Ads Area

6th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

6th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

6th June 2021 Current Affairs in Bengali
6th June 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 6th June 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 6th June 2021 Current Affairs, June 2021 Current Affairs



6th June 2021 Current Affairs in Bengali::


1. 2021 সালে কোপা আমেরিকা কোন দেশে অনুষ্ঠিত হবে?
➢ ব্রাজিল
☞ এবছর কোপা আমেরিকা 47 তম।
☞ 2021 কোপা আমেরিকা ব্রাজিলে অনুষ্ঠিত হবে 13 জুন থেকে 10 জুলাই পর্যন্ত।
☞ কোপা আমেরিকা খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 2020 সালের 12 জুন থেকে 12 জুলাই কিন্তু করোনা ভাইরাসের কারণে বাতিল হয়।
☞ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া।
☞ ব্রাজিলের মুদ্রা রিয়েল।


2. কোন নোবেল জয়ী, ব্রিটিশ ম্যাগাজিন Vogue এর জুলাই সংখ্যার কভার পেজে স্থান পেলেন?
➢ মালালা ইউসুফজাই
☞ প্রথম ব্রিটিশ পাকিস্তানি হিসাবে ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ কন্যা হলেন সমাজকর্মী তথা বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার জয়ী।
☞ 2014 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী হিসেবে।
☞ শিশুদের প্রতি অবিচারের বিরুদ্ধে ও শিক্ষার অধিকারের লড়াইয়ের জন্য মালালা ইউসুফজাই ও ভারতীয় সমাজকর্মী কৈলাস সত্যার্থী কে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।


3. প্যারিসে অবস্থিত বিশ্বের বৃহত্তম মিউজিয়াম লুভর মিউজিয়াম এর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হলেন?
➢ Laurence des cars
☞ 228 বছর পর প্রথম কোনো মহিলা প্রেসিডেন্ট পদে বিশ্বের বৃহত্তম মিউজিয়াম Louvre তে নিযুক্ত হলেন।
☞ ইনি একজন ঐতিহাসিক বিদ।
☞ এটি বিশ্বের বৃহত্তম আর্ট মিউজিয়াম।
☞ এই মিউজিয়ামটি ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত।


4. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা আর্মি সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হলেন?
➢ ক্রিস্টিন ওয়ারমুথ
☞ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।
☞ মুদ্রা ডলার।
☞ রাষ্ট্রপতি জো বাইডেন।


5. ভারত সরকার সিকিমের রোড প্রোজেক্টের জন্য কত মিলিয়ন ডলার লোন নিতে চলেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে?
➢ 2.5 মিলিয়ন মার্কিন ডলার
☞ সিকিমের রাজধানী গ্যাংটক।
☞ সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।
☞ সিকিম রাজ্যপাল গঙ্গাপ্রসাদ।
☞ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর ফিলিপিনস।


6. কানারা ব্যাঙ্কের CFO পদে কে নিযুক্ত হলেন?
➢ এস কে মজুমদার
☞ Canara Bank CEO: লিঙ্গম ভেঙ্কট প্রভাকর।
☞ সদরদপ্তর ব্যাঙ্গালোর।
☞ কানারা ব্যাঙ্ক মার্চ হয়েছে সিন্ডিকেট ব্যাঙ্ক এর সঙ্গে।


7. ঋষিকেশ অরবিন্দ মোদক কোন ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?
➢ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
☞ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র সদরদপ্তর পুনে।
☞ CEO: এ এস রাজীব।


8. কোন ভারতীয় International dairy federation এর বোর্ডে নির্বাচিত হলেন?
➢ আর এস সোধী
☞ আর এস সোধী বর্তমানে গুজরাটের আমুল কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার।
☞ International dairy federation এর সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম।


9. ভারতীয় নৌবাহিনী ডেপুটি চিফ পদে কে নিযুক্ত হলেন?
➢ ভাইস অ্যাডমিরাল রবনীত সিং
☞ চিফ অফ নভাল স্টাফ অ্যাডমিরাল করমবীর সিং ছিলেন 24 তম নৌবাহিনীর চিফ।


10. কোন টেলিকম সংস্থার বিশ্বের বৃহত্তম সাবমেরিন কেবল নেটওয়ার্ক তৈরি করতে চলেছে?
➢ Jio
☞ সমুদ্রের নিচে বিশ্বের বৃহত্তম কেবল সিস্টেম তৈরি করতে চলেছে Reliance Jio
☞ মূলত ভারতকে কেন্দ্র করে তৈরী হবে এই কেবল সিস্টেম।
☞ ভারত ও পার্শ্ববর্তী দেশে বিপুল ডেটার চাহিদা পূরণের জন্য সাবমেরিন কেবল সাপ্লাই SubCom এর সঙ্গে হাত মিলিয়ে এবং সেই সঙ্গে একাধিক আন্তর্জাতিক কোম্পানির সাহায্য নিয়ে এই কাজ করতে চলেছে Jio.
☞ রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানি।
☞ সদরদপ্তর মুম্বাই, মহারাষ্ট্র।






More Current Affairs

Link

5th June 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad