8th May, 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | Daily Current Affairs in Bengali - Bangla GK Diary
8th May Current Affairs in Bengali |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 8th May, 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।
Daily Current Affairs, Daily Current Affairs in Bengali, Current Affairs 2021 India, Current Affairs 2021 questions and answers, Current Affairs 2021 PDF, বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর
8th May Current Affairs in Bengali
1. লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস আওয়ার্ড 2021 কে জিতেছেন?
>> রাফায়েল নাদাল।
(রাফায়েল নাদাল স্পেনের একজন টেনিস প্লেয়ার। রাফায়েল নাদাল দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন। প্রথমবার জিতেছিলেন 2011 সালে।)
2. World Red Cross Day কবে পালিত হয়?
>> 8 মে।
(ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস এর প্রতিষ্ঠাতা হলেন জাঁ হেনরি দুনান্ত। তিনি বিশ্বের মধ্যে প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পান।)
3. বর্ডার রোড অর্গানাইজেশন, 7 মে কততম প্রতিষ্ঠা দিবস পালন করল?
>> 61 তম।
(Border Road Organisation এর সদরদপ্তর নিউ দিল্লি। প্রতিষ্ঠা সাল 7 মে 1960।)
4. "The Bench" বইটির লেখক কে?
>> মেঘান মার্কেল।
(এই বইটি শিশুদের বই। বইটি প্রকাশিত হবে 8 জুন।)
5. বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালিত হয়?
>> 5 মে।
(1996 সালে প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স দিবস উদযাপিত হয়েছিল।)
6. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল অটো অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করল?
>> দিল্লি।
(দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল।)
7. করোনা রোগীদের চিকিৎসার জন্য Ivejaj নামে ট্যাবলেট কে লঞ্চ করল?
>> বাজাজ হেলথকেয়ার।
(বাজাজ হেলথকেয়ার লিমিটেড এর প্রতিষ্ঠাকাল 1993। Ivejaj নামে ট্যাবলেটটি একটি অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ।)
8. কোন রাজ্য সরকার জলসম্পদ কে পুনরুজ্জীবিত করতে রাজ্যের জেলায় জেলায় প্রভার ধারা যোজনা লঞ্চ করল?
>> হিমাচল প্রদেশ।
(হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা, শীতকালীন রাজধানী ধর্মশালা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়।)
9. কোন সংস্থা Cheakmate Covid initiative লঞ্চ করল?
>> AICF।
(All India Chess Federation চেকমেট কভিড ইনিসিয়েটিভ চালু করল। AICF এর বর্তমান প্রেসিডেন্ট সঞ্জয় কাপুর।)
10. 2021 সালে Arline pacht global vision award কে পেলেন?
>> গীতা মিত্তাল।
(গীতা মিত্তাল প্রথম ভারতীয় বিচারক হিসেবে এই পুরস্কার পেলেন।)
More Current Affairs |
Link |
---|---|
7th May Current Affairs |
Please do not enter any spam link in the comment box.