Ads Area

Monthly Current Affairs in Bengali - July 2022 Part 5 - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - July 2022 Part 5 - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs - July 2022 Part 5
Monthly Current Affairs - July 2022 Part 5

Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali - July 2022 Part 5 - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।


Monthly Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।



READ MORE




Monthly Current Affairs in Bengali - July 2022 Part 5



✱ কোন প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি রাজস্থানের যোধপুরে 'সুরক্ষা মন্থন ২০২২'এর আয়োজন করল?

➥ ভারতীয় সেনাবাহিনী।


✱ ২০২২ সালে ভারতের বৃহত্তম ডাই অ্যামোনিয়াম ফসফেট সার সরবরাহকারী দেশ কোনটি?

➥ রাশিয়া।


✱ ভোপাল ও ইন্দোর মেট্রো রেল প্রকল্পের জন্য, মেট্রো ট্রেন ও বিভিন্ন সিস্টেম সরবরাহ করার জন্য কোন কোম্পানি সম্প্রতি ৩,২০০ কোটি টাকার একটি অর্ডার জিতল?

➥ ফরাসি কোম্পানি 'অ্যালস্টম'।


✱ 'ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড'এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ রাজেন্দ্র প্রসাদ।


✱ সম্প্রতি প্রয়াত ব্রিজেন্দ্র কুমার সিংগল (৮২ বছর) কিসের বিখ্যাত ছিলেন?

➥ ভারতীয় ইন্টারনেটের জনক।


✱ সম্প্রতি নয়া সংসদ ভবনের ছাদে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অশোক স্তম্ভটির উচ্চতা কত?

➥ ৬.৫ মিটার।


✱ 'বিশ্ব জনসংখ্যা দিবস'এ 'রাষ্ট্রসংঘ'এর তরফ থেকে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে জনসংখ্যার নিরিখে চীনকে ছাপিয়ে যাবে কোন দেশ?

➥ ভারত।


✱ সম্প্রতি প্রয়াত শিনজো আবে (৬৭ বছর) কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?

➥ জাপান।


✱ সম্প্রতি ভারতীয় এয়ারলাইন্সগুলির তালিকায় যুক্ত হল আরও এক নতুন উড়ান সংস্থা। সংস্থাটির নাম কি?

➥ আকাশ এয়ার।


✱ ২০২১ সালে কারা মহারাষ্ট্র সরকারের তরফ থেকে, মর্যাদাপূর্ণ 'মাদার টেরেসা মেমোরিয়াল পুরস্কার ফর সোশ্যাল জাস্টিস' পেলেন?

➥ 'ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম'এর জাতীয় শুভেচ্ছা দুত দিয়া মির্জা ও পরিবেশ কর্মী আফরোজ শাহ।


✱ ভারতের প্রথম এলিভেটেড আরবান এক্সপ্রেসওয়েটির নাম কি?

➥ দ্বারকা এক্সপ্রেসওয়ে।


✱ সম্প্রতি প্রয়াত জোসে এডুয়ার্ডো ডস সান্তোস (৭৯ বছর) কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন?

➥ অ্যাঙ্গোলা।


✱ 'গোয়া শিপ ইয়ার্ড লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ ব্রজেশ কুমার উপাধ্যায়।


✱ কে সম্প্রতি সর্বকনিষ্ঠ হিসাবে দক্ষিণ পোল্যান্ডের ক্রাকোতে, 'অ্যানালগ অ্যাস্ট্রোনট ট্রেনিং সেন্টার' থেকে অ্যানালগ অ্যাস্ট্রনট প্রোগ্রাম সম্পন্ন করে ইতিহাস গড়লেন?

➥ অন্ধ্রপ্রদেশের ১৯ বছর বয়সি জাহ্নবী দাঙ্গেটি।


✱ ভারতের ডেপুটি নির্বাচন কমিশনার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ আর. কে. গুপ্তা।


✱ ভারতে প্রথম কোন রাজ্যে ১৩টি এক্সপ্রেসওয়ে রয়েছে?

➥ উত্তর প্রদেশ।


✱ সম্প্রতি ভারতের কোন রাজ্যে খার্চি পুজো উৎসব অনুষ্ঠিত হয়েছে?

➥ ত্রিপুরা।


✱ নির্মাণ শ্রমিকদের দক্ষতা উন্নত করার জন্য, ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি 'মিশন কুশল কর্মী' কর্মসূচি চালু করেছে?

➥ দিল্লি।


✱ পাঞ্জাবের চিফ সেক্রেটারি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ বিজয় কুমার জানজুয়া।


✱ ২০২২-'২৪ সালের জন্য, 'মার্কেট রিসার্চ সোসাইটি অফ ইন্ডিয়া'র প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ মনীশ মাখিজানি।


✱ কোখায় সম্প্রতি স্বামী রামানুজাচার্যের 'শান্তির মূর্তি' উন্মোচন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?

➥ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে।


✱ ভারতে প্রথম কোন বিমানবন্দরকে কার্বন নিরপেক্ষ বিমানবন্দর হিসাবে গড়ে তোলা হচ্ছে?

➥ লে বিমানবন্দর।


✱ 'রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ সঞ্জয় কুমার।


✱ ভারতের শীর্ষস্থানীয় পোশাক ও টেক্সটাইল নির্মাণকারী সংস্থা 'রেমন্ড লিমিটেড'এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ অতুল সিং।


✱ কোন সংস্থা সম্প্রতি চেন্নাইয়ে, ভারতের প্রথম ৩ডি প্রিন্টেড রকেট ইঞ্জিন ফ্যাক্টরি চালু করল?

➥ স্পেস টেক স্টার্টআপ 'অগ্নিকুল কসমস প্রাইভেট লিমিটেড'।


✱ ভারতে, বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ মুস্তাফিজুর রহমান।


✱ সম্প্রতি নাগপুরে দীর্ঘতম ডাবল ডেকার সেতু তৈরি করে বিশ্বরেকর্ড গড়ল 'ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া' ও মহারাষ্ট্র মেট্রো। সেতুটির দৈর্ঘ্য কত?

➥ ৩.১৪ কিলোমিটার।


✱ জাপান সরকারের তরফ থেকে, কে সম্প্রতি 'অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার স্টার' পুরস্কার পেলেন?

➥ 'সনমার গ্রুপ'এর ভাইস চেয়ারম্যান নারায়ণ কুমার।


✱ কোভিড-১৯ অতিমারির পর, যেসব পড়ুয়ারা স্কুল ছুটি হয়েছিল, তাদের স্কুলে পেরিয়ে আনতে ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'আর্ন উইথ লার্ন' নামে একটি প্রকল্প চালু করল?

➥ ত্রিপুরা।


✱ ভারতের কোন রাজ্যে সম্প্রতি দেওঘর বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

➥ ঝাড়খন্ড।


✱ সম্প্রতি 'সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন'এর প্রথম সংস্কৃতিক ও পর্যটন রাজধানী হিসাবে ঘোষিত হল কোন শহর?

➥ উত্তরপ্রদেশের শহর বারাণসী।


✱ কাকে সম্প্রতি দেশের সর্বোচ্চ সম্মান মরণোত্তর 'দ্য কলার অফ দ্য সুপ্রিম অর্ডার অফ দ্য ক্রাইস্যান্থেমাম' দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নিল জাপান সরকার?

➥ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে।


✱ কে সম্প্রতি নয়াদিল্লিতে, নতুন টেলিভিশন সিরিজ 'স্বরাজ : ভারত কে স্বতন্ত্রতা সংগ্রাম কি সমগ্র গাথা'র ট্রেলার প্রকাশ করলেন?

➥ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।


✱ সম্প্রতি কোন নতুন রেলপথ তৈরির অনুমোদন দিল কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা?

➥ তরঙ্গ হিল-আম্বাজি-আবু রোড।


✱ সম্প্রতি প্রয়াত ভূপিন্দর সিং (৮২ বছর) কে ছিলেন?

➥ সঙ্গীত শিল্পী।


✱ ভাদোদরার 'ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্ট ইনস্টিটিউট'কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে উন্নীত করে নতুন নাম কি রাখা হবে?

➥ গতিশক্তি বিশ্ববিদ্যালয়।


✱ দেশের প্রথম রাজ্য হিসাবে, কারা সম্প্রতি প্রাক-প্রাইমারি স্তরে কেন্দ্রের নতুন শিক্ষা নীতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করল?

➥ উত্তরাখণ্ড।


✱ ২০২২ সালে ভারতের কোন রাজ্য ৩৬ তম 'ন্যাশনাল গেমস' আয়োজন করবে?

➥ গুজরাট।


✱ বিশ্বের প্রথম বোলার হিসাবে কে সম্প্রতি টোয়েন্টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়ার প্লে-তে ৫০০টি ডট বল করে বিরল নজির গড়লেন?

➥ ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার।



READ MORE


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad