Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - General Knowledge in Bengali 2022 Part - 16

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - General Knowledge in Bengali 2022 Part - 16

General Knowledge in Bengali 2022 Part - 16
General Knowledge in Bengali 2022 Part - 16

নমস্কার বন্ধুরা,

এই পেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 যেখানে সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন থাকছে।


GK Questions Answers in Bengali প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। আজকের পাঠের জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - General Knowledge in Bengali 2022 Part - 16 তে থাকছে 36টি General Knowledge এর প্রশ্ন ও উত্তর।


এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Gk questions with answers in bengali 2022 যেখানে আমরা বিভিন্ন Gk questions in bengali নিয়ে আলোচনা করব। জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে। General knowledge questions প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই Bangla question answer দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


Bangla GK Diary is best government exam preparation website in bengali language.

Prepare for the following subjects with us - Current Affairs, Mock Test, Subjective GK (History, Geography, Science, Polity) and Latest Notification.








জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022



১। কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি?

☞ সোডিয়াম কার্বনেট।


২। নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে কোন মৌলটি থাকবেই?

☞ নিকেল।


৩। কোশের কোন কোশ বিভাজনকে 'হ্রাস বিভাজন' বলে?

☞ মায়োসিস।


৪। জার্মান সিলভারের উপাদান কি কি?

☞ তামা, দস্তা ও নিকেল।


৫। উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে হয়?

☞ বার্ণোলীর নীতি।


৬। স্ত্রী কণ্ঠস্বর, পুরুষ কণ্ঠস্বরের থেকে তীক্ষ্ণ হয় কেন?

☞ উচ্চ কম্পাঙ্কের জন্য।


৭। পেট্রোলের রাসায়নিক নাম কি?

☞ গ্যাসোলিন।


৮। কয়লার অসম্পূর্ণ দহনে কি তৈরি হয়?

☞ কার্বন মনোক্সাইড।


৯। 'ব্যারোমিটার' কে আবিষ্কার করেন?

☞ ইভাঞ্জিলিস্তা টরিসেলী।


১০। রসায়নাগারে তৈরি প্রথম জৈব যৌগটির নাম কি?

☞ ইউরিয়া।


১১। সিন্ধু উপত্যকার সব বাড়ি কি দিয়ে তৈরি ছিল?

☞ পোড়ামাটির ইট।


১২। বেদাঙ্গ কয় ভাগে বিভক্ত?

☞ ৬ ভাগে।


১৩। আর্যরা কোন দেবতার পূজো করতো?

☞ প্রাকৃতিক শক্তি।


১৪। মহাবীরের মাতার নাম কি ছিল?

☞ ত্রিশলা।


১৫। জৈন সাহিত্য কোন ভাষায় লেখা?

☞ অর্ধমাগধী বা, প্রাকৃত।


১৬। বৈদিক যুগে স্বর্ণমুদ্রার নাম কি ছিল?

☞ নিষ্ক।


১৭। 'দৈবপুত্র শাহানুশাহী' কাদের উপাধি ছিল?

☞ কুষাণ রাজাদের।


১৮। সমুদ্রগুপ্তের মায়ের নাম কি ছিল?

☞ কুমারদেবী।


১৯। গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন?

☞ কুশীনগরে।


২০। ময়ূর চিহ্নযুক্ত রুপোর মুদ্রা কে প্রচলন করেন?

☞ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।


২১। 'কুলিক অভয়ারণ্য' পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে?

☞ উত্তর দিনাজপুর।


২২। কোন পর্বতের পূর্বাংশ 'কাইমুর' নামে পরিচিত?

☞ বিন্ধ্য।


২৩। 'নকরেক' কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ?

☞ গারো।


২৪। তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে?

☞ জেমু হিমবাহ।


২৫। যে লাভায় প্রচুর গ্যাসীয় গহ্বর পাওয়া যায়, তাকে কি বলে?

☞ স্কোরিয়া।


২৬। কোন জায়গায় গঙ্গা সমভূমিতে অবতরণ করেছে?

☞ হরিদ্বারে।


২৭। গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে যে হ্রদ আছে, তার নাম কি?

☞ কোলার।


২৮। কোন অঞ্চলকে 'দক্ষিণ ভারতের শস্যভান্ডার' বলে?

☞ থাঞ্জাভুর।


২৯। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম কি?

☞ শিবসমুদ্রম।


৩০। ভারতের বৃহত্তম তামার কারখানা কোথায় আছে?

☞ মৌভান্ডার।


৩১। অবসর নেওয়ার পর, সুপ্রিমকোর্টের বিচারপতিরা কি কাজ করতে পারেন না?

☞ আইনজীবীর কাজ।


৩২। সংবিধানের কোন ধারায়, প্রত্যেক রাজ্যে হাইকোর্ট স্থাপনের কথা বলা হয়েছে?

☞ ২১৪ নম্বর।


৩৩। মহকুমা স্তরে দেওয়ানী আদালত কোনটি?

☞ মুন্সেফি আদালত।


৩৪। লোক আদালতের জনক কে?

☞ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পি. এন. ভগবতী।


৩৫। লোকসভার জিরো আওয়ারের মেয়াদকাল কতদিনের?

☞ অনির্দিষ্ট।


৩৬। রাষ্ট্রপতির বক্তৃতা কে তৈরি করেন?

☞ প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট।





READ MORE


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad