীয় সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নারাভানে। Indian Army Day প্রতিবছর 15 January পালন করা হয়।)

6. রোবটিক সোলার প্যানেল ক্লিনিক টেকনোলজি তৈরি করল Ecoppia, এটি কোন দেশের কোম্পানি?
>> ইজরায়েল।
(ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের রাজধানী জেরুজালেম।)

7. কোন রাজ্য সরকার করোনাভাইরাস এর জন্য মুখ্যমন্ত্রী সেবা সংকল্প হেল্পলাইন 1100 চালু করল?
>> হিমাচল প্রদেশ।
(হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা, শীতকালীন রাজধানী ধর্মশালা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, রাজ্যপা
ল বন্দারু দত্তাত্রেয়।)

8. কোন সোশ্যাল মিডিয়া ভারতে তাদের মোবাইল অ্যাপে vaccine finder tool এর সংযোজন করল?
>> ফেসবুক।
(ফেসবুক প্রতিষ্ঠা সাল 4 ফেব্রুয়ারি 2004। সদরদপ্তর ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট। ফেসবুক এর CEO মার্ক জুকারবাগ।)

9. করোনা রোগীদের জন্য ফ্রী স্বাস্থ্য আহার যোজনা লঞ্চ করল কোন রাজ্য সরকার?
>> মধ্যপ্রদেশ।
(মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল আনন্দিবেন পাটেল।)

10. 2021 সালে কোন গায়ক Billboard Music Award (BBMAs) এর আইকন পুরস্কারে সম্মানিত হতে চলেছেন?
>> পিঙ্ক ব্যাগ।



More Current Affairs

Link

8th May, 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad