7th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
![]() |
7th June 2021 Current Affairs in Bengali |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 7th June 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 7th June 2021 Current Affairs, June 2021 Current Affairs
7th June 2021 Current Affairs in Bengali::
1. 2021 সালে ইন্টারন্যাশনাল বিজনেস বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন কে?
➢ নীতিন রাকেশ ও জেরি উইন্ড
☞ Transformation in times of crisis বইটির জন্য এই পুরস্কার পেলেন।
☞ বইটির প্রকাশক Notion press.
2. কোন আইআইটি এশিয়ার মধ্যে প্রথম International memory studies workshop এর আয়োজন করল?
➢ IIT Madras
☞ এই ওয়ার্কশপ টি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল 26 এপ্রিল থেকে 30 এপ্রিল এবং এতে 108 জন রেজিস্টার করেছিল অংশগ্রহণ করার জন্য।
☞ আইআইটি মাদ্রাজ প্রতিষ্ঠা সাল 1959।
☞ চেয়ারম্যান পবন কুমার গোয়েঙ্কা।
3. International hockey federation এর তালিকায় কোন দেশ প্রথম স্থানে আছে?
➢ বেলজিয়াম
☞ প্রথম স্থানে আছে বেলজিয়াম।
☞ দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।
☞ তৃতীয় স্থানে আছে নেদারল্যান্ড।
☞ চতুর্থ স্থানে আছে ভারত।
☞ ভারতের মহিলা হকি টিমের স্থান নবমতম।
☞ সদর দপ্তর Lausanne, Switzerland
4. বিশ্বব্যাঙ্কের শিক্ষা উপদেষ্টা হিসাবে কোন ভারতীয় শিক্ষক নিযুক্ত হলেন?
➢ রঞ্জিত সিং দিসালে
☞ রঞ্জিত সিং দিসালে 2020 সালে গ্লোবাল টিচার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।
☞ তিনি এই পুরস্কার পেয়েছিলেন মেয়েদের শিক্ষার প্রসারের অসামান্য অবদানের জন্য।
☞ বিশ্ব ব্যাঙ্ক সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেট।
☞ বিশ্ব ব্যাঙ্ক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
☞ প্রতিষ্ঠা সাল জুলাই 1944.
5. Hisab Ki Kitaab নামে শর্টফিল্ম লঞ্চ করলেন কে?
➢ অনুরাগ ঠাকুর
☞ শ্রী অনুরাগ সিং ঠাকুর বর্তমানে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী পদে নিযুক্ত আছেন।
6. বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস (World Food Safety Day) কবে পালিত হয়?
➢ 7 জুন
☞ 2018 সালের ডিসেম্বরে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এই দিনটি পালনের উদ্যোগ নেয়।
☞ ইউনাইটেড নেশনস এর ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এন্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই দিনটি উদযাপন করেছে।
☞ 2021 Theme: 'Safe food today for a healthy tomorrow'
7. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ক্লাসের ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য YounTab সিকিম লঞ্চ করল?
➢ লাদাখ
☞ লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর 5 জুন এটি লঞ্চ করেন।
☞ এই যোজনার আওতায় মোট 12300 টি ট্যাবলেট প্রদান করা হবে।
☞ লাদাখের রাজধানী লে, কারগিল।
8. ভারতীয় মহিলা ক্রিকেট দল কোন দেশে প্রথম পিঙ্ক বল টেস্ট খেলতে চলেছে?
➢ অস্ট্রেলিয়া
☞ ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ রমেশ পাওয়ার।
☞ ভারতের মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওডিআই ক্যাপ্টেন মিতালি রাজ।
☞ টি-টোয়েন্টি ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর।
☞ অস্ট্রেলিয়া রাজধানী ক্যানবেরা।
☞ অস্ট্রেলিয়া মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার।
☞ অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী স্কট মরিসন।
9. কোন কেন্দ্রীয় মন্ত্রী SAGE প্রোগ্রাম লঞ্চ করলেন?
➢ থাওরচাঁদ গেহলট
☞ SAGE সম্পূর্ণ নাম Seniorcare Aging Growth Engine
☞ এটা লঞ্চ করলেন 4 জুন
☞ থাওরচাঁদ গেহলট বর্তমানে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী পদে নিযুক্ত আছেন।
10. কোন দেশ Islam map প্রকাশ করল?
➢ অস্ট্রিয়া
☞ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
☞ মুদ্রা ইউরো।
More Current Affairs |
Link |
---|---|
6th June 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.