Ads Area

1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জি.কে প্রশ্ন ও উত্তর পর্ব - ২ | Geography GK Questions in Bengali

1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জি.কে প্রশ্ন ও উত্তর পর্ব - ২ | Geography GK Questions in Bengali


ভূগোল জি.কে প্রশ্ন ও উত্তর পর্ব - ২
ভূগোল জি.কে প্রশ্ন ও উত্তর পর্ব - ২

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভূগোল থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। পৃথিবীর ভূগোল, আন্তর্জাতিক ভূগোল, ভারতের ভূগোল প্রশ্ন উত্তর, ভূগোল gk, পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর এইসব বিষয় থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রতিটি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই প্রয়োজন।
এই সিরিজে আমরা ১০০০+ গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন, যেগুলি পরীক্ষায় বারবার এসেছে সেগুলি আপনাদের জন্য নিয়ে আসব। আজ আপনাদের জন্য ভূগোল জি.কে প্রশ্ন উত্তর পর্ব - ২ শেয়ার করলাম যেখানে ২০ টি গুরুত্বপূর্ণ Geography GK MCQ in Bengali দেওয়া হয়েছে। প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নিন আর দেখুন কতগুলি উত্তর আপনার জানা আছে।




ভূগোল জি.কে প্রশ্ন ও উত্তর পর্ব - ২


❒ উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয়?


A) আমস্টারডাম
B) লন্ডন
C) টরেন্টো
D) অসলো


উত্তরঃ A) আমস্টারডাম


❒ কোন রাজ্যে গঙ্গার দৈর্ঘ্য সবচেয়ে বেশি?


A) উত্তরাখণ্ড
B) উত্তর প্রদেশ
C) বিহার
D) ঝাড়খন্ড


উত্তরঃ B) উত্তর প্রদেশ


❒ প্রতিদিন আবর্তন এর সঙ্গে সঙ্গে পৃথিবী তার কক্ষপথের কতটা পথ এগিয়ে যায়?


A) প্রায় 1 ডিগ্রি
B) প্রায় 2 ডিগ্রি
C) প্রায় 3 ডিগ্রি
D) প্রায় 4 ডিগ্রি


উত্তরঃ A) প্রায় 1 ডিগ্রি


❒ বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়?


A) দামোদর
B) রূপনারায়ন
C) দারকেশ্বর
D) জলঢাকা


উত্তরঃ A) দামোদর


❒ গঙ্গার সবথেকে বড় উপনদীর নাম কি?


A) যমুনা
B) গন্ডোক
C) ঘাঘরা
D) কুশি


উত্তরঃ A) যমুনা


❒ কোন দেশকে 'দক্ষিণের ব্রিটেন' বলা হয়?


A) অস্ট্রেলিয়া
B) নিউজিল্যান্ড
C) সাউথ আফ্রিকা
D) ভারত


উত্তরঃ B) নিউজিল্যান্ড


❒ গ্রিনিচ মধ্যরেখা আরেকটি কোন নামে পরিচিত?


A) অসলো টাইম
B) জুলু টাইম
C) সিডনী টাইম
D) নিউইয়র্ক টাইম


উত্তরঃ B) জুলু টাইম


❒ অ্যানিমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়?


A) বাতাসের গতিবেগ
B) সমুদ্রের গতিবেগ
C) প্রাণীদের বুদ্ধিমত্তা
D) ভূমিকম্পের তীব্রতা


উত্তরঃ A) বাতাসের গতিবেগ


❒ ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়?


A) জয়সলমীর
B) মাউন্ট আবু
C) ইটানগর
D) লে


উত্তরঃ D) লে


❒ গঙ্গা কটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে?


A) 4 টি
B) 7 টি
C) 6 টি
D) 5 টি


উত্তরঃ D) 5 টি


❒ 'পঞ্চ নদীর দেশ' নিচের কোনটি?


A) মায়ানমার
B) পাঞ্জাব
C) শ্রীলঙ্কা
D) মধ্যপ্রদেশ


উত্তরঃ B) পাঞ্জাব


❒ পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?


A) হিমালয়
B) আল্পস
C) আন্দিজ
D) রকি


উত্তরঃ C) আন্দিজ


❒ সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি?


A) বুধ
B) মঙ্গল
C) বৃহস্পতি
D) শুক্র


উত্তরঃ D) শুক্র


❒ পৃথিবীর কোথায় প্রথম রেলপথ স্থাপিত হয়?


A) মার্কিন যুক্তরাষ্ট্র
B) উত্তর-পূর্ব ইংল্যান্ড
C) জার্মানি
D) জাপান


উত্তরঃ B) উত্তর-পূর্ব ইংল্যান্ড


❒ পৃথিবীর কোন দেশে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক?


A) শ্রীলঙ্কা
B) পাকিস্তান
C) মালয়েশিয়া
D) বাংলাদেশ


উত্তরঃ D) বাংলাদেশ


❒ পৃথিবীর কোন শহরে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক?


A) কলকাতা
B) মেক্সিকো সিটি
C) মস্কো
D) টোকিও


উত্তরঃ D) টোকিও


❒ ভারতের কোন শহরকে 'প্রাচ্যের ভেনিস বা রোম' বলা হয়?


A) কোচি
B) কলকাতা
C) গুয়াহাটি
D) শিলং


উত্তরঃ A) কোচি


❒ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি?


A) কৃষ্ণা
B) কাবেরী
C) গোদাবরী
D) গঙ্গা


উত্তরঃ C) গোদাবরী


❒ কোন নদীকে কাশ্মীরের 'ভেত' বলে ডাকা হয়?


A) বিতস্তা
B) চেনাব
C) গণ্ডকী
D) ঝিলাম


উত্তরঃ D) ঝিলাম


❒ পৃথিবীর স্থলভাগের ক্ষেত্রফল প্রায়-


A) 360 মিলিয়ন বর্গ কিমি
B) 252 মিলিয়ন বর্গ কিমি
C) 148 মিলিয়ন বর্গ কিমি
D) 125 মিলিয়ন বর্গ কিমি


উত্তরঃ C) 148 মিলিয়ন বর্গ কিমি




More Important GK Link
ভূগোল জি.কে প্রশ্ন ও উত্তর পর্ব - ১ Click Here

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad