12th March 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
12th March 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
নমস্কার বন্ধুরা,
এই পাঠে আপনাদের জন্য থাকছে 12th March 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs যেখানে পাবেন current affairs MCQs in bengali.
12th March 2023 - Daily Current Affairs in Bengali তে আপনাদের জন্য 10টি Bengali Current Affairs MCQs শেয়ার করা হল। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনার প্রস্তুতিকে আরো ভালো করে তুলবে কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে।
12th March 2023 - Daily Current Affairs in Bengali
1. "Mukundo Upanishad: Gateway to Internity" বইটির লেখক কে?
2. Hindustan Unilever Limited এর পরবর্তী CEO পদে কে নিযুক্ত হতে চলেছেন?
3. Axis Mutual Funds এর MD ও CEO পদে কে নিযুক্ত হলেন?
4. কোন দেশ 25 বছরের ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীতে মহিলাদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে?
5. ভারত চাবাহার বন্দর দিয়ে কোন দেশে 20 হাজার মেট্রিক টন গম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে?
6. 23rd Commonwealth Law Conference কোথায় অনুষ্ঠিত হল?
7. ACI-ASO পুরস্কার 2022 অনুযায়ী কোন বিমানবন্দরকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা বিমানবন্দরের মর্যাদা দেওয়া হয়েছে?
8. কোন রাজ্য সরকার 18 থেকে 35 বয়সী বেকার যুবকদের জন্য 2500 টাকা বেকার ভাতা ঘোষনা করল?
9. আট্টুকাল পোঙ্গালা উৎসব কোন রাজ্যে পালিত হয়?
10. ন্যাশনাল প্লাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন এর তৃতীয় অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হলো?
Read More...
➣ 11th March 2023 - Daily Current Affairs in Bengali
আরও পড়ুন...
Please do not enter any spam link in the comment box.