Ads Area

7th May, 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | Daily Current Affairs in Bengali - Bangla GK Diary

7th May, 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | Daily Current Affairs in Bengali - Bangla GK Diary

7th May Current Affairs in Bengali
7th May Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 7th May, 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs 2021 India, Current Affairs 2021 questions and answers, Current Affairs 2021 in Bengali, বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর




7th May Current Affairs in Bengali




1. পৃথিবীর দীর্ঘতম 'পায়ে-হাঁটা ঝুলন্ত ব্রিজ' কোথায় নির্মিত হল?
>> পর্তুগাল।
(পাইভা নামক নদীতে 175 মিটার উচ্চতায় 500 মিটারের বেশি দীর্ঘ ঝুলন্ত সেতুটি নির্মাণ করতে 2.8 মিলিয়ন ইউরো খরচ হয়েছে)।

2. Indian Institute of Rice Research এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
>> আর এম সুন্দরাম।
(Indian Council of Agricultural Research এর একটি শাখা IIRR এর ডিরেক্টর পদে নিযুক্ত হন রমন মীনাক্ষী সুন্দরাম)।

3. সম্প্রতি প্রয়াত ডি. কল্যানাম কার ব্যক্তিগত সচিব ছিলেন?
>> মহাত্মা গান্ধী।
(তিনি 1943-1948 পর্যন্ত মহাত্মা গান্ধীর সচিব ছিলেন)।

4. কোন রাজ্য সরকার 'মাটির খেলনা'কে জি.আই (G.I) ট্যাগ দেওয়ার কথা ঘোষণা করল?
>> তামিলনাড়ু।
(তামিলনাড়ুর লোকনৃত্য গুলি হল ভারতনাট্যম, কুমি, কোলাট্যম, কাভাদি)।

5. তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?
>> এম কে স্ট্যালিন।
(তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল হলেন বনওয়ারিলাল পুরোহিত)।

6. কোন রাজ্য করোনা আক্রান্তদের জন্য 'বিনামূল্যে আহার যোজনা' চালু করল?
>> মধ্যপ্রদেশ।

7. কোন রাজ্য সরকার রাজ্যের সাংবাদিকদের জন্য 'গোপাবন্ধু সাংবাদিকতা স্বাস্থ্য বীমা যোজনা' চালু করল?
>> ওড়িশা।
(এই বীমা যোজনার আওতায় প্রতিটি সাংবাদিককে 2 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা কভার সরবরাহ করা হবে এবং দায়িত্ব পালন কালে কেভিড 19 এর ফলে মারা যাওয়া সাংবাদিকদের পরিবারকে 15 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে)।

8. 'International Day of Midwife' কবে পালিত হয়?
>> 5 মে।
(দেশজুড়ে জনগণের স্বাস্থ্যের উন্নয়নের ধাত্রীদের অবদানের জন্য তাদের সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। 2021 সালের থিম ছিল Follow the data : Invest in Midwives।)

9. 'THDC India Limited' এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
>> বিজয় গোয়েল।
(THDC India Limited এর সদরদপ্তর ঋষিকেশ। বিজয় গোয়েল 1 মে থেকে দায়িত্বভার গ্রহণ করলেন।)

10. সম্প্রতি প্রয়াত মানস বিহারী ভর্মা কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন?
>> অ্যারোনোটিক্যাল বিজ্ঞানী।
(2018 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।)



More Current Affairs

Link

6th May Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad