Ads Area

Monthly Current Affairs in Bengali - July 2022 Part 4 - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - July 2022 Part 4 - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali
Monthly Current Affairs in Bengali

Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali - July 2022 Part 4 - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।


Monthly Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।



READ MORE




Monthly Current Affairs in Bengali - July 2022 Part 4



✱ 'সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস'এর চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ নীতিন গুপ্ত।


✱ কোন দেশে ড্রোন কারখানা চালু করতে চলেছে চেন্নাইয়ের ড্রোন স্টার্টআপ 'গারুদা অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড'?

➥ মালয়েশিয়া।


✱ কোন দেশে সম্প্রতি ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্বোধন হল?

➥ বাংলাদেশ।


✱ ২০২২ সালে মার্কিনী অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম 'Mercer'এর তরফ থেকে প্রকাশিত 'কস্ট অফ লিভিং ইনডেক্স' অনুযায়ী ভারতীয় শহরগুলির মধ্যে বিদেশি কর্মীদের জন্য সবথেকে ব্যয়বহুল শহরের তকমা পেল কোন শহর?

➥ মুম্বই।


✱ সম্প্রতি চামোলি জেলার মন্ডল উপত্যকা থেকে, অত্যন্ত বিরল মাংসাশী উদ্ভিদের খোঁজ পেলেন উত্তরাখণ্ডের বনদপ্তরের একদল গবেষক। উদ্ভিদটির নাম কি?

➥ Utricularia Furcellata।


✱ কোন দেশ সম্প্রতি মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করল?

➥ চিন।


✱ 'অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস'এর প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ 'যাদবপুর বিশ্ববিদ্যালয়'এর উপাচার্য সুরঞ্জন দাস।


✱ ২০২২-'২৩ সালের জন্য, 'কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ'এর প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ আর. দীনেশ।


✱ কোন ভারতীয় বংশোদ্ভূত সম্প্রতি 'ফোর্বস' পত্রিকার বিচারে, মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে ধনী স্ব-প্রতিষ্ঠিত মহিলাদের তালিকায় স্থান পেলেন?

➥ ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী জয়শ্রী ভি. উল্লাল (এই তালিকায় ১৫ তম স্থান পেয়েছেন তিনি)।


✱ সম্প্রতি প্রয়াত পি. গোপীনাথ নায়ার (৯৯ বছর) কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন?

➥ স্বাধীনতা সংগ্রামী।


✱ কোন ৪ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্প্রতি রাজ্যসভার মনোনীত সাংসদ হিসেবে ঘোষণা করা হয়েছে?

➥ বিশিষ্ট ক্রীড়াবিদ পিটি উষা, সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজা, চলচ্চিত্র পরিচালক কোদুরি বিশ্ব বিজয়েন্দ্র প্রসাদ ও মানবতাবাদী ধর্মগুরু ডি. বীরেন্দ্র হেগড়ে।


✱ দক্ষিণ সুদানে, রাষ্ট্রসংঘ মিশনের ফোর্স কম্যান্ডার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ লেফটেন্যান্ট জেনারেল মোহন সুব্রমনিয়াম।


✱ কোন শিক্ষা সংস্থা সম্প্রতি 'পরীক্ষা সঙ্গম' নামে একটি নতুন পোর্টাল চালু করল?

➥ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।


✱ কোন আইআইটি'র গবেষকরা সম্প্রতি ন্যানো-মেটেরিয়াল ব্যবহার করে, ফাস্ট চার্জিং সোডিয়াম ভিত্তিক ব্যাটারি তৈরি করলেন?

➥ আইআইটি খড়গপুর।


✱ সম্প্রতি ভারতীয় বায়ুসেনার ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে যুদ্ধবিমান উড়িয়ে নদীর গড়লেন বাবা-মেয়ে জুটি। কোন যুদ্ধবিমান উড়িয়েছেন তারা?

➥ 'হক-১৩২' যুদ্ধবিমান (বাবার নাম সঞ্জয় শর্মা ও মেয়ের নাম অনন্যা শর্মা)।


✱ মুদ্রাস্ফীতি মোকাবিলায়, কোন দেশ সম্প্রতি স্থানীয় মুদ্রা হিসাবে সোনার মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত নিল?

➥ জিম্বাবোয়ে (ভিক্টোরিয়া ফলসের নামানুসারে এই মুদ্রার নাম রাখা হয়েছে 'মোসি-ও-তুনিয়া')।


✱ ভারতে প্রথম কোন রাজ্য সরকার বিধানসভায় স্বাস্থ্য অধিকার বিল পেশ করতে চলেছে?

➥ রাজস্থান সরকার।


✱ কে সম্প্রতি ২০২২ সালে ভারতের প্রথম 'অ্যানিম্যাল হেলথ সামিট'এর উদ্বোধন করলেন?

➥ কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রী পরষোত্তম রুপালা।


✱ ভারতের নতুন জি-২০ শেরপা হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ 'নীতি আয়োগ'এর প্রাক্তন সিইও অমিতাভ কান্ত।


✱ সুইস প্রযুক্তি কোম্পানি 'Garmin Ltd.'এর একটি ইউনিট 'Garmin India'র প্রচারদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ ভারতীয় ট্রাইঅ্যাথলিট কৌস্তুভ রাদকর।


✱ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন শহরে 'অখিল ভারতীয় শিক্ষা সমাগম'এর উদ্বোধন করলেন?

➥ বারাণসী।


✱ কোন দেশ সম্প্রতি ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ রক্ষার জন্য, ২০২২-২০২৬ সালের জন্য, ইউনেস্কোর ২০০৩ সম্মেলনের আন্তঃসরকারি কমিটিতে নির্বাচিত হল?

➥ ভারত।


✱ কে সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন?

➥ বরিস জনসন।


✱ ২০২২ সালে কে 'মিস ইন্ডিয়া'র সম্মান পেলেন?

➥ কর্নাটকের ২১ বছর বয়সি সিনি শেট্টি।


✱ যুক্তরাজ্যের সংসদের তরফ থেকে, কে সম্প্রতি 'আয়ুর্বেদ রত্ন পুরস্কার' পেলেন?

➥ 'অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ'এর ডিরেক্টর তনুজা নেসারি।


✱ কে সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভার সর্বকনিষ্ঠ (৪৫ বছর) অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন?

➥ রাহুল নারওয়েকর (এই সম্মানিত সাংবিধানিক পদে নির্বাচিত হয়ে, সেইসঙ্গে ভারতের সর্বকনিষ্ঠ অধ্যক্ষেরও তকমা পেলেন তিনি।


✱ সম্প্রতি কোন রেল তাদের দীর্ঘতম স্কাইওয়াক চালু করল?

➥ পশ্চিম রেল (স্কাইওয়াকটি ৩১৪ মিটার দীর্ঘ ও ৪.৪ মিটার চওড়া)।


✱ 'কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি'র প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ আর. দীনেশ।


✱ সম্প্রতি প্রয়াত মহম্মদ সানুশি বারকিন্ডো (৬৩ বছর) 'ওপেক'এর কত তম সেক্রেটারি জেনারেল ছিলেন?

➥ ২৮ তম।


✱ সম্প্রতি ভারতের কোন রাজ্যের একটি জঙ্গলের অংশ সরোজিনী মোহন্তর নামে রাখা হয়েছে?

➥ ওড়িশা।


✱ রেশন দোকানের মাধ্যমে, 'ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট' বাস্তবায়নে, কারা সম্প্রতি ভারতের সব রাজ্যের মধ্যে শীর্ষ স্থান পেল?

➥ ওড়িশা।


✱ বিশ্বের দ্বিতীয় মহিলা হিসাবে, কে সম্প্রতি অঙ্কের নোবেল পুরস্কার 'ফিল্ডস মেডেল' পেলেন?

➥ ইউক্রেনের গণিতবিদ মারিনা ভিয়াজোভস্কা (গোলক প্যাকিংয়ের ক্ষেত্রে অসামান্য কাজের জন্য এই পুরস্কার পেলেন তিনি)।


✱ সম্প্রতি প্রয়াত তরুণ মজুমদার (৯১ বছর) কে ছিলেন?

➥ বাঙালি চলচ্চিত্র পরিচালক।


✱ কোথায় সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া ড্রোন 'অটোনমাস ফ্লাইং উয়িং টেকনোলজি ডেমনস্ট্রেটর'এর সফল পরীক্ষা করল 'ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন'?

➥ কর্ণাটকের চিত্রদূর্গের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ।


✱ ২০২২ সালে কোন দল এই প্রথমবার 'রঞ্জি ট্রফি'তে চ্যাম্পিয়ান হল?

➥ মধ্য প্রদেশ (মুম্বইকে ৬ উইকেটে হারিয়ে)।


✱ কে সম্প্রতি কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারার ১৮ বছরের রেকর্ড ভেঙে এক ওভারে ২৯ রান তুললেন?

➥ ভারতীয় অধিনায়ক জসপ্রীত বুমরা।


✱ বিশ্বের প্রথম দেশ হিসাবে, পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সমান ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নজির গড়ল কারা?

➥ নিউজিল্যান্ড।


✱ সম্প্রতি প্রয়াত ই. এন. সুধীর (৭৬ বছর) কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

➥ ফুটবল।





Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad