8th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
![]() |
8th June 2021 Current Affairs in Bengali |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 8th June 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 8th June 2021 Current Affairs, June 2021 Current Affairs
8th June 2021 Current Affairs in Bengali::
1. কোন রাজ্য সরকার বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী অনুপ্রতি (Mukhymantri Anuprati) কোচিং যোজনা লঞ্চ করল?
➢ রাজস্থান
❒ রাজস্থান সরকার মেধাবী শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং দেওয়ার জন্য এই যোজনা চালু করল।
❒ এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী, সর্বাধিক পিছিয়ে পড়া শ্রেণী, সংখ্যালঘু এবং অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের শিক্ষার্থীরা কোচিংয়ের সুযোগ নিতে পারবে।
❒ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
❒ রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র।
❒ রাজস্থান রাজস্থান জয়পুর।
2. 2021 সালে কে Nature TTL photographer অ্যাওয়ার্ড পেলেন?
➢ থমাস বিজয়ন
❒ The photograph is titled 'The World is Going Upside Down' (পৃথিবী উল্টে যাচ্ছে)।
❒ ইনি কেরালার বাসিন্দা বর্তমানে কানাডায় বসবাস করেন।
❒ পুরস্কার মূল্য হিসেবে 1500 পাউন্ড পান।
3. ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ হিসেবে কে নিযুক্ত হলেন?
➢ বিবেক রাম চৌধুরী
❒ ভারতীয় বিমান বাহিনীর চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া।
❒ ভারতীয় বিমানবাহিনীর সদরদপ্তর নিউ দিল্লি।
❒ প্রতিষ্ঠা সাল 8 অক্টোবর 1932।
4. কোন আইটি ফার্ম ভারতের তৃতীয় কোম্পানি হিসেবে 3 ট্রিলিয়ন টাকার বাজার মূল্য স্পর্শ করল?
➢ WIPRO
❒ Wipro সদর দপ্তর বেঙ্গালুরু।
❒ প্রতিষ্ঠা সাল 29 ডিসেম্বর 1945 সাল।
❒ MD & CEO - Thierry Delaporte.
❒ চেয়ারম্যান রিশাদ প্রেমজি।
5. কোন রাজ্য সরকার knowledge economy mission লঞ্চ করলেন?
➢ কেরালা
❒ এর নেতৃত্বে আছে Kerala development and innovation strategic council (K-DISC).
❒ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
❒ কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান।
Read This ☞ কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৩
6. RBL Bank এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন?
➢ বিশ্ববীর আহুজা
❒ RBL Bank এর সদরদপ্তর মুম্বাই।
❒ প্রতিষ্ঠা সাল 1943.
7. ফর্মুলা ওয়ান আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স কে জয়লাভ করলো?
➢ সের্জিও পেরেজ
❒ Sergio Perez এটা নিয়ে দ্বিতীয়বার ফর্মুলা ওয়ান রেস জিতল।
❒ 2 বারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেল দ্বিতীয় স্থান অধিকার করেন।
❒ পিয়ের গ্যালসি তৃতীয় স্থান অধিকার করেন।
8. আফগানিস্তান ক্রিকেট দলের ODI ও টেস্ট টিমের ক্যাপ্টেন হিসেবে কে নিযুক্ত হলেন?
➢ হাস্মাতুল্লাহ শাহিদী
❒ আফগানিস্তানের রাজধানী কাবুল।
❒ মুদ্রা আফগানি।
❒ রাষ্ট্রপতি আশরাফ ঘানি।
❒ আফগানিস্তান ক্রিকেট টিমের কোচ ল্যান্স ক্লুসনার।
9. সম্প্রতি ত্রিপুরা রাজ্যের নতুন চিপ সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হলেন?
➢ অলোক কুমার
❒ ত্রিপুরার রাজধানী আগরতলা।
❒ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
❒ ত্রিপুরার রাজ্যপাল রমেশ বাইস।
10. কোন দেশ বসতির জন্য আরেকটি কৃত্রিম আইল্যান্ড তৈরি করতে চলেছে?
➢ ডেনমার্ক
❒ প্রায় 35 হাজার জনবসতির জন্য আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করতে চলেছে ডেনমার্ক।
❒ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন।
❒ ডেনমার্ক এর মুদ্রা ক্রোন।
More Current Affairs |
Link |
---|---|
7th June 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.