জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - General Knowledge in Bengali 2022 Part - 15
General Knowledge in Bengali 2022 Part - 15 |
নমস্কার বন্ধুরা,
এই পেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 যেখানে সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন থাকছে।
GK Questions Answers in Bengali প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। আজকের পাঠের জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - General Knowledge in Bengali 2022 Part - 15 তে থাকছে 36টি General Knowledge এর প্রশ্ন ও উত্তর।
এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Gk questions with answers in bengali 2022 যেখানে আমরা বিভিন্ন Gk questions in bengali নিয়ে আলোচনা করব। জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে। General knowledge questions প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই Bangla question answer দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
Bangla GK Diary is best government exam preparation website in bengali language.
Prepare for the following subjects with us - Current Affairs, Mock Test, Subjective GK (History, Geography, Science, Polity) and Latest Notification.
➜ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (All Part)
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022
১। পেরেকের ওপর হাতুড়ি মারা কোন বলের উদাহরণ?
☞ ঘাত বলের।
২। 'ব্রোমিন' কী?
☞ এক ধরণের তরল অধাতু।
৩। কোন মশাকে 'বাঘ মশা' বলে?
☞ এডিস মশা।
৪। বাষ্পমোচন হার মাপক যন্ত্রের নাম কী?
☞ গ্যানং'স পোটোমিটার।
৫। টাইফয়েড জীবাণুর আকৃতি কেমন?
☞ দণ্ডাকার।
৬। ক্যাপসিড আবরণের সব একককে কী বলে?
☞ ক্যাপসোমিয়ার।
৭। মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে?
☞ ডায়াস্টেজ উৎসেচক।
৮। বৃক্ষ থেকে মূত্র মূত্রাশয়ে আসে কার মাধ্যমে?
☞ গবিনীর মাধ্যমে।
৯। চায়ের পাতায় কোন রেচন পদার্থ পাওয়া যায়?
☞ ট্যানিন।
১০। কে প্রথম কেঁচোকে 'কৃষকের বন্ধু' বলেন?
☞ চার্লস রবার্ট ডারউইন।
১১। 'আত্মীয় সভা' কে প্রতিষ্ঠা করেন?
☞ রাজা রামমোহন রায়।
১২। ব্রিটিশ সরকার কত সালে বঙ্গভঙ্গ খারিজ করেন?
☞ ১৯১১ সালে।
১৩। 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' কে লিখেছিলেন?
☞ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
১৪। 'ভারতসভা' কে স্থাপন করেন?
☞ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১৫। 'ডন সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?
☞ সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
১৬। আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি?
☞ মনা বা, নিষ্ক।
১৭। 'ভবানী মন্দির' বইটি কে প্রকাশ করেন?
☞ অরবিন্দ ঘোষ।
১৮। 'অযোধ্যা কিষাণ সভা'র প্রতিষ্ঠাতা কে ছিলেন?
☞ পন্ডিত জওহরলাল নেহেরু।
১৯। 'চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রবর্তন করেন?
☞ লর্ড কর্নওয়ালিস।
২০। ল্যাটিন ভাষায় 'নিম্বাস' শব্দটির অর্থ কি?
☞ বৃষ্টি।
২১। 'ইউক্রেন' শব্দটির অর্থ কি?
☞ সীমান্তবর্তী বা প্রান্তবর্তী অঞ্চল।
২২। ইউক্রেন অঞ্চলে কৃষ্ণমৃত্তিকাকে কি বলে?
☞ চার্নোজেম।
২৩। 'কাঁসাই' নদীটি কোথা থেকে উৎপন্ন হয়েছে?
☞ বিহারের পার্বত্য অঞ্চল থেকে।
২৪। 'ব্রাহ্মণী' জলপ্রপাত কোন পাহাড়ে আছে?
☞ অযোধ্যা পাহাড়।
২৫। চোলা শৈলশিরা কোথায় আছে?
☞ তিস্তা নদীর পূর্ব দিকে সিকিম ও ভুটান সীমান্তে।
২৬। ভারতের কোন রাজ্য সবথেকে বেশি বক্সাইট উত্তোলন করে?
☞ ওড়িশা।
২৭। বায়ু উষ্ণ হলে কী হয়?
☞ হালকা হয়ে ওপরে উঠে যায়।
২৮। বায়ুতে জলকণা কাকে আশ্রয় করে ভেসে বেড়ায়?
☞ ধূলিকণা।
২৯। উজ্জয়িনী শহর কোন নদীর তীরে অবস্থিত?
☞ শিপ্রা।
৩০। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত সালে হয়েছিল?
☞ ১৯৭৩ সালে।
৩১। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
☞ এম. ফতিমা বিবি।
৩২। হাই কোর্টের বিচারপতির সংখ্যা প্রয়োজনানুসারে কে স্থির করেন?
☞ রাষ্ট্রপতি।
৩৩। ভারতের লোক আদালত কোথায় বসে?
☞ দিল্লি।
৩৪। গ্রাম পঞ্চায়েতে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
☞ ৩০ জন।
৩৫। ভারতীয় সংবিধানে কাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে?
☞ লোকসভার অধ্যক্ষ।
৩৬। 'ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক' কবে প্রতিষ্ঠিত হয়?
☞ ১৯৩৫ সালের ১ এপ্রিল।
READ MORE
▶ ভারতে রামসার সাইট 2022 | Ramsar Sites in India - বাংলা জিকে ডায়েরি
▶ Monthly Current Affairs in Bengali - July 2022 Part 4
▶ ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুলির তালিকা
▶ নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? নিষ্ক্রিয় গ্যাস কয়টি ও কি কি? নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার - Inert Gases
▶ ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল তালিকা - Samadhi Sthal of Famous Leaders in India
Please do not enter any spam link in the comment box.