General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 95
![]() |
General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 95 |
বাংলা জিকে ডায়েরি 📘
General Knowledge in Bengali এর এই পর্বে থাকছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৯টি গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর।
General Knowledge in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব General Knowledge in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং General Knowledge in Bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
General Knowledge in Bengali Part 95
১। বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি কে?
➥ ইংল্যান্ডের লুইস ব্রাউন (তাঁর জন্ম ১৯৭৮ সালের ২৫ জুলাই)।
২। কোন অঞ্চলে বস্তুর ওজন সবথেকে বেশি হয়?
➥ মেরু অঞ্চলে।
৩। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন?
➥ অল্প তাপে আয়তন অনেক বেশি বেড়ে যায় বলে।
৪। 'ইনসুলিন' প্রথম কোন দেশে আবিষ্কৃত হয়?
➥ কানাডা (১৯২১ সালে। আবিষ্কারক - স্যার ফ্রেডরিক জি.ব্যান্টিং চার্লস এইচ বেস্ট ও জে.জে.আর.ম্যাক্লিওড)।
৫। পরভোজী পুষ্টি পদ্ধতিকে কি বলা হয়?
➥ হেরোফাইটিক পুষ্টি।
৬। 'রামন এফেক্ট' কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
➥ আলোক ('রামন এফেক্ট' ১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি স্যার সি.ভি.রামন'এর মাধ্যমে আবিষ্কৃত হয়)।
৭। কোন অঙ্গাণুতে আলো ও তাপের রাসায়নিক বিক্রিয়া ঘটে?
➥ ক্লোরোপ্লাস্ট।
৮। দীর্ঘদিন ধরে যদি অরহর ডাল ও খেসারি ডাল খাওয়া হয় তবে মানবদেহে কোন রোগ দেখা দেবে?
➥ প্যারালাইসিস।
৯। সূর্যের ক্রোমোস্ফিয়ারে প্রথম কোন রাসায়নিক উপাদান আবিষ্কৃত হয়?
➥ হিলিয়াম (ফর্মুলা - He, পারমাণবিক সংখ্যা - 2)।
১০। ফরাসি লেখক হিসাবে পরিচিত হাজী ইব্রাহিম সারহিন্দী, আকবরের আমলে কোন সংস্কৃত রচনাটি ফারসি ভাষায় অনুবাদ করেছিলেন?
➥ অথর্ববেদ।
১১। 'জাহাঙ্গীর মহল' কোন দুর্গে অবস্থিত?
➥ আগ্রা ফোর্ট (সম্রাট আকবর তার পুত্র জাহাঙ্গীরের বাসস্থান হিসাবে জাহাঙ্গীর মহল তৈরি করেছিলেন)।
১২। আবুল ফজল'এর রেকর্ড অনুযায়ী, আকবর কোন বাদ্যযন্ত্রটি বাজাতেন?
➥ নাক্কারা।
১৩। 'ইকরালনামা-ই-জাহাঙ্গীরি' বইটি কার লেখা?
➥ মুতামিদ খান (মোগল সম্রাট জাহাঙ্গীরের সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা ছিলেন তিনি)।
১৪। চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ দিনগুলি কোন স্থানে কাটিয়েছিলেন?
➥ শ্রাবণবেলগোলা (চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা)।
১৫। 'অনুব্রত'এর ধারণা কোন ধর্মের পক্ষ থেকে সমর্থন করা হয়েছিল?
(ads1)
➥ জৈন ('অনুব্রত' ছিল জৈন ধর্মের ৫টি প্রধান শিক্ষা - অহিংসা, অসতেয়, অপরিগ্রহ, সত্য ও ব্রহ্মচর্য)।
১৬। কোন সংস্থা 'দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট' নামে জার্নাল প্রকাশ করত?
➥ ইন্ডিয়া হাউজ (১৯০৫ সালে এটির প্রতিষ্ঠা করেছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা)।
১৭। ১৮৮৪ সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কোথায় 'ভারতীয় জাতীয় সম্মেলন' প্রতিষ্ঠা করেন?
➥ কলকাতা।
১৮। 'ম্যাঙ্গালোরের চুক্তি' কোন সালে স্বাক্ষরিত হয়?
➥ ১৭৮৪ সালের ১১মে (টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে)।
১৯। 'ভারতীয় অস্থিরতার জনক' কাকে বলা হয়?
➥ বাল গঙ্গাধর তিলক।
২০। ভুটানের সঙ্গে ভারতের কোন রাজ্যের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে?
➥ অসম (সীমানাটি ৬৯৯ কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে অসম (২৬৭ কিলোমিটার), অরুণাচল প্রদেশ (২১৭ কিলোমিটার), পশ্চিমবঙ্গ (১৮৩ কিলোমিটার) ও সিকিম (৩২ কিলোমিটার)।
২১। বিখ্যাত 'বিদ্যাসাগর সেতু' কোন শহরে অবস্থিত?
➥ কলকাতা ('হুগলি নদী'র ওপর একটি ৮২২.৯৬ লম্বা কেবল স্টেড ৬ লেনের টোল সেতু এটি, যারা 'দ্বিতীয় হুগলি সেতু' নামেও পরিচিত)।
২২। এশিয়ার প্রথম ভূগর্ভস্থ হাইডেল প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত?
➥ হিমাচল প্রদেশ (২০০৩ সালে চালু হওয়া, নাথপা ঝাকরি হাইডেল প্রকল্পটি ১,৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করে)।
২৩। ভারতের সবথেকে ছোট জেলা কোনটি?
➥ পুদুচেরির মাহে (জেলাটি ৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত)।
২৪। 'জিরো মাইল স্টোন' ভারতের কোন শহরে অবস্থিত?
➥ মহারাষ্ট্রের নাগপুর (১৯০৭ সালে ব্রিটিশদের মাধ্যমে তৈরি একটি স্মৃতিস্তম্ভ এটি)।
২৫। 'ওমকারেশ্বর জলবিদ্যুৎ প্রকল্প' কোন নদীর সঙ্গে যুক্ত?
➥ নর্মদা (৫২০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প এটি)।
২৬। মহারাষ্ট্রের পশ্চিমঘাটের অন্য নাম কি?
➥ সহ্যাদ্রি।
২৭। লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ কোনটির মাধ্যমে মলদ্বীপ থেকে আলাদা হয়েছে?
➥ ৮ ডিগ্রি চ্যানেল।
২৮। 'চিপকো আন্দোলন'এর (১৯৭০ সাল) নেতা কে ছিলেন?
➥ সুন্দরলাল বহুগুনা।
২৯। বেঙ্গালুরুর ইয়েলাহাস্কা রেল কারখানা কি তৈরি করে?
➥ রেলের চাকা।
আরো পড়ুন...
➜ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য
➜ RRB Group D Exam Questions in Bengali
Please do not enter any spam link in the comment box.